জানি definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of জানা: জানা – to know

1st person present imperative tense of জানা:
জানা – to know

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of জানা: জানা [ jānā ] v to know, to come to know, to learn; to be cognizant of; to have knowledge (of or in); to feel, to perceive, to realize (জানছি কষ্ট হবে); to be acquainted with (তাকে জানি). ☐ a. known (জানা কথা); learnt. ~জানি a. made public, circulated. ☐ n. circulation, publicity. জানান দেওয়া v. to announce or proclaim or notify be forehand; to announce oneself. ~নো v. to acquaint with; to inform; to make known. 1st person present imperative tense of জানা: জানা [ jānā ] v to know, to come to know, to learn; to be cognizant of; to have knowledge (of or in); to feel, to perceive, to realize (জানছি কষ্ট হবে); to be acquainted with (তাকে জানি). ☐ a. known (জানা কথা); learnt. ~জানি a. made public, circulated. ☐ n. circulation, publicity. জানান দেওয়া v. to announce or proclaim or notify be forehand; to announce oneself. ~নো v. to acquaint with; to inform; to make known.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of জানা: জানা [ jānā ] বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ~জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরৎ]। ~ (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ~নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ~শুনা, ~শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। ☐ বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 1st person present imperative tense of জানা: জানা [ jānā ] বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ~জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরৎ]। ~ (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ~নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ~শুনা, ~শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। ☐ বিণ. পরিচিত (জানাশোনা লোক)।

Processing time: 2.63 s