জিতে definitions

Bangla-Tangla Dictionary
locative of জি: জি
1. the letter G [English]
2. sir, yes [hindi]

perfective participle of জেতা:
জেতা – to win

shadhu 3rd person ordinary present simple tense of জেতা:
জেতা – to win

Samsad Bengali-English Dictionary
locative of জিত: জিত [ jita ] a (pronun: জিতো) conquered(জিত রাজ); vanquished, defeated (জিতশত্রু); subdued, brought under control (জিত-ক্রোধ ). ☐ n. (pron. জিৎ) victory (হারজিত). locative of জিৎ: জিৎ [ jit ] sfx conquering (বিশ্বজিৎ = a conqueror of the world, world-conquering). locative of জি: জি [ ji ] n (masc. & fem.) a title of courtesy affixed at the end of a person's name (নেতাজি, মাতাজি, গুরুজি); Sir, or Madam (হাঁ জি).
Samsad Bangla Abhidhan
locative of জিত: জিত [ jita ] বিণ. 1 জয় করা হয়েছে এমন, জয়লব্ধ (জিতরাজ্য); 2 পরাজিত (জিতশত্রু); 3 বশীভূত, নিয়ন্ত্রিত (জিতনিদ্র, জিতেন্দ্রিয়)। ☐ বি. (উচ্চা. জিৎ) জয় (হার-জিত, না হয় তোমারই জিত হল)। [সং. √ জি + ক্বিপ্]। locative of জি: জি [ ji ] বি. 1 সম্মানসূচক উপাধিবিশেষ (নেতাজি, গান্ধিজি); 2 মহাশয়, বাবু ইত্যাদি সম্ভ্রসূচক সম্বোধন (জি হুজুর)। [হি. জীউ (সং. জীব)]। perfective participle of জেতা: জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ~নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে। shadhu 3rd person ordinary present simple tense of জেতা: জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ~নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.29 s