নি definitions

Bangla-Tangla Dictionary
নি – negation suffix for present perfect tense
Samsad Bengali-English Dictionary
নি1 [ ni1 ] pfx denoting: proximity, extensiveness, overmuchness, want, similarity, certainty, inferiority etc. (নিকট, নিখাকি, নিখুঁত) । নি2 [ ni2 ] n (mus.) the major sixth of the C scale, A.
Samsad Bangla Abhidhan
চাট1 [ cāṭa1 ] বি. 1 যা চেটে খেতে হয়; 2 নেশার অনুপানরূপে ব্যবহৃত মুখরোচক খাদ্যদ্রব্য (মদের চাট)। [চাটা2 দ্র]। নি বি. অম্লমধুর স্বাদযুক্ত লেহ্য খাবারবিশেষ। ঠেঙা, ঠ্যাঙা [ ṭhēṅā, ṭhyāṅā ] বি. লাঠি। ☐ ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ~ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ~ড়ে, (বর্জি.) ~ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ~নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। -নি1 [ -ni1 ] ক্রি. 1 নাই-এর কথ্য রূপ (চাইনি, হয়নি, যায়নি); 2 না-এর কথ্য রূপ (আর বলিসনি, ওখানে যাসনি)। নি2 [ ni2 ] বি. (সংগীতে) স্বরগ্রামের নিষাদ বা নিষাদের সংকেত। নি3 [ ni3 ] অব্য. বিবিধ ভাবপ্রকাশের উপসর্গ-যথা 1 সামীপ্য, নৈকট্য (নিকট); 2 আশ্রয় (নিলয়); 3 অভাব (নিখরচা, নিটোল, নিখুঁত); 4 বিরতি (নিবৃত্তি); 5 আতিশয্য (নিদারুণ); 6 সমূহ (নিকর)। [সং.]।

Processing time: 0.41 s