গোরা definitions

Bangla-Tangla Dictionary
plural definitive of গো: গো
1. cow
2. an endearing form of address for those older or of the same age
Samsad Bengali-English Dictionary
গোরা [ gōrā ] a having a complexion of cream-colour tinged with red; (loos.) fair complexioned; English or European (গোরা সৈন্য). ☐ n. a pet name of Chaitanya ('কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে'); an Englishman or a European; an English or a European soldier. ~চাঁদ n. a name of Chaitanya. গোরার বাদ্য n. English or European military band. plural definitive of গো: গো2 [ gō2 ] n the cow; the ox; any of the sense organs (গোচর); the earth (গোপতি).
Samsad Bangla Abhidhan
গোরা [ gōrā ] বিণ. 1 গৌরবর্ণ, ফরসা; 2 (ফরসা বলে) ইংরেজজাতীয় (গোরা পল্টন, গোরা সৈন্য)। ☐ বি. 1 শ্রীচৈতন্য ('কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে': বা. ঘো.); 2 ইয়োরোপের অধিবাসী; 3 ইয়োরোপীয় সৈন্য (একদল গোরা)। [সং. গৌর]। ~চাঁদ বি. শ্রীচৈতন্য, গৌরচন্দ্র। গোরার বাদ্য বি. ইয়োরোপীয় সৈনিকদের বাজনা। plural definitive of গো: গো1 [ gō1 ] অব্য. সম্বোধনসূচক শব্দবিশেষ (আজ আমি যাব না গো, সে কী গো)। [সং. অঘোঃ > বাং. ওগো]। plural definitive of গো: গো2 [ gō2 ] বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ~কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ~কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ~ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ~খুর, ~ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ~ক্ষুরা, ~খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ~গৃহ বি. গোশালা, গোয়াল। ~গ্রন্থি বি. ঘুঁটে। ~গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ~ঘৃত বি. গাওয়া ঘি। ~ঘ্ন বিণ. গোহত্যাকারী। ~চন্দন বি. গোরোচনা। ~চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ~দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ~দোহনী, ~দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ~ধন বি. গাভিরূপ সম্পদ। ~ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ~পাট, ~বাট বি. গোগৃহ, গোয়াল। ~বৎস বি. বাছুর। ~বধ বি. গোহত্যা। ~বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ~বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিৎসক। ~ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ~ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্থান। ~মাংস বি. গোরুর মাংস। ~মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্থানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ~মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। ☐ বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ~মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ~মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ~মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ~মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ~যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ~রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ~রক্ষক বি. রাখাল। ~রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ~শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ~স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ~স্তনী বি. আঙুর ফলের গোছা। ~হত্যা বি. গোবধ -এর অনুরূপ। plural definitive of গো: গোদোহিনী [ gōdōhinī ] দ্র গো plural definitive of গো: গোবাট [ gōbāṭa ] দ্র গো plural definitive of গো: গোবৈদ্য, গোভাগাড় [ gōbaidya, gōbhāgāṛa ] দ্র গো plural definitive of গো: গোমাংস, গোমাতা [ gōmāṃsa, gōmātā ] দ্র গো plural definitive of গো: গোমুখ, গোমুখী, গোমূর্খ, গোমূত্র [ gōmukha, gōmukhī, gōmūrkha, gōmūtra ] দ্র গো plural definitive of গো: গোশালা [ gōśālā ] দ্র গো

Processing time: 1.28 s