কেউ definitions

Bangla-Tangla Dictionary
কেউ – anybody, somebody, nobody (with না)
Samsad Bengali-English Dictionary
কেউ [ kēu ] pro someone, somebody; anyone; one belonging to or related to (সে আমার কেউ নয়). কেউ কেউ some people; some. কেউ না none, nobody. কেউ না কেউ one or the other. আর কেউ, অন্য কেউ some one else, somebody else.
Samsad Bangla Abhidhan
কেউ [ kēu ] সর্ব. 1 কেহ, কোনো ব্যক্তি; 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেউ নয়)। [বাং. কেহ > প্রা. বাং. কেহু]। ~. কেটা, কেওকেটা বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্থ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)। ☐ বিণ. যে-সে, হেয় করবার মতো; (ব্যঙ্গে) মানী বা পদস্থ (কেউকেটা লোক নয়)। কেহ [ kēha ] সর্ব. (সাধু ভাষার) 1 কোনো ব্যক্তি (কেহ জানে না); 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেহ নয়)। কেউ শব্দের সাধু রূপ। [প্রাকৃ. কেঅ, তু. মাগ. কেহু < সং. কঃ অপি]। কেহ কেহ সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক। কেহ না কেহ সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক।

Processing time: 1.82 s