Bangla-Tangla Dictionary
genitive of কিসে:
কিসে – in what way
genitive of কি:
কি
–
1. or
2. what
Samsad Bengali-English Dictionary
কিসের, কীসের [ kisēra, kīsēra ] pro (genit.) of or for what or which; in what respect (implying; in no respect or at all) (কীসের গরিব সে ?); causeless, useless, pointless (কীসের দুঃখ, কীসের দৈন্য)
genitive of কিসে:
কিসে, কীসে [ kisē, kīsē ] pro (in Eng. adv.) from what; what for, why; by what or which; in which way or manner, how; by what or which means; in what or which. কীসে আর কীসে what a comparison to draw or make; comparing things opposed in character.
genitive of কি:
কি [ ki ] con. interro (used as an auxiliary interrogative word. (তুমি কি যাবে ? = will you go ?); whether (কি বালক কি বৃদ্ধ).
Samsad Bangla Abhidhan
কিসের, কীসের [ kisēra, kīsēra ] সর্ব. 1 কোন্ বস্তুর, কোন্ বিষয়ের ('কিসের তরে অশ্রু ঝরে': রবীন্দ্র); 2 কী ধরনের, আদৌ সে কিসের গরিব?); 3 অকারণ, মিথ্যা ('কিসের দৈন্য, কিসের দুঃখ': দ্বি. রা)। [বাং. কিস + এর]।
genitive of কিসে:
কিসে, কীসে [ kisē, kīsē ] সর্ব. 1 কী থেকে, কীসের জন্য (এ কথা উঠল কিসে); 2 কোন্ বস্তুর দ্বারা, কোন্ উপায়ে, কেমন করে (সুখ কীসে হবে?); 3 কোন্ বস্তুর মধ্যে, কার মধ্যে (সুখ কিসে আছে? দুধ কিসে আছে?)। [বাং. কিস > হি. কিস (প্রাকৃ. কীস) + এ]। কিসে আর কিসে অতি উত্তমের সঙ্গে অতি অধমের বা নিকৃষ্টের তুলনা।
genitive of কি:
কি [ ki ] অব্য. 1 সংশয়াত্মক প্রশ্নসূচক শব্দ (সেও কি আসবে? তুমি কি সেখানে যাবে?); 2 কিংবা, অথবা (কি বালক কি বৃদ্ধ)। [সং. কিম্]।