প্রথমে definitions

Bangla-Tangla Dictionary
locative of প্রথম: প্রথম – first (~ + ~ = in the beginning)
Samsad Bengali-English Dictionary
প্রথম [ prathama ] a first; primitive (প্রথম যুগ); of the beginning, inceptive (প্রথমাবস্থা); most important, chief (প্রথম কথা); eldest (প্রথমপুত্র); foremost (প্রথম সারি); best (পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম). fem. প্রথমা । (পরীক্ষায়) প্রথম হওয়া v. to come or stand first or to top the list (in an examination). প্রথমত adv. at first; firstly, in the first place, first. ~দর্শন n. the first meeting. প্রথমদর্শনে প্রণয় love at first sight. ~পাদ n. the first quarter. ~পুরুষ n. (gr.) the third person. ~বয়স n. the early age; the early youth. প্রথম বিশ্বযুদ্ধ the First World War. প্রথমে adv. at first; in the first place, first; in the beginning; in front, before all. প্রথমাংশ n. the first or early part. প্রথমোক্ত n. the one first spoken of or referred to first; former. locative of প্রথম: প্রথম [ prathama ] a first; primitive (প্রথম যুগ); of the beginning, inceptive (প্রথমাবস্থা); most important, chief (প্রথম কথা); eldest (প্রথমপুত্র); foremost (প্রথম সারি); best (পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম). fem. প্রথমা । (পরীক্ষায়) প্রথম হওয়া v. to come or stand first or to top the list (in an examination). প্রথমত adv. at first; firstly, in the first place, first. ~দর্শন n. the first meeting. প্রথমদর্শনে প্রণয় love at first sight. ~পাদ n. the first quarter. ~পুরুষ n. (gr.) the third person. ~বয়স n. the early age; the early youth. প্রথম বিশ্বযুদ্ধ the First World War. প্রথমে adv. at first; in the first place, first; in the beginning; in front, before all. প্রথমাংশ n. the first or early part. প্রথমোক্ত n. the one first spoken of or referred to first; former.
Samsad Bangla Abhidhan
locative of প্রথম: আদি [ ādi ] বি. 1 আরম্ভ, উৎপত্তির কারণ, উৎপত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উৎপত্তিস্থান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। ☐ 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্থান)। [সং. আ + √ দা + ই]। ~অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ~কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ~কান্ড বি. গ্রন্থাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ~কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ~কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ~কাল বি. প্রাচীন কাল। ~দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ~নাথ বি. ঈশ্বর; মহাদেব। ~পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ~পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ~বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ~ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ~ভূতা। ~রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ~রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ~রূপ বি. মূল আদর্শ, archetype. locative of প্রথম: প্রথম [ prathama ] বিণ. 1 আদি, আদিম (প্রথম যুগ, প্রথম প্রাণের আবির্ভাব); 2 আরম্ভকালীন (প্রথমাবস্থা); 3 শ্রেষ্ঠ, প্রধান (প্রথম পুরস্কার); 4 জ্যেষ্ঠ (প্রথম সন্তান); 5 নতুন, নবীন, অভিনব (প্রথম যৌবন); 6 পয়লা, এক নম্বর (মাসের প্রথম দিন); 7 সর্বাগ্রবর্তী (প্রথম সারি); 8 সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ (পরীক্ষায় প্রথম হওয়া)। [সং. √ প্রথ্ + অম]। স্ত্রী. প্রথমা। ~ (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রথমে, আগে; প্রধানত। প্রথম-প্রথম ক্রি-বিণ. গোড়ার দিকে। প্রথমোক্ত বিণ. প্রথমে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এমন (প্রথমোক্ত পুস্তকটি)।

Processing time: 0.43 s