গায়ে definitions

Bangla-Tangla Dictionary
গায়ে – (+ পড়ে = [adverb] overfamiliarly, without having been asked)(+ পড়া = [adjective] overfamiliar, unwanted)

locative of গা:
গা – body (+ করা = to heed)

Samsad Bengali-English Dictionary
locative of গা: -গা1 [ -gā1 ] fem of গ2 (নিম্নগা). locative of গা: গা2 [ gā2 ] int a meaningless term or expletive used in conversation (হ্যাঁ গা মেয়ে, বল কি গা). locative of গা: গা3 [ gā3 ] n (mus.) the third note in the natural scale, E. locative of গা: গা4 [ gā4 ] n the body (গায়ের জোর); the surface of the body, the skin (খসখসে গা); sensibility, sensitiveness (অপমান গায়ে না লাগা); attention, heed, interest, willingness (কাজে গা নেই). গা করা v. to set one's mind (to); to pay heed (to); to take interest (in). গা কাঁপা v. to shudder in fear; to shiver. গা কেমন করা, গা কেমন-কেমন করা v. to be stricken with nausea, to feel uneasy or have nausea; to feel indisposed; to be stricken with fear. ~-গতর n. the whole body. ~-গরম n. state of having or running a temperature. গা গরম হওয়া v. to have one's body warmed up; to have a temperature, to run a temperature; to become feverish. গা গুলানো v. to be stricken with nausea, to have nausea, to feel queasy. গা ঘামানো v. to toil (esp. earnestly); (of an athlete, performer, etc.) prepare for a contest, performance, etc. by practising, warm up. গা ঘেঁষা v. to get very close to; to try to be intimate with. গা জুড়ানো v. to soothe, to gratify, to please; to refresh. -জুড়ানো a. soothing; pleasant; refreshing (গা-জুড়ানো বাতাস). ~-জোরি n. application or showing of undue force. গা জ্বালা করা v. to have burning sensation in the body; (fig.) to be malicious or spiteful; to be jealous; to grudge; to be displeased; to get angry. গা ঝাড়া দেওয়া v. to shake one's body. গা ঝাড়া দিয়ে ওঠা v. (lit.) to get up after shaking one's body; (fig.) to become active again with an effort, to shake off inertia. গা ঝিমঝিম করা v. to feel dizzy. গা ঢাকা দেওয়া v. to go into hiding, to abscond. গা ঢেলে দেওয়া v. to lie down; to relax one's efforts and let things have their own course; to join (in a work) wholeheartedly. গা তোলা v. to get up. গা দেওয়া same as গা করা । গা পেতে নেওয়া v. to invite (punishment, insult etc.) upon oneself. গা বমি-বমি করা same as গা গুলানো । গা মাটি-মাটি করা v. to feel like lying down in idleness. গা ম্যাজম্যাজ করা v. to feel uneasy, to feel out of sorts; to feel sluggish. গায়ে কাঁটা দেওয়া v. to have horripilation; to have one's hair stand on end, to have goose flesh. গায়ে গায়ে very close, closely situated, standing very close; side by side; clinging together. গায়ে থুতু দেওয়া v. to spit upon one's face; (fig.) to detest extremely, to abhor, to abominate. গায়ে দেওয়া v. to wear, to put on. গায়ে পড়ে officiously; uninvitedly. গায়ে ফুঁ দিয়ে বেড়ানো v. (fig.) to move about avoiding toil and responsibility. গায়ে ফোসকা পড়া v. (fig.) to fret with pain or malice or jealousy; to be over-sensitive. গায়ে মাংস (বা মাস) লাগা v. to grow fat, to gain flesh, to put on flesh or weight. গায়ে পড়া a. officious; talking or doing something unsolicitedly. গায়ে মাখা v. (fig.) to pay heed to, to care for. গায়ে হলুদ n. the Hindu ceremony of be smearing the bridegroom and the bride with a paste of turmeric and then bathing them on the eve of their wedding. গায়ে হাত তোলা v. to beat, to lay hands on. গায়ের জোরে by brute force, by physical force. গায়ের জ্বালা burning sensation of the body; (fig.) malice, spite, jealousy, hatred, anger, displeasure. গায়ের ঝাল ঝাড়া বা মেটানো v. to vent one's grudge (against another), to vent one's spleen. গা জ্বালা same as গায়ের জ্বালা । গা-সওয়া, গা-সহা a. accustomed (to an evil) by repeated suffering (from it).
Samsad Bangla Abhidhan
locative of গা: [ g ] বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবৎ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ। locative of গা: গা1 [ gā1 ] অব্য. (গ্রা.) সম্বোধনসূচক শব্দবিশেষ (ওখানে কে গা, হ্যাঁ গা)। locative of গা: গা2 [ gā2 ] বি. (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় সুর গান্ধারের সংক্ষিপ্ত রূপ বা সংকেত। locative of গা: গা3 [ gā3 ] বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্থা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উৎসাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্থিরতা বা অসুস্থতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্থ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উৎসাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্থ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। ☐ বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ☐ ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ।

Processing time: 0.4 s