বাতলে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of বাতলানো: বাতলানো – to indicate, to convey
Samsad Bengali-English Dictionary
perfective participle of বাতলানো: বাতলানো [ bātalānō ] v to suggest; to point out; to devise. ☐ a. suggested; devised.
Samsad Bangla Abhidhan
locative of বাতল: বাত2 [ bāta2 ] বি. 1 বাতাস, বায়ু (বাতায়ন, বাতাবর্ত); 2 রোগবিশেষ (গেঁটে বাত); 3 দেহস্থ ধাতুবিশেষ (বাত পিত্ত-কফ)। [সং. √ বা + ত-তু. ফা. বাদ (=বাতাস)]। ~কর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্থ দুর্গন্ধযুক্ত বায়ু। ~গ্রস্ত বিণ. বাত রোগে আক্রান্ত। ~রক্ত বি. রক্তদোষজনিত রোগবিশেষ। ~ বিণ. 1 বাতযুক্ত, বায়ুময়; 2 স্ফীত; 3 ফাঁপা; 4 (বাং.) বাতরোগগ্রস্ত; 5 (বাং.) বায়ুরোগগ্রস্ত। perfective participle of বাতলানো: বাতলা [ bātalā ] ক্রি. বাতলানো, বলে দেওয়া। [হি. বাত্লানা]। ~নো ক্রি. বি. বলে বা বুঝিয়ে দেওয়া ('না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কী খেলে': সু.রা.)। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 0.4 s