কানের definitions

Bangla-Tangla Dictionary
genitive of কান: কান – ear (+ দেওয়া = to pay attention)
Samsad Bengali-English Dictionary
genitive of কান: কান [ kāna ] n the ear; sense or power of hearing; audition; heed (কথায় কান দেওয়া); an ear-like key of a violin or similar instruments; anything resembling an ear. কান কাটা v. (fig.) to defeat or supersede outright. কান কাটা যাওয়া v. to suffer deep humiliation. কান খাড়া করা v. (fig.) to prick up one's ears, to be all ears. কান ঝালাপালা করা v. to vex or annoy by deafening or discordant noise. কান দেওয়া v. to give attention or ear (to), to listen to, to pay heed (to), to lend an ear (to). কান ধরা v. to pull one's ears (as a mark of chastisement. rebuke or insult). কান না দেওয়া v. to turn a deaf ear (to), to refuse to hear, to pay no heed (to). কান পাকা v. to have pus formed within one's ear-holes. ~পাটা n. the cluster or lock of hair hanging by the side of ears, sideburns; flap of the ear, lobe of the ear. কান পাতা v. to give ear (to); to pay heed (to). কান ফুটানো, কান বিঁধানো v. to get the lobe of the ear pierced, esp. for wearing earrings. কান ভাঙানো, কান ভারী করা v. to speak to a person secretly in order to prejudice him against another, to earwig. কান মলা v. to pull one's ear, to pull one by the ear; (fig.) to put out of countenance or defeat utterly, to discomfit. কানে আঙুল দেওয়া v. to put one's fingers into one's ears (as a mark of refusal to hear). কানে ওঠা v. to reach the ears or to come to hear. কানে খাটো a. short of hearing, hard of hearing. কানে তালা লাগা v. to have one's ears deafened by loud or ear-splitting noise etc.) কানে তোলা v. to inform (against); to pay heed to. কানে ধরে বলা v. to draw one's attention with rebuke. কানে লাগা v. to sound plausible or acceptable or sweet. ~-কাটা a. shameless, brazenfaced, unblushing; thick-skinned, unperturbed by ridicule or derision. ~কুয়া , (coll.) ~কো n. the gill of a fish etc., the branchia. ~খুশকি n. an ear-pick. ~পাতলা a. apt to believe (evil reports about others) without sufficient evidence, credulous. ~ফাটা1, ~ফাটানো a. (of sounds etc.) deafening, stunning. ~ফাটা2 a. of a class of monks with their external ears split (কানফাটা যোগী). ~বালা n. an earring. ~ভাঙানি n. speaking secretly to a person in order to prejudice him or her against another, earwigging.
Samsad Bangla Abhidhan
genitive of কান: কাণ, কাণা, কাণী [ kāṇa, kāṇā, kāṇī ] যথাক্রমে কান2, কানা ও কানি -র বর্ত. অপ্রচলিত বানানভেদ। genitive of কান: কান1, কানু [ kāna1, kānu ] বি. কানাই, কৃষ্ণ। [প্রাকৃ. কণ্থ্ < সং. কৃষ্ণ]। genitive of কান: কান2 [ kāna2 ] বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উৎকর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ~কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ~খুশকি, ~খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। genitive of কান: কানাঘুষো [ kānāghuṣō ] দ্র কান2 genitive of কান: কানু [ kānu ] দ্র কান1

Processing time: 0.41 s