Bangla-Tangla Dictionary
হার –
1. defeat
2. necklace
3. rate (eg, interest)
2nd person ordinary present simple tense of হারা:
হারা
– to be defeated
Samsad Bengali-English Dictionary
হার1 [ hāra1 ] n defeat. ~জিত n. defeat and victory. হার মানা, হার স্বীকার করা v. to acknowledge defeat.
হার2 [ hāra2 ] n a necklace; a wreath; a string; (math.) division; (loos.) rate or proportion. পরিবর্তহার n. the rate of exchange. হারে adv. at the rate of. শতকরা হার rate per hundred, percentage.
genitive of হা:
হা [ hā ] int indicating: grief, suffering, amazement etc.; oh, ah, ha, alas.
2nd person ordinary present simple tense of হারা:
হারা [ hārā ] v to be defeated; to lose (as in a game). ☐ a. (in comp.) having lost, deprived of, bereft of (গৃহহারা, সুখহারা), bereaved of, -less (মাতৃহারা = mother less).
Samsad Bangla Abhidhan
হার1 [ hāra1 ] বি. 1 কণ্ঠাভরণবিশেষ, যে গয়না গলায় ঝুলিয়ে পরতে হয়; 2 মালা; 3 (গণি.) হরণ, ভাগ; 4 (বাং.) দর, অনুপাত (শতকরা পাঁচ টাকা হারে)। [সং. হৃ + অ]। ~ক বিণ. হরণকারী। ☐ বি. ভাজক, divisor. হারা-হারি বি. অনুপাত-অনুযায়ী ভাগবাঁটোয়ারা। ☐ বিণ. ক্রি-বিণ. গড়পড়তা বা অনুপাত-অনুযায়ী (হারাহারি ভাগ, হারাহারি ভাগ করা)।
হার2 [ hāra2 ] বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ~কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ।
হারাহারি1 [ hārāhāri1 ] দ্র হার1।
genitive of হা:
হা [ hā ] অব্য. হায়; শোক ক্লেশ বিস্ময় প্রভৃতি সূচক শব্দ। ~পিত্যেশ বি. 1 অতি লোভাতুর প্রত্যাশা; 2 দীর্ঘ প্রত্যাশা; 3 আপশোস, অনুশোচনা। ~হুতাশ বি. অতিশয় আক্ষেপ।
genitive of হা:
হাপিত্যেশ [ hāpityēśa ] দ্র হা।
2nd person ordinary present simple tense of হারা:
হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ~নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ~হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।