সকালে definitions

Bangla-Tangla Dictionary
locative of সকাল: সকাল – morning
Samsad Bengali-English Dictionary
সকাল সকাল [ sakāla sakāla ] adv betimes, early; soon, quickly. সকালে adv. in the morning; at dawn, at daybreak; early, betimes. locative of সকাল: সকাল [ sakāla ] n the morning or the dawn; hurry, haste. সকাল হওয়া v. to dawn.
Samsad Bangla Abhidhan
locative of সকাল: সকাল [ sakāla ] বি. 1 প্রাতঃকাল, প্রভাত (সকালবেলা, সকাল হওয়া); 2 ত্বরা, তাড়াতাড়ি (সকাল করে আসা)। [সং. সহ + কাল]। ~বেলা বি. প্রভাত। সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে।

Processing time: 1.26 s