Off by 2 letters:
ব্যবসা definitions

Bangla-Tangla Dictionary
ব্যবসা – the profession of business or trade
Samsad Bengali-English Dictionary
ব্যবসায়, ব্যবসা [ byabasāẏa, byabasā ] n a profession, a calling, a vocation; trade, business, traffic, commerce. ব্যবসা করা v. to be engaged in trade or commerce; to trade (in), to traffic (in), to deal (in). ব্যবসায়ী, ব্যবসাদার a. engaged in business or commerce; trading or trafficking or dealing (in); commercial; mercantile; businesslike; commercial in spirit or temperament. ☐ n. a trader, a merchant, a tradesman, a trafficker, a dealer; a man in business; one who is commercial in spirit or temperament; one skilled in worldly affairs; one keenly alive to one's own interests. ব্যবসা-বাণিজ্য n. trade and commerce. ব্যবসায়ী প্রতিষ্ঠান a mercantile firm. ব্যবসায়ী-সংঘ n. a traders' guild; a mercantile corporation; a chamber of commerce.
Off by 3 letters:
খট্বা definitions

Samsad Bengali-English Dictionary
খট্বা [ khaṭbā ] n a cot, a bedstead.
Samsad Bangla Abhidhan
খট্বা [ khaṭbā ] বি. খাট, পালঙ্ক, পর্যঙ্ক। [সং. √খট্ + ব (ক্বন্) + আ]। ~ঙ্গ বি. 1 খাটের পায়া বা খুরা; 2 খট্বাঙ্গের মতো মুগুর; 3 আগায় নরকপালযুক্ত লাঠি-যা শিবের অস্ত্র। ~ঙ্গ-ধর বি. শিব। ~রূঢ় বিণ. 1 নিষিদ্ধ অনুষ্ঠান করছে এমন; 2 (কৌতু.) খাটের উপর বসেছে বা শুয়েছে এমন।
ট্যাঁ definitions

Samsad Bengali-English Dictionary
ট্যাঁ [ ṭyā ] int expressing: cry or scream of an infant (esp. a newborn one); cry of pang. ট্যাঁট্যাঁ int. expressing: repeated cry of an infant; repeated cry of pang. ট্যাঁফো n. slightest protest or complaint or adverse comment.
Samsad Bangla Abhidhan
ট্যাঁ [ ṭyā ] বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]। ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না। ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)। ট্যাঁফোঁ [ ṭyām̐phō ] দ্র ট্যাঁ
ট্যাপ definitions

Bangla-Tangla Dictionary
ট্যাপ – tap [English]
বসা definitions

Bangla-Tangla Dictionary
বসা – to sit (PAP + ~ = to do inadvertently)

2nd person intimate present imperative tense of বসানো:
বসানো – to cause to sit

Samsad Bengali-English Dictionary
থাবড়ি [ thābaṛi ] n a squatting posture; an instance or act of squatting. থাবড়ি খাওয়া, থাবড়ি খেয়ে, বসা v. to squat, to sit on one's buttocks. বসা1 [ basā1 ] n a substance found in adipose tissue, fat; marrow; grease. বসা2 [ basā2 ] v to sit, to take one's seat; to be in stalled (গদিতে বসা); to be established or founded (গ্রামে গ্রামে স্কুল বসা); to start, to commence (আমাদের স্কুল এগারোটায় বসে); to freeze, to congeal, to solidify (দই বসা); to accumulate or settle (বুকে সর্দি বসা); to fit (মাথায় টুপি বসা); to be imposed or levied (ট্যাকস বসা); to enter (পেরেক বসা); to pierce (ছুরি বসা দাঁত বসা); to stick or to get stuck (কাদায় গাড়ির চাকা বসা); to be imprinted (দাগ বসা); to be soaked (in) (গায়ে জল বসা); to be applied closely, to be attracted (মন বসা); to be wizened, to look haggard (চোখমুখ বসা); to become hoarse (স্বর বসা); to wait (তুমি একটু বসো); to come to stay or re side (প্রজা বা ভাড়াটে বসা); to been gaged in (বিচারে বসা); to do or commit something suddenly (করে বসা, বলে বসা) ☐ a. seated; frozen, congealed, solidified; wizened, haggard; hoars ened; sunken; depressed (বসা জমি); requiring much sitting, sedentary বসা কাজ); unemployed (তার সব ছেলেই বসা). বসানো v. to cause to sit, to seat; to establish or found; to cause to congeal, to congeal, to freeze, to solidify; to impose or levy; to drive into, to enter; to pierce with; to imprint; to cause to be soaked (in); to apply closely; to cause to stay or reside; to engage; to set or stud with, to inlay (আংটিতে পাথর বসানো); to place or put (উনুনে হাঁড়ি বসানো); to implant, to deal (চড় বসানো). একেবারে মায়ের মুখ বসানো to be the image of one's mother. বসার ঘর a sitting room; a drawing room. বসে থাকা v. to be sitting; to remain sitting; to wait (for); to be unemployed; to be without work; to pass time in laziness, to laze. বসে পড়া v. to sit down; to be utterly disappointed (ফেল করে সে বসে পড়ল); to be ruined utterly (মামলায় হেরে সে বসে পড়ল). বসে বসে adv. by waiting for a long time (বসে বসে বেলা গেল); in an unemployed state, doing nothing; idly (বসে বসে খাওয়া). বসে যাওয়া v. (of land etc.) to sink, to become depressed; to be ruined; to desist or rest (আর খেলিস না-বসে যা); to stop (বাধা পড়েছে-বসে যাও). 2nd person intimate present imperative tense of বসানো: বসা2 [ basā2 ] v to sit, to take one's seat; to be in stalled (গদিতে বসা); to be established or founded (গ্রামে গ্রামে স্কুল বসা); to start, to commence (আমাদের স্কুল এগারোটায় বসে); to freeze, to congeal, to solidify (দই বসা); to accumulate or settle (বুকে সর্দি বসা); to fit (মাথায় টুপি বসা); to be imposed or levied (ট্যাকস বসা); to enter (পেরেক বসা); to pierce (ছুরি বসা দাঁত বসা); to stick or to get stuck (কাদায় গাড়ির চাকা বসা); to be imprinted (দাগ বসা); to be soaked (in) (গায়ে জল বসা); to be applied closely, to be attracted (মন বসা); to be wizened, to look haggard (চোখমুখ বসা); to become hoarse (স্বর বসা); to wait (তুমি একটু বসো); to come to stay or re side (প্রজা বা ভাড়াটে বসা); to been gaged in (বিচারে বসা); to do or commit something suddenly (করে বসা, বলে বসা) ☐ a. seated; frozen, congealed, solidified; wizened, haggard; hoars ened; sunken; depressed (বসা জমি); requiring much sitting, sedentary বসা কাজ); unemployed (তার সব ছেলেই বসা). বসানো v. to cause to sit, to seat; to establish or found; to cause to congeal, to congeal, to freeze, to solidify; to impose or levy; to drive into, to enter; to pierce with; to imprint; to cause to be soaked (in); to apply closely; to cause to stay or reside; to engage; to set or stud with, to inlay (আংটিতে পাথর বসানো); to place or put (উনুনে হাঁড়ি বসানো); to implant, to deal (চড় বসানো). একেবারে মায়ের মুখ বসানো to be the image of one's mother. বসার ঘর a sitting room; a drawing room. বসে থাকা v. to be sitting; to remain sitting; to wait (for); to be unemployed; to be without work; to pass time in laziness, to laze. বসে পড়া v. to sit down; to be utterly disappointed (ফেল করে সে বসে পড়ল); to be ruined utterly (মামলায় হেরে সে বসে পড়ল). বসে বসে adv. by waiting for a long time (বসে বসে বেলা গেল); in an unemployed state, doing nothing; idly (বসে বসে খাওয়া). বসে যাওয়া v. (of land etc.) to sink, to become depressed; to be ruined; to desist or rest (আর খেলিস না-বসে যা); to stop (বাধা পড়েছে-বসে যাও).
Samsad Bangla Abhidhan
বসা1 [ basā1 ] বি. 1 চর্বি, মেদ (শূকরের বসা); 2 মজ্জা। [সং. √ বস্ + অ + আ]। বসা2 [ basā2 ] ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্থায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্থাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্থাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাৎ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্থাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুৎসাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবৎ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। বসাইত, বসাইয়া, বসাইল [ basāita, basāiẏā, basāila ] যথাক্রমে বসা ক্রিয়ার বসাত, বসিয়ে এবং বসাল রূপের পুরোনো এবং 'সাধু' রূপ। 2nd person intimate present imperative tense of বসানো: বসা2 [ basā2 ] ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্থায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্থাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্থাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাৎ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্থাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুৎসাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবৎ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)।
ব্যবসায় definitions

Samsad Bengali-English Dictionary
ব্যবসায়, ব্যবসা [ byabasāẏa, byabasā ] n a profession, a calling, a vocation; trade, business, traffic, commerce. ব্যবসা করা v. to be engaged in trade or commerce; to trade (in), to traffic (in), to deal (in). ব্যবসায়ী, ব্যবসাদার a. engaged in business or commerce; trading or trafficking or dealing (in); commercial; mercantile; businesslike; commercial in spirit or temperament. ☐ n. a trader, a merchant, a tradesman, a trafficker, a dealer; a man in business; one who is commercial in spirit or temperament; one skilled in worldly affairs; one keenly alive to one's own interests. ব্যবসা-বাণিজ্য n. trade and commerce. ব্যবসায়ী প্রতিষ্ঠান a mercantile firm. ব্যবসায়ী-সংঘ n. a traders' guild; a mercantile corporation; a chamber of commerce.
Samsad Bangla Abhidhan
ব্যবসায় [ byabasāẏa ] বি. 1 পেশা, জীবিকা, বৃত্তি (স্বাধীন ব্যবসায়ে নিযুক্ত); 2 কারবার, বাণিজ্য (পাটের ব্যবসায়); 3 অভিপ্রায়, উদ্দেশ্য; 4 উদ্যম, যত্ন। [সং. বি + অব + √ সো + অ]। ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. 1 ব্যাবসাদার, যে ব্যাবসা করে, বণিক, সওদাগর; 2 উদ্যমী, উদ্যোগী; 3 (সচ. নিন্দায়) অত্যন্ত হিসাবি ও অর্থলোভী। ব্যবসিত বিণ. 1 উদ্যমযুক্ত; চেষ্টাযুক্ত; 2 চেষ্টিত; 3 স্থিরীকৃত। ব্যবসিত [ byabasita ] দ্র ব্যবসায়
স্বসা definitions

Samsad Bengali-English Dictionary
স্বসা [ sbasā ] n a sister; a cousin sister.
Samsad Bangla Abhidhan
স্বসা [ sbasā ] (-সৃ) বি. ভগিনী। [সং. সু + √ অস্ + ঋ]। স্বস্রীয়, স্বস্রেয় বি. ভাগিনেয়। ☐ বিণ. ভগিনীসম্বন্ধীয়। স্বস্রীয়া, স্বস্রেয়ী বি. (স্ত্রী.) ভাগিনেয়ী।
Off by 4 letters:
অধ্যবসায় definitions

Samsad Bengali-English Dictionary
অধ্যবসায় [ adhyabasāẏa ] n perseverance; sustained effort. ~শীল, অধ্যবসায়ী a. persevering.
Samsad Bangla Abhidhan
অধ্যবসায় [ adhyabasāẏa ] বি. ক্রমাগত চেষ্টা; দৃঢ় ও অবিরাম উদ্যম ও সাধনা। [সং. অধি+অব+√ সো+অ]। ~শীল, অধ্যবসায়ী (-যিন্) বিণ. অবিরাম চেষ্টা করে যায় এমন, নিয়ত যত্নশীল।
অব্যবসায় definitions

Samsad Bengali-English Dictionary
অব্যবসায় [ abyabasāẏa ] n lack of practice or training; lack of enterprise; incompetence. অব্যবসায়ী a. lacking knack in business enterprise; unpractical, unbusinesslike; not having any practice or training; un enterprising; inexperienced; incompetent.
Samsad Bangla Abhidhan
অব্যবসায় [ abyabasāẏa ] বি. চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। [সং. ন + ব্যবসায়]। অব্যবসায়ী (-য়িন্) বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন।
খট্বাশ definitions

Samsad Bengali-English Dictionary
খট্বাশ [ khaṭbāśa ] n the polecat; the civet cat.
ছ্যা definitions

Samsad Bangla Abhidhan
ছি, ছ্যা [ chi, chyā ] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)। ছ্যা [ chyā ] দ্র ছি
জ্যা definitions

Samsad Bengali-English Dictionary
জ্যা [ jyā ] n a bowstring; (geom.) a chord, a sine; the earth. ধনুকে জ্যা পরানো to string a bow.
Samsad Bangla Abhidhan
জ্যা [ jyā ] বি. 1 ধনুকের গুণ বা ছিলা; 2 (জ্যামি.) বৃত্তাংশের দুই প্রান্ত যোজনাকারী রেখা, chord; 3 পৃথিবী।[সং. √ জ্যা + ক্বিপ্]। ~নির্ঘোষ বি. ধনুকের টংকার। ~রোপণ বি. ধনুকে গুণ বা ছিলা পরানো। জ্যানির্ঘোষ [ jyānirghōṣa ] দ্র জ্যা জ্যারোপণ [ jyārōpaṇa ] দ্র জ্যা
টব definitions

Bangla-Tangla Dictionary
টব – tub
Samsad Bengali-English Dictionary
টব [ ṭaba ] n a tub.
Samsad Bangla Abhidhan
টব [ ṭaba ] বি জল রাখার বা ফুলগাছ রোপণ করার পাত্রবিশেষ (ফুলের টব, জলের টব)। [ইং. tub]
টসকা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of টসকানো: টসকানো – to be worn down
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of টসকানো: টসকানো [ ṭasakānō ] v to be impaired or weakened or damaged (শরীর টসকানো); to be run down in health; to die (লোকটা টসকেছে); would bend rather than break (টসকায় তো মচকায় না). টসকানোর লোক নয় not the person to flinch or defect.
Samsad Bangla Abhidhan
টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. 1 অস্বাভাবিক হওয়া; 2 ভগ্নস্বাস্থ্য হওয়া (শরীরটা টসকেছে); 3 সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]। 2nd person intimate present imperative tense of টসকানো: টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. 1 অস্বাভাবিক হওয়া; 2 ভগ্নস্বাস্থ্য হওয়া (শরীরটা টসকেছে); 3 সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]।
টা definitions

Bangla-Tangla Dictionary
টা – definite article [suffix]
Samsad Bengali-English Dictionary
-টা [ -ṭā ] sfx used in Bengali to serve the purpose of the definite article, the (ছেলেটা, দুধটা).
Samsad Bangla Abhidhan
টা [ ṭā ] নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে ('রাজাটা খেপেছে রে': রবীন্দ্র; হচ্ছেটা কী?)।
টাবা definitions

Samsad Bengali-English Dictionary
টাবা [ ṭābā ] n a kind of lime, the citron.
Samsad Bangla Abhidhan
টাবা [ ṭābā ] বি. লেবুবিশেষ। [দেশি]।
ট্যাঁক definitions

Samsad Bangla Abhidhan
টেক [ ṭēka ] দ্র ট্যাঁক ট্যাঁক, (বর্জি.) টেঁক [ ṭyān̐ka, (barji.) ṭēn̐ka ] বি. 1 কোমর; 2 কোমরের কাপড় (ট্যাঁকে গোঁজা); 3 (বিরল) নদীর বেঁকে যাওয়া তীর ('গাঙ্গের টেঁক')। [দেশি-তু. সং. কটি]। ট্যাঁকে গোঁজা ক্রি. বি. 1 কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; 2 (আল.) সম্পূর্ণ আত্মসাৎ করা বা আয়ত্তে আনা।
ট্যাঁশ definitions

Samsad Bengali-English Dictionary
ট্যাঁস, ট্যাঁশ [ ṭyām̐sa, ṭyām̐śa ] n (dero.) Eurasian.
ট্যাঁস definitions

Samsad Bengali-English Dictionary
ট্যাঁস, ট্যাঁশ [ ṭyām̐sa, ṭyām̐śa ] n (dero.) Eurasian.
Samsad Bangla Abhidhan
ট্যাঁস [ ṭyām̐sa ] বি. (অবজ্ঞার্থে) মিশ্র বা দো-আঁশলা জাতি, ফিরিঙ্গি; ইউরেশীয়। [দেশি]।
ট্যাকস definitions

Samsad Bengali-English Dictionary
ট্যাকস, ট্যাক্স [ ṭyākasa, ṭyāksa ] n a tax, a duty.

Processing time: 1.77 s