Off by 1 letter:
টেঁসা definitions

Samsad Bengali-English Dictionary
টেঁসা, টেঁসে যাওয়া [ ṭēm̐sā, ṭēm̐sē yāōẏā ] v (sl.) to die.
Off by 2 letters:
টসকা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of টসকানো: টসকানো – to be worn down
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of টসকানো: টসকানো [ ṭasakānō ] v to be impaired or weakened or damaged (শরীর টসকানো); to be run down in health; to die (লোকটা টসকেছে); would bend rather than break (টসকায় তো মচকায় না). টসকানোর লোক নয় not the person to flinch or defect.
Samsad Bangla Abhidhan
টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. 1 অস্বাভাবিক হওয়া; 2 ভগ্নস্বাস্থ্য হওয়া (শরীরটা টসকেছে); 3 সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]। 2nd person intimate present imperative tense of টসকানো: টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. 1 অস্বাভাবিক হওয়া; 2 ভগ্নস্বাস্থ্য হওয়া (শরীরটা টসকেছে); 3 সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]।
টা definitions

Bangla-Tangla Dictionary
টা – definite article [suffix]
Samsad Bengali-English Dictionary
-টা [ -ṭā ] sfx used in Bengali to serve the purpose of the definite article, the (ছেলেটা, দুধটা).
Samsad Bangla Abhidhan
টা [ ṭā ] নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে ('রাজাটা খেপেছে রে': রবীন্দ্র; হচ্ছেটা কী?)।
টেকস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of টেকনো: টেকনো – to make something last

2nd person intimate present simple tense of টেকনো:
টেকনো – to make something last

টেকা definitions

Bangla-Tangla Dictionary
টেকা – to last, to continue
Samsad Bengali-English Dictionary
টিকা4, টেকা [ ṭikā4, ṭēkā ] v to stay (ঘরে টেকা); to last (ঘড়িটা টিকবে); to endure or survive (ধোপে টেকা); to stand test or scrutiny (যুক্তি টেকা); to remain alive or continue to live (এ রোগী টিকবে না).
Samsad Bangla Abhidhan
টিকা4, টেকা [ ṭikā4, ṭēkā ] বি. ক্রি. 1 থাকা, তিষ্ঠানো (ঘরে আর টিকতে পারছি না); 2 স্থায়ী হওয়া (এ জুতো টিকবে?); 3 বজায় থাকা (ধোপে টিকবে না); 4 বাঁচা (রোগী কতক্ষণ টিকবে?)। [হি. √ টিক]। ~নো ক্রি. বি. স্থায়ী করা, বজায় রাখা; স্বীকৃত বা গৃহীত করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। টেকা [ ṭēkā ] দ্র টিকা4
টেটা definitions

Samsad Bengali-English Dictionary
টেটা [ ṭēṭā ] n a fishing-spear, a harpoon; a spear.
Samsad Bangla Abhidhan
টেটা, ট্যাটা [ ṭēṭā, ṭyāṭā ] বি. বল্লমের মতো আকারযুক্ত মাছ শিকারের অস্ত্রবিশেষ। [দেশি]। ট্যাটা [ ṭyāṭā ] দ্র টেটা
টেনা definitions

Samsad Bengali-English Dictionary
টেনা, ট্যানা [ ṭēnā, ṭyānā ] n a piece of rag. টেনা-পরা a. ragged.
Samsad Bangla Abhidhan
টেনা [ ṭēnā ] দ্র ট্যানা
টেপা definitions

Bangla-Tangla Dictionary
টেপা – to press (eg, a button)
Samsad Bengali-English Dictionary
টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] v to press; to massage; to pinch; to squeeze; to wink (চোখ টিপছে); to caution or warn furtively (তাকে টিপে দিয়ো যেন টাকা না দেয়); to place or put noiselessly or cautiously (পা টিপে চলা). ☐ a. that which is to be opened and shut or operated by means of pressing (টেপা কল). কল টেপা v. (fig.) to direct others from behind the curtain. চোখ টেপা v. to wink; to give a hint or warn by winking. নাড়ি টেপা v. to feel (one's) pulse. টিপে চলা v. (fig.) to spend cautiously.
Samsad Bangla Abhidhan
টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্থাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ~টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ~নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। টেপা, টেপাটিপি, টেপানো [ ṭēpā, ṭēpāṭipi, ṭēpānō ] যথাক্রমে টিপা, টিপিটিপি ও টিপানো -র চলিত রূপ।
টেরা definitions

Samsad Bengali-English Dictionary
টেরা2, ট্যারা [ ṭērā2, ṭyārā ] a squint-eyed, cross-eyed.
Samsad Bangla Abhidhan
টেরা, ট্যারা [ ṭērā, ṭyārā ] বি. বিণ. বাঁকা দৃষ্টি বা বাঁকা দৃষ্টিসম্পন্ন (ট্যারা চোখ)। [হি. টেড় < সং. টের; তু. টেরে বলিরকেকরৌ' (squint-eyed); অমরকোষ-টীকা]। টেরিয়ে যাওয়া (আল.) ক্রি. বি. (কথ্য) বিস্ময়ে চোখ ট্যারা হয়ে যাওয়া অর্থাৎ বোকা বনে যাওয়া। ট্যারা [ ṭyārā ] দ্র টেরা
টেড়া definitions

Samsad Bengali-English Dictionary
টেড়া [ ṭēṛā ] a squin-eyed; oblique, awry, side long (কাঠখানা টেড়া); rude or insinuating (টেড়া কথা); haughty or peevish (টেড়া মেজাজ). ~ব্যাঁকা a. not uniform or straight, with many curves, sinuous; distorted, zigzag.
Samsad Bangla Abhidhan
টেড়া, ট্যাড়া [ ṭēṛā, ṭyāṛā ] বিণ. 1 কুটিল, বাঁকা (টেড়া কথা); 2 রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)। [তু. হি. টেঢ়া]।
ঠেসা definitions

Samsad Bangla Abhidhan
ঠেসা [ ṭhēsā ] ক্রি. 1 ঠেস দেওয়া; 2 ঘেঁষা; 3 ঠাসা, মর্দন করা। [হি. ঠেসনা]। ~ঠেসি বি. ঠাসাঠাসি; গাদাগাদি। ~ বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)। ~নো ক্রি. বি. 1 হেলানো; 2 ভেজানো (দরজা ঠেসানো); 3 বক্রোক্তি করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।
সা definitions

Samsad Bengali-English Dictionary
সা [ sā ] n (mus.) the first note of the gamut, C-major.
Samsad Bangla Abhidhan
সা2 [ sā2 ] বি. (সংগীতে) স্বরগ্রামে ষড়্জের সংকেত। [সং. ষড়্জ]।
Off by 3 letters:
-টা definitions

Samsad Bengali-English Dictionary
-টা [ -ṭā ] sfx used in Bengali to serve the purpose of the definite article, the (ছেলেটা, দুধটা).
-টে definitions

Samsad Bangla Abhidhan
-টিয়া2, -টে [ -ṭiẏā2, -ṭē ] বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে।
আটা definitions

Bangla-Tangla Dictionary
আটা – whole wheat flour
Samsad Bengali-English Dictionary
আটা2 [ āṭā2 ] n coarse flour, meal. আটা মাখা v. to knead flour.
Samsad Bangla Abhidhan
আটা2 [ āṭā2 ] বি. পেষাই-করা গম, গমের চূর্ণ। [দেশি]। আটা3 [ āṭā3 ] বি. আট ফোঁটার তাস। [বাং. আট + আ]।
আসা definitions

Bangla-Tangla Dictionary
আসা – to come
Samsad Bengali-English Dictionary
আয়1 [ āẏa1 ] v 2nd pers. imp. of আসা । আয়, খেলি come, let us play. আসা1 [ āsā1 ] n a stick (usu. a thick one), a staff; a mace; a sceptre. আসা2 [ āsā2 ] v to come; to appear; to come up; to arrive (ট্রেন আসা); to reach, to come up to (মুখ পর্যন্ত আসা); to commence, to begin (জ্বর আসা); to set in (শরৎ আসা); to be excited with (আবেগ আসা); to rise, to crop up (মনে আসা); to enter (ঘরে আসা); to attack, to come upon (ঢুলুনি আসা); to be struck with (ভয় আসা); to be supplied with (কথা আসা); to be filled with (চোখে জল আসা); to take place, to occur, to come about (বিপদ আসা); to be earned, to accrue (টাকা আসা); to be on the point of (ফুরিয়ে আসা). ☐ a. that which has come (কাছে আসা) ☐ n. act of coming; arrival. এগিয়ে আসা v. to come up, to advance. আসা-যাওয়া n. come-and-go. উঠে আসা v. to come up; to get up; to re move; to get loose, to be detached, to come off (ছাল উঠে আসা). কথা আসা v. to be able to speak. কাছে আসা v. to come or draw near, to come by; to approach. কাজে আসা, ব্যবহারে আসা v. to be of use, to be useful, to be serviceable. কান্না আসা v. to feel like crying or weeping. নেমে আসা v. to come down; to get down; to alight; to descend; to dismount. নিভে আসা v. to get dimmer and dimmer. নিয়ে আসা v. to bring along, bring with one self; to fetch. ফিরে আসা v. to come back, to return. ফুরিয়ে আসা v. to be about to be exhausted; to be about to end. ফেলে আসা v. to leave behind. বহে আসা v. to flow down, to stream down; to come along. বেয়ে আসা v. to come steering along. বাইরে আসা v. to come out, to emerge. ভিতরে আসা v. to come in, to enter. রেখে আসা same as ফেলে আসা । মুখ [ mukha ] n the face; the mouth; countenance, appearance(s) (লোকের কাছে মুখ থাকা); gift of the gab, oratorical skill, eloquence (উকিলটির মুখ নেই); acrimonious speech, sharp or caustic tongue (তার বড়ো মুখ হয়েছে); speech, language, mode of speaking (দুর্মুখ); an entrance (গুহামুখ); an opening (ফোঁড়ার মুখ); an outlet; an outfall (নদীমুখ); a tip, a point (ছুঁচের মুখ); an end, an extremity, a head (রাস্তার মুখ); outset, be ginning (উন্নতির মুখ); direction (গৃহমুখে). মুখ উজ্জ্বল করা v. to bring glory or credit to, to glorify. মুখ করা v. to scold (esp. peevishly). মুখ কুট্কুট্ করা same as মুখ চুলকানো (see চুলকানো). মুখ খারাপ করা v. to utter foul or filthy or abusive words. মুখ খিঁচানো v. to make faces (at); to mouth; to scold. মুখ খোলা v. to begin to speak, to open one's mouth. মুখ গোঁজ করা v. to pull a long face; to be down in the mouth. মুখ চলা v. to be eating or speaking or scolding. মুখ চাওয়া v. to be dependent (on a per son); to be considerate about or partial to (a person). মুখ চুন করা v. to become pale (on account of fear, shame etc.). মুখ ছোট করা v. to discountenance; to discredit; to disgrace. মুখ টিপে হাসা v. to smile in a jocular or an oblique or a sly manner, to smirk. মুখ তুলতে না পারা v. to be highly abashed, to be put out of countenance. মুখ তুলে চাওয়া, মুখ তোলা v. to look up; (fig.) to smile on. মুখ থাকা v. to have one's face saved, to have appearances kept up. মুখ থুবরে পড়া v. to fall on one's face. মুখ দেখা v. to see ceremonially the face of a person (esp. of a bride) for the first time. মুখ দেখতে না পারা same as মুখ তুলতে না পারা । মুখ দেখানো v. to show one's face, to put in an appearance. মুখ নষ্ট করা v. to speak or plead in vain. মুখ নষ্ট হওয়া v. to have one's advice or request turned down. মুখ পোড়ানো v. to disgrace, to scandalize. মুখ ফসকানো v. (of words, remarks etc.) to slip off one's tongue. মুখ ফেরানো v. to turn away or look in another direction (in disgust, displeasure etc.); (fig.) to become unfavourable or hos tile to. মুখ ফোটা v. to begin to speak (esp. for the first time); to utter. মুখ ফোলানো v. to pout one's lips; to pull a long face. মুখ বন্ধ করা v. to stop one's mouth, to silence or be silent. মুখ বাঁকানো v. to turn up one's nose (in dis pleasure, abhorrence etc.); to make a wry face. মুখ বোজা v. to stop one's mouth, to become reticent or uncommunicative. মুখ ভার (বা ভারী) করা same as মুখ গোঁজ করা । মুখ ভেংচানো same as ভেংচানো । মুখ মারা v. to put out of countenance; to disgrace; to silence; to deprive one of one's appetite by feeding one with a highly palatable dish. মুখ রাখা v. to save one's face; to keep up appearances. মুখ লুকানো v. to hide one's face. মুখ শুকানো v. to look pale. মুখ সামলানো v. to speak guardedly; to for bear speaking unreservedly; to observe restraint in speech; to hold one's tongue. মুখ সেলাই করে দেওয়া v. to sew up or seal one's lips, to silence. মুখ হওয়া v. to learn to take liberties in speech; to be unrestrained in speech; to form a habit of scolding; (of a boil, etc.) to open. মুখে আনা v. to utter. মুখে আসা v. to occur to one to speak; to desire to utter; to be capable of being uttered; to be uttered. মুখে খই ফোটা v. to be chattering excessively, to have a long tongue; to be eloquent. মুখে জল আসা v. to have one's mouth watering. মুখে দেওয়া v. to eat. মুখে ফুল-চন্দন পড়া v. (used as a good wish) to have one's tongue blessed for having made a desirable or favourable or successful prophecy. মুখে ভাত n. the Hindu custom of a child's eating rice for the first time. মুখে-মুখে adv. orally; viva voce; extemporarily, off-hand, impromptu; defiantly to one's face, in retort (মুখে মুখে জবাব); transmitted orally from one person to another (মুখে মুখে প্রচারিত). মুখের উপর to one's face; defying openly. মুখের কথা (fig.) a very easy job; (fig.) an oral promise, word of mouth. মুখের ছাঁদ cut of one's jib. মুখের তোড় fluency of speech. মুখের ভয়ে in fear of bitter scolding, in fear of sharp or caustic tongue. মুখের মতো fitting. কোন মুখে সেখানে যাবে have you the face to go there? ~আলগা a. incapable of keeping a secret, given to divulging secrets; having no control over one's tongue; having a long tongue. ~কমল n. a face conceived as a lotus, a lotus-face. ~চন্দ্র n. moonface. ~চন্দ্রিকা n. the ceremonial viewing of each other's face by a bride and a bridegroom at a Hindu wedding. ~চাপা a. tongue-tied, uncommunicative. ~চুন n. clear sign of discomfiture, fear etc. on one's face; abashed look. ~চোরা a. bashful, shy; tongue-tied. ~চ্ছটা, ~চ্ছবি n. the glamour or beauty of a face. ~ঝামটা, ~নাড়া n. scolding, mouthing. মুখ ঝামটা বা মুখ নাড়া দেওয়া v. to scold, to mouth, to snarl at. ~নিঃসৃত, ~নির্গত a. issuing or emerging or emerged from one's mouth or face. ~পত্র n. a preface, a preamble, an introduction; a journal representing an organization or association. ~পদ্ম same as ~কমল । ~পাত n. the opening or top plait of a folded cloth; the cover or jacket of a book; the front; the outward show; commencement, inception, inauguration. ~পাত্র n. a spokesman; a leader (esp. of a deputation). ~পোড়া n. (in abuses) a disgraceful or scandalous person; (in affection) a mischievous person; a kind of monkey, the langur (হনুমান). fem. মুখপুড়ি (in the first two senses only). ~ফোড় a. (impertinently) outspoken. ~দন্ধ n. an introduction, a preface. মুখ ব্যাদান করা v. to gape, to open one's mouth wide. ~ভঙ্গি n. a wry face or mouth; a grimace. মুখভঙ্গি করা same as ভেংচানো । ~মন্ডল n. the face. ~মিষ্টি n. sweet or suave language. ☐ a. fair-spoken, sweet-tongued. মুখরক্ষা করা v. to save one's face; to keep up appearances. ~রুচি same as ~চ্ছটা । ~রোচক a. pleasant to the taste, tasty, palatable; appetizing. মুখরোচক কথা pleasant or palatable or flattering speech. ~লাবণ্য same as ~চ্ছটা । ~শশী same as ~চন্দ্র । ~শুদ্ধি n. deodorization of the mouth by chewing betel-leaves etc. after taking meals. ~শ্রী n. the beauty or grace of the face. ~সর্বস্ব a. efficient in tall talk (but not in action). মুখসর্বস্ব ব্যক্তি a prattler, a gasbag.
Samsad Bangla Abhidhan
আসা1 [ āsā1 ] বি. লাঠি বা দণ্ড; রাজদণ্ড। [আ. আসা]। ~নাড়ি বি. লাঠি। ~বরদার বি. রাজদণ্ডধারী, দণ্ডধারী। ~সোঁটা বি. রাজদণ্ড। আসা2 [ āsā2 ] ক্রি. 1 আগমন করা, উপস্থিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। ☐ বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। ☐ বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ~আসি, ~যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। আসানড়ি, আসাবরদার [ āsānaṛi, āsābaradāra ] দ্র আসা1 আসাসোঁটা [ āsāsōn̐ṭā ] দ্র আসা1
ইটা definitions

Samsad Bengali-English Dictionary
ইটা [ iṭā ] n a small scaleless riverfish.
Samsad Bangla Abhidhan
ইটা [ iṭā ] বি. ট্যাংরাজাতীয় কিন্তু ট্যাংরার চাইতে বড় আঁশহীন মাছবিশেষ। [দেশি]।
এটা definitions

Samsad Bengali-English Dictionary
এটা [ ēṭā ] pro (dero.) this thing or creature or person, it, this.
Samsad Bangla Abhidhan
এটা [ ēṭā ] সর্ব. (তুচ্ছার্থে) এই বস্তু জন্তু বা ব্যক্তি। [বাং. এ + টা]।
এটে definitions

Samsad Bangla Abhidhan
এটে, এটেল, এডভান্স [ ēṭē, ēṭēla, ēḍabhānsa ] যথাক্রমে এঁটে, এঁটেল ও আডভান্স -এর রূপভেদ।
ওটা definitions

Samsad Bengali-English Dictionary
ওটা [ ōṭā ] pro (coll. & dero.) that, it, he, she.
Samsad Bangla Abhidhan
ওটা [ ōṭā ] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)। [বাং. ও2 + টা]।

Processing time: 2.3 s