সবরকম definitions

Bangla-Tangla Dictionary
সবরকম [adjective] every kind of [derivation: সব + রকম]
Samsad Bangla Abhidhan
সব [ saba ] বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। ☐ সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। ~কিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। ~চিন বিণ. সবাইকে চেনে এমন। ~জান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। ~টা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। ~রকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। ☐ বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। ~সুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)। সবা-কার, সবার বিণ. সকলের ('আমার ভাণ্ডার আছে ভ'রে তোমা সবাকার ঘরে ঘরে': রবীন্দ্র', 'যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন': রবীন্দ্র)। সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে ('সবারে আমি প্রণাম করে যাই': রবীন্দ্র)। সবে সর্ব. সকলে ('সবে মিলি করি কাজ')।

Processing time: 0.43 s