Off by 4 letters:
পাঞ্চ definitions

Samsad Bangla Abhidhan
পাঞ্চ [ pāñca ] বিণ. (প্রা. বাং.) পাঁচ ('পাঞ্চতত্ত্ব': চর্যা)। [সং. পঞ্চ]।
ফের definitions

Bangla-Tangla Dictionary
ফের – again

2nd person ordinary present simple tense of ফেরা:
ফেরা – to return

Samsad Bengali-English Dictionary
ফের [ phēra ] n a trouble, a danger; a peril (ফেরে পড়া = to get into a scrape); a risk (টাকার ফের) ; purpose or course (কাজের ফের) ; consequence (কর্মের ফের) ; vicissitude, malignity (ভাগ্যের ফের) ; change (রকমফের) ; reverse (অবস্থার ফের) ; a witty turn (কথার ফের) ; a circuit, a circuitous fold (কাপড়ের ফের) . ☐ adv. again.
Samsad Bangla Abhidhan
ফের [ phēra ] বি. 1 সংকট, বিপদ, ভয় (দারুণ ফেরে পড়েছে); 2 অশুভ প্রভাব (অদৃষ্টের ফের); 3 বদল, পরিবর্তন, বিনিময় (শ্রমের ফের, রকমফের); 4 কৌশল, ছলনা (কথার ফেরে তাকে কাবু করে ফেলল); 5 বেড়, বেষ্টন (ফের দিয়ে কাপড় পরা, কাপড়ের ফের)। ☐ ক্রি-বিণ. আবার, পুনরায় (চলে গিয়ে ফের এসেছে)। [তু. হি. ফির্]। ~ফার বি. 1 ছল, কৌশল, মারপ্যাঁচ (কথার ফেরফার); 2 দায়, সংকট। 2nd person ordinary present simple tense of ফেরা: ফিরা, ফেরা [ phirā, phērā ] ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্থা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্থান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ > বাং. √ ফির্ + আ]। ~নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~ফিরি বি. বারবার ফেরত বা বদল।
মড়াঞ্চে definitions

Samsad Bangla Abhidhan
মড়ুঞ্চে, মড়াঞ্চে [ maṛuñcē, maṛāñcē ] বিণ. (স্ত্রী.) মৃতবৎসা, সন্তান বাঁচে না এমন (মড়ুঞ্চে পোয়াতি)। [মধ্য. বাং. মড়াছিয়া > মড়াচ্ছে > মড়াচ্ছে]।
লাঞ্চ definitions

Bangla-Tangla Dictionary
লাঞ্চ – lunch [English]
Samsad Bangla Abhidhan
লাঞ্চ, লান্চ্ [ lāñca, lānc ] বি. দুপুরে প্রধান ভোজন, মধ্যাহ্নভোজন। [ইং. lunch]।
Off by 5 letters:
অফার definitions

Bangla-Tangla Dictionary
অফার – offer [English]
কাচে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of কাচা: কাচা – to wash something
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of কাচা: কাচা [ kācā ] v to wash by rinsing and thrashing (as clothes etc.). ☐ a. thus washed. কাচানো v. to cause to wash by rinsing and thrashing; to get thus washed. ☐ a. thus washed.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of কাচা: কাচা2 [ kācā2 ] ক্রি. (বস্ত্রাদি) আছড়ে বা কচলে ধোয়া। ☐ বি. ধৌতকরণ, কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করা। ☐ বিণ. ধোয়া হয়েছে এমন, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন (কাচা কাপড়)। [বাং. √ কাচ্]। ~নো ক্রি. ধোয়ানো। ☐ বি. অন্যের দ্বারা ধৌতকরণ। ☐ বিণ. অন্যের দ্বারা ধৌত।
কাঞ্চন definitions

Samsad Bengali-English Dictionary
কাঞ্চন [ kāñcana ] n gold; wealth, riches (কামিনীকাঞ্চন); a variety of golden flower; a variety of paddy. ☐ a. of golden colour (কাঞ্চনকান্তি); made of gold (কাঞ্চনমুদ্রা); auriferous. ~প্রভ a. having a golden lustre or radiance. ~বর্ণ a. golden, golden-yellow.
Samsad Bangla Abhidhan
কাঞ্চন [ kāñcana ] বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 ধন (কামিনীকাঞ্চন); 4 ফুলবিশেষ বা তার গাছ; 5 ধানবিশেষ। ☐ বিণ. স্বর্ণবর্ণ, সোনার মতো রংবিশিষ্ট (কাঞ্চনকান্তি); সোনার তৈরি, স্বর্ণময় (কাঞ্চনমুদ্রা)। [সং. কাঞ্চন + অ]। ~মূল্য বি. কাঞ্চনের বা স্বর্ণমূদ্রার মূল্য; স্বর্ণমুদ্রার মূল্যস্বরূপ দক্ষিণা; অতি উচ্চ মূল্য; পারিশ্রমিকস্বরূপ অর্থ। কাঞ্চনী বি. (স্ত্রী.) 1 হলুদ; 2 গোরোচনা।
কাঞ্চি definitions

Samsad Bengali-English Dictionary
কাঞ্চি [ kāñci ] n an ornament worn round the waist, a girdle, a sash (কাঞ্চিদাম).
Samsad Bangla Abhidhan
কাঞ্চি, কাঞ্চী [ kāñci, kāñcī ] বি. স্ত্রীলোকের কোমরের অলংকারবিশেষ, মেখলা, গোট। [সং. √ কাঞ্চ্+ ইন্]।
কাঞ্চী definitions

Samsad Bangla Abhidhan
কাঞ্চি, কাঞ্চী [ kāñci, kāñcī ] বি. স্ত্রীলোকের কোমরের অলংকারবিশেষ, মেখলা, গোট। [সং. √ কাঞ্চ্+ ইন্]।
চঞ্চরী definitions

Samsad Bengali-English Dictionary
চঞ্চরীক [ cañcarīka ] n a repeated or continuous walker or rambler; perambulator; the bee. fem. চঞ্চরীকা, চঞ্চরী ।
Samsad Bangla Abhidhan
চঞ্চরীক [ cañcarīka ] বি. 1 পুনঃপুনঃ ভ্রমণকারী; 2 ভ্রমর। [সং. √চর্ + যঙ্লুক্ + ঈক]। স্ত্রী. চঞ্চরিকা, চঞ্চরী
চর definitions

Bangla-Tangla Dictionary
চর – river island

2nd person ordinary present simple tense of চরা:
চরা [verb]

Samsad Bengali-English Dictionary
-চর1 [ -cara1 ] a (used as a sfx.) moving in (গগনচর, বনচর); dwelling in, inhabiting (জলচর); mobile (চরাচর). চর2 [ cara2 ] n a strip of sandy land rising out of the bed of a river or a sea above the water-level. চর3 [ cara3 ] n a secret emissary; a spy; (astrol.) Mars. 2nd person ordinary present simple tense of চরা: চরা [ carā ] v to wander, to rove, to travel; (of cattle) to graze; (of other beasts, birds, anthropophagies etc.) to go about for food; (sarcas.) to go about one's business; (of fish) to nibble at bait. চরে খাওয়া v. to graze; to go about for food; (sarcas.) to shift or fend for oneself.
Samsad Bangla Abhidhan
চর1 [ cara1 ] বি. শাসক রাজা রাজপুরুষ বা অন্য কারও দ্বারা নিযুক্ত হয়ে গোপনে সংবাদ সংগ্রহে রত ব্যক্তি, গুপ্তদূত, গুপ্তচর; 2 (জ্যোতিষ.) মঙ্গলগ্রহ। [সং. √চর্ + অ]। চর2 [ cara2 ] বি. নদীগর্ভে পলি পড়ে উৎপন্ন স্থলভাগ, চড়া। [দেশি]। চর3 [ cara3 ] বিণ. 1 (উপপদের পর) বিচরণকারী (খেচর, জলচর); 2 জঙ্গম, গমনশীল (চরাচর)। [সং. √চর্ + অ]। 2nd person ordinary present simple tense of চরা: চরা [ carā ] ক্রি. 1 বিচরণ করা (গ্রামময় চরে বেড়াচ্ছে); 2 (প্রধানত গবাদি পশুর তৃণক্ষেত্রে) বিচরণ করে তৃণাদি আহার করা (মাঠে গোরু চরছে); 3 (মাছের) চারা খাওয়া; 4 চরানো। ☐ বি. বিচরণ; গবাদি পশুর বিচরণপূর্বক তৃণাদি আহার। [সং. √চর্ + বাং. আ]। ~নো বি. ক্রি. 1 গবাদি পশুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি আহার করানো; 2 (বিদ্রূপে) পরিচালন করা বা পড়ানো (ছেলে চরানো)।
চে definitions

Bangla-Tangla Dictionary
চে – Che [name] [foreign]
Samsad Bangla Abhidhan
লাল3 [ lāla3 ] বি. বিণ. রক্তবর্ণ, লোহিত (লাল কাপড়)। [ফা.]। চে বিণ. ঈষৎ রক্তবর্ণ। ~ঝাণ্ডা বি. 1 লাল রঙ্গের পতাকা; 2 কমিউনিস্ট দলের প্রতীক লাল পতাকা। ~মুখ বিণ. রক্তবর্ণ মুখযুক্ত। ☐ বি. 1 রক্তবর্ণ মুখ; 2 (আল.) মর্কট, বাঁদর; 3 সাহেব। চোখ লাল করা ক্রি. বি. রাগ দেখানো।
চেরা definitions

Samsad Bengali-English Dictionary
চিরা, চেরা [ cirā, cērā ] v to cleave, to split; to hew, to saw (কাঠি চেরা); to slice; to scratch (আমার গা চিরেছে); to incise, to gash, to cut; to cut open, to operate (পেট চিরে বার করা). ☐ a. cloven, cleft, split; sliced; scratched; incised, gashed; cut open, operated.
Samsad Bangla Abhidhan
চিরা, চেরা [ cirā, cērā ] ক্রি. 1 বিদারণ করা, বিদীর্ণ করা (বুক চিরে রক্তদান) ফাড়া; 2 লম্বা ফালি করা (কাঠ চেরা)। ☐ বি. বিদারণ; ছেদন (কাঠ চেরার কাজ করে)। ☐ বিণ. বিদীর্ণ, বিদারিত; ছিন্ন; চিরে বার করা হয়েছে এমন (চেরা কাঠ, দুভাগে চেরা থান কাপড়)। [সং. চীর্ণ + বাং. আ]। ~ বি. 1 বিদারণ; 2 চেরবার মজুরি। ~নো ক্রি. অন্যকে দিয়ে বিদারণ করানো; ফাড়ানো। ☐ বি. উক্ত অর্থে। চেরা, চেরাই [ cērā, cērāi ] যথাক্রমে চিরা ও চিরাই -এর চলিত রূপ।
তঞ্চ definitions

Samsad Bangla Abhidhan
তঞ্চ [ tañca ] বি. 1 প্রতারণা; ছলনা; 2 কৌশল। [সং. √ তঞ্চ্ + অ]। ~বিণ. প্রবঞ্চক, প্রতারক, বঞ্চনাকারী, ঠগ। [সং. √ তঞ্চ্ + অক]। ~কতা বি. প্রবঞ্চনা, প্রতারণা, চাতুরী।
নাচে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of নাচা: নাচা – to dance
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of নাচা: নাচা [ nācā ] v to dance; to caper (ছাগল নাচে); (of eyes) to blink or twinkle; to leap in joy ('হৃদয় আমার নাচে রে'); to be moved or excited (পরের কথায় নাচা). নাচ নাচা to dance a dance; (arch.) to tread a measure. নাচতে এসে ঘোমটা (fig.) hypocritical or sham bashfulness, a harlot veils her face when she takes in customers. নাচতে না জানলে উঠোনের দোষ a bad work man quarrels with his tools.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of নাচা: নাচা [ nācā ] ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উৎফুল্ল হওয়া ('হৃদয় আমার নাচে রে আজিকে': রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ নাচ্ + আ]। ~কোঁদা বি. (ব্যঙ্গে) 1 হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)। ~নো ক্রি. 1 নাচ করানো; 2 স্পন্দিত করানো; 3 হর্ষোৎফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া। নাচতে নেমে ঘোমটা কপট লজ্জা, বৃথা লজ্জা।
পঞ্চ definitions

Samsad Bengali-English Dictionary
পঞ্চ [ pañca ] n. & a five. ~ n. a set of five, a quintette, a quintet, a pentad (গীতপঞ্চক). ~কোণ, ~কোণী a. pentagular. ~গব্য n. the five articles derived from the cow, namely, curd, milk, clarified butter, cow's urine and cowdung. ~গুণ n. the five qualities or attributes, namely, beauty, exudation or juice, smell, touch and sound. ☐ a. five times, five fold. ~গৌড় n. a collective name for the ancient regions of Gaud (গৌড়), Mithila (মিথিল), Utkal (উৎকল), Kanauj (কনৌজ), and the region situated on the bank of the river Saraswati. ~চত্বারিংশ a. forty-five. ~চত্বারিংশৎ n. & a. forty-five. ~চত্বারিংশত্তম a. forty-fifth. fem. ~চত্বারিংশত্তমী । ~তপা a. one who practises severe religious austerities with the blazing sun overhead and enkin dling four huge fires on four sides. ~ত্রিংশ n. thirty-five. ~ত্রিংশৎ n. & a. thirty-five. ~ত্রিংশত্তম a. thirty-fifth. fem. ~ত্রিংশত্তমী । পঞ্চত্ব n. death. পঞ্চত্বপ্রাপ্ত a. dead. পঞ্চত্বপ্রাপ্ত হওয়া v. to meet with death, to give or yield up the ghost, to die. পঞ্চত্বপ্রাপ্তি n. death. ~দল a. having five petals, quinquepetalous; pentam erous; quinquepartite. ~দল পুষ্প a cinquefoil. ~দলীয় a. pentamerous; pertaining to or consisting of five parties, quinquepartite. ~দশ n. & a. fifteen. □ a. fifteenth. ~দশী a. fem. fifteenth; fifteen years old. ☐ n. the ultimate day of a lunar fortnight; the full moon or the new moon; one of the Vedantas (বেদান্ত). ~দেবতা n. five deities or Gods receiving oblation before one's meal. ~নদ n. the Punjab (it is inundated by five rivers). ~পান্ডব n. the five Pandava( পান্ডব). brothers of the Mahabharata, the Pandava quintette. ~পাত্র n. a vessel used in Hindu religious service: it consists of four small metal cups placed on a metal tray. ~পিতা n. one's progenitor, deliverer from fear, father-in-law, preceptor and maintainer collectively. ~প্রদীপ n. a metal lamp with room for five wicks. ~বটী n. a sacred place with the assemblage of five banyan trees. ~বাণ n. the five arrows of Kam (কাম) the god of love, namely, enchantment, excitement, absorption, heating and stupefaction; Kama the god of love. ~বায়ু n. the five vital airs (or breaths) that are drawn into or sent out from the body. ~বিংশ a. twenty-five. ~বিংশতি n. & a. twenty-five. ~বিংশতিতম a. twenty-fifth. fem. ~বিংশতিতমী । ~ভূজ n. (geom.) a pentagon. ☐ a. pentagonal. ~ভূত n. the five vital elements collectively, namely, earth, water, heat, air and atmosphere or space. পঞ্চভূতে মেশা v. (lit.) to be dis solved into the five vital elements; (fig.) to die. পঞ্চম a. fifth. ☐ n. same as পঞ্চমস্বর । ~মকার n. wine, meat, fish, posture and sexual intercourse collectively, five essential tantric (তান্ত্রিক) practices or rites. পঞ্চমবাহিনী n. the fifth column; the group of soldiers supporting and working for the enemy within the country. পঞ্চমস্বর n. (mus.) the major fifth of the C-scale; the cuckoo's note. ~মহাপাতক n. the five mortal sins according to Hindu scriptures. পঞ্চমী a. fem. fifth. ☐ n. fem. the fifth lunar day of either fortnight. ~মুখ a. having five faces or mouths, five-faced; eloquent (প্রশংসায় পঞ্চমুখ). ☐ n. an appellation of Shiva (শিব). ~মুখী a. fem. five-faced; pentapetalous; having five surfaces (পঞ্চমুখী নীলা); having five bores or holes (পঞ্চমুখী রুদ্রাক্ষ); having five parts or sections, pentamerous, five pronged. ~মুখী পুষ্প a cinquefoil. ~রঙ্গ, ~রং n. (in chess) one of the systems of checkmating. ~রত্ন n. the five gems collectively, namely, sapphire, diamond, ruby, pearl and coral. ~রাশিক n. (arith.) the double rule of three. ~শর same as ~বাণ । ~শস্য n. the five principal grains collectively, namely, paddy, kidney-bean or oat, barley, sesame and pigeon-pea. ম-কার [ ma-kāra ] n a word beginning with ম । পঞ্চ মকার see পঞ্চ ।
Samsad Bangla Abhidhan
পঞ্চ [ pañca ] (-ঞ্চন্) বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক, পাঁচ। [সং. √ পন্চ্ + অ]। ~ বি. পাঁচের সমষ্টি, পাঁচটি (গীতিপঞ্চক)। ~কন্যা বি. অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ও মন্দোদরী এই পাঁচজন নারী। ~কর্ম বি. (আয়ু.) বমন বিরেচন প্রভৃতি পাঁচপ্রকার চিকিৎসা ব্যবস্থা। ~গঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী। ~গব্য দ্র গব্য। ~গুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ। ~গৌড় বি. সরস্বতী নদীর তীরস্থ ভূভাগ এবং কনৌজ উৎকল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ। ~চত্বারিং-শৎ বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। ~চত্বারিংশত্তম বিণ. 45 সংখ্যক। স্ত্রী. ~চত্বারিংশত্তমী। ~চামর বি. সংস্কৃত ছন্দবিশেষ। ~তন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে বিভক্ত সংস্কৃত নীতিগ্রন্থবিশেষ। ~তপা (-পস্), (বর্জি.) ~তপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্য এই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী। ~তিক্ত বি. নিম গুলঞ্চ বাসক পলতা ও কণ্টিকারী। ~তীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্থান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ। ~ত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুৎ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাৎ মৃত্যু। ~ত্ব-প্রাপ্ত বিণ. মৃত। ~ত্ব-প্রাপ্তি বি. মৃত্যু। ~ত্রিং-শৎ বি. বিণ. 35 সংখ্যা বা সংখ্যক। ~ত্রিংশত্তম বিণ. 35 সংখ্যক। স্ত্রী. ~ত্রিংশত্তমী। ~দশ বি. বিণ. 15 সংখ্যা বা সংখ্যক। ~দশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্থানীয়া; 2 পনেরো বৎসর বয়স্কা। ☐ বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্থবিশেষ। ~ধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)। ~নখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি। ~নদ বি. 1 শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদী; 2 এই পাঁচটি নদীর দ্বারা বিধৌত দেশ অর্থাৎ পাঞ্জাব। ~নদী পঞ্চনদ -এর অনুরূপ ('পঞ্চনদীর তীরে বেণী পাইয়া শিরে': রবীন্দ্র)। ~নবতি বি. বিণ. 95 সংখ্যা বা সংখ্যক। ~নবতি-তম বিণ. 95 সংখ্যক। বিণ. স্ত্রী.। ~নবতিতমী। ~নিম্ব বি. নিমগাছের পাতা ফুল ফল ছাল ও শিকড়। ~পঞ্চা-শৎ, ~পঞ্চাশ বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক। ~পঞ্চাশত্তম বিণ. 55 সংখ্যক। স্ত্রী. ~পঞ্চাশত্তমী। ~পল্লব বি. আম অশ্বত্থ বট পাকুড় ও যজ্ঞডুমুর এই পাঁচটি বৃক্ষের পল্লব। ~পাণ্ডব বি. যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব মহাভারতের এই পাঁচ পাণ্ডু পুত্র। ~পাত্র বি. 1 দুটি দেবপক্ষ ও তিনটি পিতৃপক্ষ এই পাঁচটি পাত্রের জন্য কর্তব্য শ্রাদ্ধ; 2 পাঁচটি পাত্র; 3 (বাং.) হিন্দুদের পূজায় ব্যবহৃত তাম্রাদি ধাতুনির্মিত পাত্রবিশেষ। ~পিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাৎ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা। ~প্রদীপ বি. আরতি করার জন্য পাঁচটি মুখবিশিষ্ট প্রদীপবিশেষ। ~প্রাণ বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু। ~বটী বি. 1 অশ্বত্থ বট বিল্ব (বেল) আমলকী ও অশোক এই পাঁচটি বৃক্ষ বা ওই বৃক্ষযুক্ত বন; 2 রামায়ণোক্ত দণ্ডকারণ্যস্থ বনবিশেষ। ~বাণ বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব। ~বায়ু বি. পঞ্চপ্রাণ -এর অনুরূপ। ~বার্ষিক বিণ. 1 যার পাঁচ বৎসর অতীত হয়েছে; 2 যা পাঁচ বৎসর পর পর অনুষ্ঠিত হয়। পঞ্চবার্ষিক দ্র। ~বিংশতি বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক। ~বিংশতি-তম বিণ. 25 সংখ্যক। স্ত্রী. ~বিংশতি-তমী। ~ভুজ (জ্যামি.) পাঁচটি সরলরেখা দ্বারা বেষ্টিত বা আবদ্ধ ক্ষেত্র, pentagon (বি. প.)। ~ভূত বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুৎ ও ব্যোম। ~ বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। ☐ বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, 'পা'; 2 কোকিলের ডাক। ~মকার বি. মদ্য মাংস মুদ্রা মৎস্য ও মৈথুন তান্ত্রিক সাধনার এই পাঁচটি অঙ্গ। ~ম-বাহিনী বি. বিশ্বাসঘাতকের দল; ষড়যন্ত্রে লিপ্ত কিংবা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী, fifth column. ~মহা-পাতক বি. ব্রহ্মহত্যা ব্রহ্মস্ব-হরণ গুরু গুরুপত্নীতে উপগমন সুরাপান ও এইসব পাপে লিপ্ত ব্যক্তিদের সংসর্গে বাসরূপ পাপ। ~মহা-যজ্ঞ বি. ব্রহ্মযজ্ঞ (বা বেদাধ্যয়ন), পিতৃযজ্ঞ (বা তর্পণ), দেবযজ্ঞ (হোম), ভূতযজ্ঞ (মনুষ্যেতর জীবের তৃপ্তিবিধান) এবং নৃযজ্ঞ (অতিথিপূজা)। ~মী বিণ. (স্ত্রী.) পঞ্চমস্থানীয়া। ☐ বি. তিথিবিশেষ। ~মুখ বি. (পাঁচটি মুখবিশিষ্ট বলে) শিব; পাঁচটি মুখ (পঞ্চমুখে প্রশংসা করা)। ☐ বিণ. অতিশয় বাচাল; বহুভাষী ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। ~মুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)। ~রঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ। ~রত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল। ~শর পঞ্চবাণ -এর অনুরূপ। ~শস্য বি. ধান যব মাষ তিল ও মুগ। ~ষষ্টি বি. বিণ. 65 সংখ্যা বা সংখ্যক। ~ষষ্ঠি-তম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. ~ষষ্টি-তমী ম-কার [ ma-kāra ] বি. ম-অক্ষর। পঞ্চ দ্র।
পঞ্চরং definitions

Samsad Bengali-English Dictionary
পঞ্চ [ pañca ] n. & a five. ~ n. a set of five, a quintette, a quintet, a pentad (গীতপঞ্চক). ~কোণ, ~কোণী a. pentagular. ~গব্য n. the five articles derived from the cow, namely, curd, milk, clarified butter, cow's urine and cowdung. ~গুণ n. the five qualities or attributes, namely, beauty, exudation or juice, smell, touch and sound. ☐ a. five times, five fold. ~গৌড় n. a collective name for the ancient regions of Gaud (গৌড়), Mithila (মিথিল), Utkal (উৎকল), Kanauj (কনৌজ), and the region situated on the bank of the river Saraswati. ~চত্বারিংশ a. forty-five. ~চত্বারিংশৎ n. & a. forty-five. ~চত্বারিংশত্তম a. forty-fifth. fem. ~চত্বারিংশত্তমী । ~তপা a. one who practises severe religious austerities with the blazing sun overhead and enkin dling four huge fires on four sides. ~ত্রিংশ n. thirty-five. ~ত্রিংশৎ n. & a. thirty-five. ~ত্রিংশত্তম a. thirty-fifth. fem. ~ত্রিংশত্তমী । পঞ্চত্ব n. death. পঞ্চত্বপ্রাপ্ত a. dead. পঞ্চত্বপ্রাপ্ত হওয়া v. to meet with death, to give or yield up the ghost, to die. পঞ্চত্বপ্রাপ্তি n. death. ~দল a. having five petals, quinquepetalous; pentam erous; quinquepartite. ~দল পুষ্প a cinquefoil. ~দলীয় a. pentamerous; pertaining to or consisting of five parties, quinquepartite. ~দশ n. & a. fifteen. □ a. fifteenth. ~দশী a. fem. fifteenth; fifteen years old. ☐ n. the ultimate day of a lunar fortnight; the full moon or the new moon; one of the Vedantas (বেদান্ত). ~দেবতা n. five deities or Gods receiving oblation before one's meal. ~নদ n. the Punjab (it is inundated by five rivers). ~পান্ডব n. the five Pandava( পান্ডব). brothers of the Mahabharata, the Pandava quintette. ~পাত্র n. a vessel used in Hindu religious service: it consists of four small metal cups placed on a metal tray. ~পিতা n. one's progenitor, deliverer from fear, father-in-law, preceptor and maintainer collectively. ~প্রদীপ n. a metal lamp with room for five wicks. ~বটী n. a sacred place with the assemblage of five banyan trees. ~বাণ n. the five arrows of Kam (কাম) the god of love, namely, enchantment, excitement, absorption, heating and stupefaction; Kama the god of love. ~বায়ু n. the five vital airs (or breaths) that are drawn into or sent out from the body. ~বিংশ a. twenty-five. ~বিংশতি n. & a. twenty-five. ~বিংশতিতম a. twenty-fifth. fem. ~বিংশতিতমী । ~ভূজ n. (geom.) a pentagon. ☐ a. pentagonal. ~ভূত n. the five vital elements collectively, namely, earth, water, heat, air and atmosphere or space. পঞ্চভূতে মেশা v. (lit.) to be dis solved into the five vital elements; (fig.) to die. পঞ্চম a. fifth. ☐ n. same as পঞ্চমস্বর । ~মকার n. wine, meat, fish, posture and sexual intercourse collectively, five essential tantric (তান্ত্রিক) practices or rites. পঞ্চমবাহিনী n. the fifth column; the group of soldiers supporting and working for the enemy within the country. পঞ্চমস্বর n. (mus.) the major fifth of the C-scale; the cuckoo's note. ~মহাপাতক n. the five mortal sins according to Hindu scriptures. পঞ্চমী a. fem. fifth. ☐ n. fem. the fifth lunar day of either fortnight. ~মুখ a. having five faces or mouths, five-faced; eloquent (প্রশংসায় পঞ্চমুখ). ☐ n. an appellation of Shiva (শিব). ~মুখী a. fem. five-faced; pentapetalous; having five surfaces (পঞ্চমুখী নীলা); having five bores or holes (পঞ্চমুখী রুদ্রাক্ষ); having five parts or sections, pentamerous, five pronged. ~মুখী পুষ্প a cinquefoil. ~রঙ্গ, ~রং n. (in chess) one of the systems of checkmating. ~রত্ন n. the five gems collectively, namely, sapphire, diamond, ruby, pearl and coral. ~রাশিক n. (arith.) the double rule of three. ~শর same as ~বাণ । ~শস্য n. the five principal grains collectively, namely, paddy, kidney-bean or oat, barley, sesame and pigeon-pea.
পঞ্চশর definitions

Samsad Bengali-English Dictionary
পঞ্চ [ pañca ] n. & a five. ~ n. a set of five, a quintette, a quintet, a pentad (গীতপঞ্চক). ~কোণ, ~কোণী a. pentagular. ~গব্য n. the five articles derived from the cow, namely, curd, milk, clarified butter, cow's urine and cowdung. ~গুণ n. the five qualities or attributes, namely, beauty, exudation or juice, smell, touch and sound. ☐ a. five times, five fold. ~গৌড় n. a collective name for the ancient regions of Gaud (গৌড়), Mithila (মিথিল), Utkal (উৎকল), Kanauj (কনৌজ), and the region situated on the bank of the river Saraswati. ~চত্বারিংশ a. forty-five. ~চত্বারিংশৎ n. & a. forty-five. ~চত্বারিংশত্তম a. forty-fifth. fem. ~চত্বারিংশত্তমী । ~তপা a. one who practises severe religious austerities with the blazing sun overhead and enkin dling four huge fires on four sides. ~ত্রিংশ n. thirty-five. ~ত্রিংশৎ n. & a. thirty-five. ~ত্রিংশত্তম a. thirty-fifth. fem. ~ত্রিংশত্তমী । পঞ্চত্ব n. death. পঞ্চত্বপ্রাপ্ত a. dead. পঞ্চত্বপ্রাপ্ত হওয়া v. to meet with death, to give or yield up the ghost, to die. পঞ্চত্বপ্রাপ্তি n. death. ~দল a. having five petals, quinquepetalous; pentam erous; quinquepartite. ~দল পুষ্প a cinquefoil. ~দলীয় a. pentamerous; pertaining to or consisting of five parties, quinquepartite. ~দশ n. & a. fifteen. □ a. fifteenth. ~দশী a. fem. fifteenth; fifteen years old. ☐ n. the ultimate day of a lunar fortnight; the full moon or the new moon; one of the Vedantas (বেদান্ত). ~দেবতা n. five deities or Gods receiving oblation before one's meal. ~নদ n. the Punjab (it is inundated by five rivers). ~পান্ডব n. the five Pandava( পান্ডব). brothers of the Mahabharata, the Pandava quintette. ~পাত্র n. a vessel used in Hindu religious service: it consists of four small metal cups placed on a metal tray. ~পিতা n. one's progenitor, deliverer from fear, father-in-law, preceptor and maintainer collectively. ~প্রদীপ n. a metal lamp with room for five wicks. ~বটী n. a sacred place with the assemblage of five banyan trees. ~বাণ n. the five arrows of Kam (কাম) the god of love, namely, enchantment, excitement, absorption, heating and stupefaction; Kama the god of love. ~বায়ু n. the five vital airs (or breaths) that are drawn into or sent out from the body. ~বিংশ a. twenty-five. ~বিংশতি n. & a. twenty-five. ~বিংশতিতম a. twenty-fifth. fem. ~বিংশতিতমী । ~ভূজ n. (geom.) a pentagon. ☐ a. pentagonal. ~ভূত n. the five vital elements collectively, namely, earth, water, heat, air and atmosphere or space. পঞ্চভূতে মেশা v. (lit.) to be dis solved into the five vital elements; (fig.) to die. পঞ্চম a. fifth. ☐ n. same as পঞ্চমস্বর । ~মকার n. wine, meat, fish, posture and sexual intercourse collectively, five essential tantric (তান্ত্রিক) practices or rites. পঞ্চমবাহিনী n. the fifth column; the group of soldiers supporting and working for the enemy within the country. পঞ্চমস্বর n. (mus.) the major fifth of the C-scale; the cuckoo's note. ~মহাপাতক n. the five mortal sins according to Hindu scriptures. পঞ্চমী a. fem. fifth. ☐ n. fem. the fifth lunar day of either fortnight. ~মুখ a. having five faces or mouths, five-faced; eloquent (প্রশংসায় পঞ্চমুখ). ☐ n. an appellation of Shiva (শিব). ~মুখী a. fem. five-faced; pentapetalous; having five surfaces (পঞ্চমুখী নীলা); having five bores or holes (পঞ্চমুখী রুদ্রাক্ষ); having five parts or sections, pentamerous, five pronged. ~মুখী পুষ্প a cinquefoil. ~রঙ্গ, ~রং n. (in chess) one of the systems of checkmating. ~রত্ন n. the five gems collectively, namely, sapphire, diamond, ruby, pearl and coral. ~রাশিক n. (arith.) the double rule of three. ~শর same as ~বাণ । ~শস্য n. the five principal grains collectively, namely, paddy, kidney-bean or oat, barley, sesame and pigeon-pea.
Samsad Bangla Abhidhan
পঞ্চ [ pañca ] (-ঞ্চন্) বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক, পাঁচ। [সং. √ পন্চ্ + অ]। ~ বি. পাঁচের সমষ্টি, পাঁচটি (গীতিপঞ্চক)। ~কন্যা বি. অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ও মন্দোদরী এই পাঁচজন নারী। ~কর্ম বি. (আয়ু.) বমন বিরেচন প্রভৃতি পাঁচপ্রকার চিকিৎসা ব্যবস্থা। ~গঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী। ~গব্য দ্র গব্য। ~গুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ। ~গৌড় বি. সরস্বতী নদীর তীরস্থ ভূভাগ এবং কনৌজ উৎকল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ। ~চত্বারিং-শৎ বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। ~চত্বারিংশত্তম বিণ. 45 সংখ্যক। স্ত্রী. ~চত্বারিংশত্তমী। ~চামর বি. সংস্কৃত ছন্দবিশেষ। ~তন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে বিভক্ত সংস্কৃত নীতিগ্রন্থবিশেষ। ~তপা (-পস্), (বর্জি.) ~তপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্য এই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী। ~তিক্ত বি. নিম গুলঞ্চ বাসক পলতা ও কণ্টিকারী। ~তীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্থান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ। ~ত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুৎ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাৎ মৃত্যু। ~ত্ব-প্রাপ্ত বিণ. মৃত। ~ত্ব-প্রাপ্তি বি. মৃত্যু। ~ত্রিং-শৎ বি. বিণ. 35 সংখ্যা বা সংখ্যক। ~ত্রিংশত্তম বিণ. 35 সংখ্যক। স্ত্রী. ~ত্রিংশত্তমী। ~দশ বি. বিণ. 15 সংখ্যা বা সংখ্যক। ~দশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্থানীয়া; 2 পনেরো বৎসর বয়স্কা। ☐ বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্থবিশেষ। ~ধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)। ~নখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি। ~নদ বি. 1 শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদী; 2 এই পাঁচটি নদীর দ্বারা বিধৌত দেশ অর্থাৎ পাঞ্জাব। ~নদী পঞ্চনদ -এর অনুরূপ ('পঞ্চনদীর তীরে বেণী পাইয়া শিরে': রবীন্দ্র)। ~নবতি বি. বিণ. 95 সংখ্যা বা সংখ্যক। ~নবতি-তম বিণ. 95 সংখ্যক। বিণ. স্ত্রী.। ~নবতিতমী। ~নিম্ব বি. নিমগাছের পাতা ফুল ফল ছাল ও শিকড়। ~পঞ্চা-শৎ, ~পঞ্চাশ বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক। ~পঞ্চাশত্তম বিণ. 55 সংখ্যক। স্ত্রী. ~পঞ্চাশত্তমী। ~পল্লব বি. আম অশ্বত্থ বট পাকুড় ও যজ্ঞডুমুর এই পাঁচটি বৃক্ষের পল্লব। ~পাণ্ডব বি. যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব মহাভারতের এই পাঁচ পাণ্ডু পুত্র। ~পাত্র বি. 1 দুটি দেবপক্ষ ও তিনটি পিতৃপক্ষ এই পাঁচটি পাত্রের জন্য কর্তব্য শ্রাদ্ধ; 2 পাঁচটি পাত্র; 3 (বাং.) হিন্দুদের পূজায় ব্যবহৃত তাম্রাদি ধাতুনির্মিত পাত্রবিশেষ। ~পিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাৎ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা। ~প্রদীপ বি. আরতি করার জন্য পাঁচটি মুখবিশিষ্ট প্রদীপবিশেষ। ~প্রাণ বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু। ~বটী বি. 1 অশ্বত্থ বট বিল্ব (বেল) আমলকী ও অশোক এই পাঁচটি বৃক্ষ বা ওই বৃক্ষযুক্ত বন; 2 রামায়ণোক্ত দণ্ডকারণ্যস্থ বনবিশেষ। ~বাণ বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব। ~বায়ু বি. পঞ্চপ্রাণ -এর অনুরূপ। ~বার্ষিক বিণ. 1 যার পাঁচ বৎসর অতীত হয়েছে; 2 যা পাঁচ বৎসর পর পর অনুষ্ঠিত হয়। পঞ্চবার্ষিক দ্র। ~বিংশতি বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক। ~বিংশতি-তম বিণ. 25 সংখ্যক। স্ত্রী. ~বিংশতি-তমী। ~ভুজ (জ্যামি.) পাঁচটি সরলরেখা দ্বারা বেষ্টিত বা আবদ্ধ ক্ষেত্র, pentagon (বি. প.)। ~ভূত বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুৎ ও ব্যোম। ~ বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। ☐ বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, 'পা'; 2 কোকিলের ডাক। ~মকার বি. মদ্য মাংস মুদ্রা মৎস্য ও মৈথুন তান্ত্রিক সাধনার এই পাঁচটি অঙ্গ। ~ম-বাহিনী বি. বিশ্বাসঘাতকের দল; ষড়যন্ত্রে লিপ্ত কিংবা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী, fifth column. ~মহা-পাতক বি. ব্রহ্মহত্যা ব্রহ্মস্ব-হরণ গুরু গুরুপত্নীতে উপগমন সুরাপান ও এইসব পাপে লিপ্ত ব্যক্তিদের সংসর্গে বাসরূপ পাপ। ~মহা-যজ্ঞ বি. ব্রহ্মযজ্ঞ (বা বেদাধ্যয়ন), পিতৃযজ্ঞ (বা তর্পণ), দেবযজ্ঞ (হোম), ভূতযজ্ঞ (মনুষ্যেতর জীবের তৃপ্তিবিধান) এবং নৃযজ্ঞ (অতিথিপূজা)। ~মী বিণ. (স্ত্রী.) পঞ্চমস্থানীয়া। ☐ বি. তিথিবিশেষ। ~মুখ বি. (পাঁচটি মুখবিশিষ্ট বলে) শিব; পাঁচটি মুখ (পঞ্চমুখে প্রশংসা করা)। ☐ বিণ. অতিশয় বাচাল; বহুভাষী ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। ~মুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)। ~রঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ। ~রত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল। ~শর পঞ্চবাণ -এর অনুরূপ। ~শস্য বি. ধান যব মাষ তিল ও মুগ। ~ষষ্টি বি. বিণ. 65 সংখ্যা বা সংখ্যক। ~ষষ্ঠি-তম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. ~ষষ্টি-তমী
পাঞ্জর definitions

Samsad Bangla Abhidhan
পাঞ্জর [ pāñjara ] বি. (প্রা. কাব্যে) পঞ্জর; শরীর, দেহ। [সং. পঞ্জর]।
ফকার definitions

Samsad Bangla Abhidhan
ফকার, ফুকারা [ phakāra, phukārā ] দ্র ফুকরা

Processing time: 1.82 s