পূর্ণ definitions

Bangla-Tangla Dictionary
পূর্ণ – completely full, perfect, whole, complete (+ করা = to complete)
Samsad Bengali-English Dictionary
পূর্ণ [ pūrṇa ] a thoroughly filled, replete; full, whole; total; complete, perfect (পূর্ণ সুখ); fulfilled, gratified, realized; completed, completely passed (কাল পূর্ণ হওয়া); accomplished (সাধ পূর্ণ হওয়া); nature; fully grown. পূর্ণ করা v. to fill, to make full to the brim; to replete; to complete; to fulfil; to pass completely; to accomplish. ~কাম a. one whose desire has been fulfilled. ~কাল a. full time. ~কুম্ভ n. a pitcher completely filled (esp. with water). ~গর্ভা a. fem. in the advanced or last stage of pregnancy, nearing travail. ~গ্রাস n. (astr.) total eclipse. ~চন্দ্র n. the full-moon, the hunter's moon. ~চ্ছেদ n. (gr.) a full stop. পূর্ণচ্ছেদ পড়া v. (fig.) to terminate or be closed for good. ~তা, ~ত্ব n. re pleteness, fulness; completeness; fulfilment; completion; accomplishment; maturity; full growth. ~পাত্র n. a full cup, a full dish, a full plate, a full vessel. ~বয়স n. full age, maturity. ~বয়স্ক a. full-aged, grown up, major, adult. fem. ~বয়স্কা । পূর্ণবয়স্ক হওয়া v. to come of age, to attain majority. ~বিকশিত a. full-blown; fully manifested. ~বিকাশ n. full blowing; full manifestation. ~বেগ n. full speed, full tilt. ~বেগে adv. at full speed, in full career, at full tilt. ~ব্রহ্ম n. the Absolute Being, God. ~মন্ত্রী n. a cabinet minister (in charge of a full portfolio). ~মাত্রা n. the fullest measure or extent; (of medicines) a full dose. ~মাত্রায় adv. to the fullest measure or extent; entirely; wholly; thoroughly; in a downright manner. ~মাসী same as পৌর্ণমাসী । ~যুবক n. a full-grown young man. fem. ~যুবতী । ~সংখ্যা a. (arith.) an integer, a whole number. পূর্ণা fem. of পূর্ণ । পূর্ণাঙ্গ a. having all the limbs; complete in all parts; thorough; fully grown or developed. পূর্ণাঙ্গতা n. completeness in all parts; thoroughness; full growth or development. পূর্ণানন্দ n. full delight or joy; an appellation of God. পূর্ণাবতার n. a perfect incarnation; an appellation of Nrishingha (নৃসিংহ), Rama (রাম) and Krishna (কৃষ্ণ). পূর্ণাবয়ব same as পূর্ণাঙ্গ । পূর্ণাভিলাষ same as পূর্ণকাম । পূর্ণায়ত a. fully wide or widened or expanded. পূর্ণায়ু a. enjoying full longevity or long lease of life, long-lived. পূর্ণাহুতি n. the final offering; the burnt offering with which a sacrifice is concluded, the concluding (burnt) offering; (fig.) completion of self-sacrifice. পূর্ণাহুতি দেওয়া v. to offer the concluding (burnt) offering; (fig.) to complete, to sacrifice oneself.
Samsad Bangla Abhidhan
পূর্ণ [ pūrṇa ] বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ~তা, ~ত্ব। ~কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ~গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ~গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ~চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ~চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ~পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ~বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ~বয়স্কা। ~ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ~মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ~মাত্রা বি. পুরো পরিমাণ। ~মাসী বি. পূর্ণিমা। ~সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। ☐ বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। ☐ বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি।

Processing time: 1.22 s