জায়গা definitions

Bangla-Tangla Dictionary
জায়গা – place
Samsad Bengali-English Dictionary
জায়গা [ jāẏagā ] n a place (এ জায়গায় থাকা); land (জায়গা কেনা); a site (বাড়ি করার জায়গা); room, accommodation (এখানে তার জায়গা নেই); abode, haunt (সাপের জায়গা); a place of frequent occurrence (এটা বৃষ্টির জায়গা); a suitable place (এটা গানের জায়গা); a fixed place or seat (এটা তার জায়গা); a receptacle, a container (ঘিয়ের জায়গা); circumstance, situation (এ জায়গায় তর্ক বৃথা); stead, position, post, place, exchange (রামের জায়গায় শ্যাম).
Samsad Bangla Abhidhan
জায়গা [ jāẏagā ] বি. 1 স্থান, ঠাঁই (দাঁড়াবার জায়গা); 2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা); 3 অবস্থা, পরিবেশ (লোভের জায়গা); 4 পাত্র, আধার (দুধের জায়গা); 5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই); 6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা); 7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও); 8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)। [ফা. জায়গাহ্]। ~জমি বি. ভূ-সম্পত্তি।

Processing time: 1.46 s