অন্তর definitions

Bangla-Tangla Dictionary
অন্তর
1. heart, interior
2. other, different
Samsad Bengali-English Dictionary
অন্তর [ antara ] n the heart; the mind; interior, depth; distance; intervening distance; end, termination; limit; difference; contrariety. ☐ a. different; other; intimate (অন্তরতম) ~জ্ঞ n. one who knows the mind; God. genitive of অন্ত: -অন্ত [ -anta ] sfx to form present participial adjectives (e. g. ঘুমন্ত < ঘুম্, চলন্ত < চল্). genitive of অন্ত: অন্ত [ anta ] n death, destruction; end; break-up; termination; a terminus; a border or limit (বনান্ত, সীমান্ত); duration or expanse (পক্ষান্ত); intention or intrinsic nature (অন্ত পাওয়া ভার); depth or bottom (মনের অন্ত); the life beyond death or the next world ('অন্তে দিও গো পদাশ্রয়'). অন্ত পাওয়া ভার too deep for comprehension; one whose intention or intrinsic nature can hardly be ascertained; difficult to fathom or gauge.
Samsad Bangla Abhidhan
অন্তর [ antara ] বি. 1 হৃদয়, মন ('অন্তর মম বিকশিত করো': রবীন্দ্র); 2 তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); 3 ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); 4 পার্থক্য, তারতম্য; 5 ভেদ (মতান্তর); 6 পরিধান (অন্তরীয়)। ☐ বিণ. 1 (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); 2 আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। ~জ্ঞ বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ। ~টিপুনি বি. অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত। ~স্থ বিণ. মনোগত। অনুরজ্ঞ, অন্তরটিপুনি, অন্তরস্থ [ anurajña, antaraṭipuni, antarasha ] দ্র অন্তর genitive of অন্ত: অন্ত [ anta ] বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ~ বি. যম। ☐ বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ~কাল বি. মৃত্যুর সময়। ~, (-বর্জি.) ~তঃ অব্য. কমপক্ষে। ~স্থ বিণ. প্রান্তস্থ।

Processing time: 0.42 s