আনন্দ definitions

Bangla-Tangla Dictionary
আনন্দ – joy
Samsad Bengali-English Dictionary
আনন্দ [ ānanda ] n joy, delight; happiness; gladness, cheerfulness; pleasure; merriment. আনন্দ করা v. to rejoice; to make merry. ~কর a. delightful; pleasant; gladdening. ~কানন n. a delightful woodland or grove; a pleasure-grove. ~জনক, ~দায়ক a. causing joy; delightful; pleasant. ~ n. producing joy, delight etc. ~বিহ্বল a. beside oneself with joy, overwhelmed with joy. ~ময় a. full of joy, joyful; delightful; happy; cheerful; pleasant; merry. ~ময়ী a. fem. of আনন্দময় ।n. Goddess Durga (দুর্গা) . ~লহরী n. a wave of delight; a musical instrument with one string held in one hand and played with a plectrum by the other.
Samsad Bangla Abhidhan
আনন্দ [ ānanda ] বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উৎপন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। ☐ বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ~কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ~ঘন বিণ. আনন্দময়। ~ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ~ধারা বি. আনন্দের স্রোত। ~ বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উৎপাদন। ☐ বিণ. আনন্দদায়ক। ~নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ~বিধান বি. আনন্দ দান, আনন্দ উৎপাদন। ~ময় বিণ. আনন্দে পূর্ণ। ☐ বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ~.লহরি, ~লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ~ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত।

Processing time: 0.44 s