ঘোড়া definitions

Bangla-Tangla Dictionary
ঘোড়া – horse
Samsad Bengali-English Dictionary
ঘোড়া1 [ ghōṛā1 ] n the horse; (in chess) a knight. ঘোড়া জোতা v. to yoke a horse, to fasten a horse to a cart, plough etc. ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া (fig.) to ignore or by pass the proper channel. ঘোড়া দেখে খোঁড়া হওয়া (fig.) to get idle when there is somebody to do a job. ঘোড়ায় চড়া v. to ride a horse. ঘোড়ার গাড়ি same as ঘোড়াগাড়ি । ঘোড়ার ডাক1 neigh. ঘোড়ার ডাক2 the horse mail, the mail carried by the horse. ঘোড়ার ডিম (fig.) a mare's nest. ঘোড়ার সাজ harness. ঘোড়ার সাজ পরানো v. to harness a horse. খেলনা ঘোড়া n. a hobby-horse; a rocking horse. গাড়ির ঘোড়া a carriage-horse. চড়বার ঘোড়া a riding horse. ভারবাহী ঘোড়া, মাল-টানা ঘোড়া a pack-horse, a draught-horse. যুদ্ধের ঘোড়া a war-horse, a charger. ~ওয়ালা n. a horse-dealer. ~গাড়ি n. a horse-drawn carriage, a carriage. ঘোড়া ঘোড়া খেলা n. a children's game in which one player acts as a horse whilst an other as a rider (cp. horse-play). ~মুগ n. an inferior kind of pigeon-pea chiefly used as food for horses, gram. ~রোগ n. an extremely harmful or ex pensive hobby or craze. ঘোড়ায় টানা a. horse-drawn. ঘোড়াশাল n. a stable. ভাড়াটে ঘোড়ার গাড়ি a. a hackney carriage. ঘোড়া2 [ ghōṛā2 ] n the trigger of a pistol or a revolver or a gun. ঘোড়া টেপা v. to pull the trigger.
Samsad Bangla Abhidhan
ঘোড়া [ ghōṛā ] বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়িঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ~মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ~মুখি। ~মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ~রোগ বি. 1 উৎকট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ~শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা।

Processing time: 0.46 s