বলে definitions

Bangla-Tangla Dictionary
বলে – so, as, that, [postposition] considered, called

locative of বল:
বল
1. strength, energy
2. ball

3rd person ordinary present simple tense of বলা:
বলা – to speak

perfective participle of বলা:
বলা – to speak

Samsad Bengali-English Dictionary
বলে [ balē ] v says; speaks; talks. ☐ adv. & conj. because, as, on the plea of, owing to (মা বকেছেন বলে খাবে না?) . □ adv. shortly, presently (বৃষ্টি এল বলে). locative of বল: বল1 [ bala1 ] n a ball; a playing ball; a football. বল করা, বল দেওয়া v. (in cricket) to bowl. বল খেলা v. to play football. বলখেলা n. the game of football. বলবেয়ারিং n. ball-bearings. locative of বল: বল2 [ bala2 ] n power, might; force; strength; ability; energy; an armed force; a man or piece in chess; support or help; a supporter or helper. ~কর, ~কারক a. strengthening, invigorating, (med.) tonic. ~ক্ষয় n. loss or decay of strength; loss or decrease of soldiers or men (of an army etc.). (in chess) loss of pieces. ~ক্ষয়কর a. weakening; causing loss of strength; causing loss of soldiers or men; (in chess) loss of pieces or men. ~গর্ব same as বলদর্প । ~গর্বিত same as বলদৃপ্ত । ~তুল্যাঙ্ক n. (phys.) a mechanical equivalent (of heat.) ~ত্রিভুজ n. a triangle of forces. ~দর্প n. pride of strength or power. ~দায়ক a. strengthening; invigorating; energizing. ~দৃপ্ত a. proud of strength or power, conceited with strength or power. ~পূর্বক adv. by force; by violence. ~প্রদ same as বলকর । বল প্রদান করা v. to strengthen or invigorate. ~প্রয়োগ n. exercise or application or use of force or violence. বলপ্রয়োগ করা v. to apply force; to force. ~প্রয়োগে adv. by force; by violence. ~বৎ a. operative, in force, intact. বলবৎ করা v. to put (a law etc.) into force. ~বতী fem. of ~বান । ~বত্তর a. stronger; more forceful. ~বত্তা n. powerfulness; (rare) force fulness; possession of strength. ~বন্ত same as বলবান । ~বর্ধক a. invigorating. ~বর্ধন n. increase of strength or power; invigoration; acceleration of force. ☐ a. causing increase of strength or power; invigorating, (med.) tonic; accelerating the force of. বলবর্ধন করা v. to increase strength or power; to invigorate, (med.) to tone up; to accelerate the force of. ~বান a. strong; powerful robust, sturdy. ~বিদ্যা n. mechanics. ~বিন্যাস n. arraying of troops; arraying of pieces in chess. ~ভরসা n. strength and support; support and prop. ~শালিতা same as বলবত্তা । ~শালী same as বলবান । fem. ~শালিনী । ~শূন্য same as ~হীন । ~শ্রেণি n. (phys.) system of forces. ~সামান্তরিক n. (mech.) a parrallelogram of forces. ~সাম্য, বলস্থিতি n. (phys.) equilibrium of forces. ~হীন a. devoid of strength, weak; powerless, infirm; impotent. fem. ~হীনা । 3rd person ordinary present simple tense of বলা: বলা [ balā ] v to say; to deliver a lecture, to speak; to mention (ও কথা আর বোলো না); to inform; to tell (এ খবর কাউকে বোলো না); to permit (ডাক্তার ভাত খেতে বলেছে); to order or request, to ask (আসতে বলো); to counsel or advise (কী করি বল); to invite, to call (বিয়েতে কাউকে বলিনি); to speak out, to express (মনের কথা বলা); to narrate, to relate (গল্প বলা); to rubuke or censure; to consider (ধন বল, মান বল, সবই দুদিনের). perfective participle of বলা: বলা [ balā ] v to say; to deliver a lecture, to speak; to mention (ও কথা আর বোলো না); to inform; to tell (এ খবর কাউকে বোলো না); to permit (ডাক্তার ভাত খেতে বলেছে); to order or request, to ask (আসতে বলো); to counsel or advise (কী করি বল); to invite, to call (বিয়েতে কাউকে বলিনি); to speak out, to express (মনের কথা বলা); to narrate, to relate (গল্প বলা); to rubuke or censure; to consider (ধন বল, মান বল, সবই দুদিনের).
Samsad Bangla Abhidhan
বলে, (বর্জি.) ব'লে [ balē, (barji.) ba'lē ] ক্রি-বিণ. 1 বলিয়া (তাঁকে ভালো লোক বলেই জানি); 2 বিবেচনায় বা কারণে (ব্যাপারটা জানি বলেই চুপ করে আছি)। ☐ অব্য. এখনই, শীঘ্র (বৃষ্টি এল বলে)। [বলা2 দ্র]। বলে রাখা ক্রি-বিণ. আগে থেকে জানানো বা অনুমতি নেওয়া (অনেক আগেই বলে রেখেছে)। locative of বল: বল1 [ bala1 ] বি. 1 খেলার ভাঁটা বা গোলক; 2 গোলাকার ফাঁপা বা নিরেট খেলবার গোলক (ফুটবল, বল নিয়ে লোফালুফি)। [ইং. ball]। locative of বল: বল2 [ bala2 ] বি. ইয়োরোপীয় নাচবিশেষ (বলনাচ)। [ইং. ball]। locative of বল: বল3 [ bala3 ] বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ~কর, ~কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ~গর্বিত, ~দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ~ বিণ. বলকারক। ~পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ~প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ~বৎ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবৎ আছে)। ~বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ~বন্ত বিণ. 1 বলবান; 2 বলবৎ। [সং. বল + বাং. বন্ত]। ~বান (-বৎ) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ~বতী। ~বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ~বর্ধন বি. শক্তির বৃদ্ধি। ☐ বিণ. শক্তিবৃদ্ধিকারী। ~বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ~বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্থাপন; ব্যূহরচনা। ~ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ~শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ~শালিনী। বি. ~শালিতা। ~হীন বিণ. দুর্বল। বি. ~হীনতা locative of বল: বলদ1 [ balada1 ] দ্র বল locative of বল: বলপূর্বক, বলবৎ, বলবতী, বলবত্তা, বলবন্ত, বলবান, বলবর্ধক, বলবর্ধন, বলবিদ্যা, বলবিন্যাস [ balapūrbaka, balabat, balabatī, balabattā, balabanta, balabāna, balabardhaka, balabardhana, balabidyā, balabinyāsa ] দ্র বল3 locative of বল: বল-শালী [ bala-śālī ] দ্র বল3 locative of বল: বলহীন, বলহীনতা [ balahīna, balahīnatā ] দ্র বল3 3rd person ordinary present simple tense of বলা: বলা1 [ balā1 ] ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। 3rd person ordinary present simple tense of বলা: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। perfective participle of বলা: বলা1 [ balā1 ] ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। perfective participle of বলা: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)।

Processing time: 1.29 s