Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
দ্বিতীয় definitions
Bangla-Tangla Dictionary
দ্বিতীয় – second
Samsad Bengali-English Dictionary
দ্বিতীয় [ dbitīẏa ] a second; another. দ্বিতীয়াa. fem. second; another; (of the days of a lunar fortnight) second. ☐ n. a second day of a lunar fortnight. দ্বিতীয়তadv. secondly, in the second place. দ্বিতীয় বিশ্বযুদ্ধn. the Second World War. দ্বিতীয়াশ্রমn. the domestic or married life which is the second of the four stages of human life according to Hindu scriptures.
Samsad Bangla Abhidhan
দ্বি [ dbi ] বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ~কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ~খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ~গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ~গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ~গুণিত, ~গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ~ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ~চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ~চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ~জ, ~জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ~জ-পতি, ~জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ~জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ~জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ~জেন্দ্র, ~জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ~তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ~তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ~তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ~তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ~তীয়াশ্রম বি. গার্থস্থ্যজীবন। ~ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ~দল বিণ. দুটি পাতাযুক্ত। ☐ বি. ডাল। ~ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। ☐ বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। ☐ বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ~ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ~ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ~নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ~নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ~নবতি-তমী। ~প বি. হাতি। ~পঞ্চাশৎ বি. 52 সংখ্যা। ~পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ~পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। ☐ বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ~পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ~পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ~প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ~বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ~বার্ষিক বিণ. 1 যার দুই বৎসর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বৎসরে উৎপন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ~বিধ বিণ. দুই রকম। ~ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। ☐ বি. দুই ভাব। ~ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ~ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ~মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ~মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ~রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ~রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ~রুক্ত বিণ দুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ~রুক্ত বি দুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ~রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ~রেফ বি. ভ্রমর। ~শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ~শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ~শততমী। ~সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ~সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ~সপ্ততি-তমী।