2 |
|
3 |
ডাঃ মুনসীর ডায়রি |
4 |
|
5 |
০০:৪৪ |
অরুণ |
Good evening. |
6 |
০০:৪৭ |
মুনসী |
অরুণ-বাবু, আসুন। বসুন। |
7 |
০০:৫১ |
অরুণ |
এতকাল বাদে হঠাৎ জরুরি তলব। কী ব্যাপার? |
8 |
০০:৫৭ |
মুনসী |
চা? |
9 |
০০:৫৯ |
অরুণ |
আমি এই সময় যা খাই আপনি তো সেই রসে বঞ্চিত। |
10 |
০১:০৩ |
মুনসী |
তাহলে কাজের কথায় আসা যাক। |
11 |
০১:০৫ |
অরুণ |
হ্যাঁ, সেই ভালো। |
12 |
০১:০৭ |
মুনসী |
আজকে কাগজে একটা খবর বেরিয়েছে, দেখেছেন? |
13 |
০১:১১ |
অরুণ |
দেখেছি। ওই penguin-এর news-টা তো? |
14 |
০১:১৪ |
মুনসী |
হ্যাঁ, ঠিক। |
15 |
০১:১৬ |
অরুণ |
তার মানে আপনার এই diary লেখার অভ্যেসটা সেই শিকারের সময় থেকে। |
16 |
০১:২১ |
মুনসী |
তারও আগে থাকতে, প্রায় পঞ্চাশ বছরের অভ্যেস। পঁয়ত্রিশ বছর আগে, প্রাণী-হত্যা ছেড়ে দিলেও, আমার শিকারি জীবনের অনেক রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা থাকছে আমার এই লেখায়। |
17 |
০১:৩৬ |
অরুণ |
Psychiatrist-cum-hunter eh? Unique combination সন্দেহ নেই। |
18 |
০১:৪২ |
মুনসী |
ঠিক সেই কারণে, বই ছাপার প্রস্তাবটা আসে প্রায় সঙ্গে সঙ্গে, অবশ্য আমার মনোবিজ্ঞান নিয়ে লেখা কিছু প্রকাশিত প্রবন্ধও ওদের পড়ে ভালো লেগেছে বলে জানায়। |
19 |
০১:৫৫ |
অরুণ |
কিন্তু আমাকে আজ এখানে ডাকার উদ্দেশ্যটা কী? |
20 |
০২:০০ |
মুনসী |
অরুণ-বাবু, শুধু শিকারের বই হলে অবশ্য আমি আপনাকে ডাকতাম না। শিকার ছাড়াও, মনোবিজ্ঞানের অনেক ঘটনা আমার এই বইতে স্থান পেয়েছে। |
21 |
০২:১৪ |
অরুণ |
হুঁ, সেটা আপনার interview-তে আপনি বলেছেন বটে। |
22 |
০২:১৭ |
মুনসী |
হ্যাঁ, বলেছি। এবং আমার গর্ব হচ্ছে, যে আমি এতে একটিও মিথ্যা কথা লিখিনি। আমার আসল পেশা অর্থাৎ, মনোবিজ্ঞানের পর্বে, তিনটি লোকের তিনটি ঘটনার উল্লেখ থাকছে। এই তিনজনেই আজকের সমাজে অত্যন্ত সম্মানিত successful ব্যক্তি। অনেক দিন আগে এ তিনজনই তিনটি অত্যন্ত গর্থিত কাজ করেছিলেন, কিন্তু তিন-জনেই নানান ফন্দিফিকির করে আইনের হাত থেকে বেঁচে যান। আমি অবশ্য এদের পুরো নামটা ব্যবহার না করে শুধু নামের প্রথম অক্ষরটি ব্যবহার করছি, আর এই তিনটি অক্ষর হচ্ছে A, G আর R। আর এই A ব্যক্তিটি হচ্ছেন আপনি। |
23 |
০৩:১৯ |
অরুণ |
তার মানে... |
24 |
০৩:২০ |
মুনসী |
publisher-এর তরফ থেকে যখন প্রথম offer-টা আসে, তখনই আমার মনে হয়েছিল যে আপনাদের তিনজনকে ডেকে ব্যাপারটা আমার জানানো দরকার। সেই কারণেই আপনাকে আজ ডেকেছি। অবশ্য G আর R-কে আমি... |
25 |
০৩:৩৫ |
অরুণ |
এই লেখাটা আর কে পড়েছে? |
26 |
০৩:৩৮ |
মুনসী |
মনোবিজ্ঞানের পর্বটা কেউ পড়েনি। |
27 |
০৩:৪২ |
অরুণ |
Are you sure? |
28 |
০৩:৪৫ |
মুনসী |
Yes. কারণ ওটার final revision করতে আমার আরও দিন দুয়েক সময় লাগবে। অবশ্য শিকারের পর্বের typing-টা আমার secretary প্রায় শেষ করে এনেছে। |
29 |
০৩:৫৫ |
অরুণ |
Manuscript-এ আমার জায়গাটুকু আমি আগে পড়তে চাই। |
30 |
০৩:৫৯ |
মুনসী |
অরুণ-বাবু, আমার দৃঢ় বিশ্বাস যে নামের প্রথম অক্ষর থেকে আপনার কেউ চিনতে পারবে না। |
31 |
০৪:০৭ |
অরুণ |
সেটা আমি বুঝব ডাঃ মুনসী। আমি নিজে আপনার লেখা পড়ে বিচার করব যে সেটা ছাপলে আমার কোনও ক্ষতি হবে কি না। |
32 |
০৪:১৮ |
মুনসী |
আগে typing-টা শেষ হক। |
33 |
০৪:২২ |
অরুণ |
ঠিক আছে। তাহলে জেনে রাখুন, publisher-এর কাছে পাঠানোর আগে যদি লেখাটা আমাকে না পড়তে দেওয়া হয়, তাহলে diary ছাপতে হলে আমার অংশটুকু বাদ দিয়ে ছাপতে হবে। এটা অনুরোধ নয়, আদেশ! |
34 |
০৪:৪২ |
মুনসী |
আইনের হাত থেকে আমি কিন্তু সম্পূর্ণ নিরাপদ অরুণ-বাবু। |
35 |
০৪:৪৫ |
অরুণ |
আইনের হাত থেকে আপনি মুক্ত হলেও আমার হাত থেকে নয়1 ডাঃ মুনসী! আমার আদেশ অমান্য করলে তার ফল আপনাকে ভোগ করতে হবে। Good night!1To be grammatically correct, this নয় should be নন. |
36 |
০৫:১২ |
মুনসী |
ভগীরাত। |
37 |
০৫:১৬ |
|
বাবু। |
38 |
০৫:১৯ |
মুনসী |
ছোড়দা-বাবু আছেন? |
39 |
০৫:২১ |
|
জি। |
40 |
০৫:২৫ |
মুনসী |
একবার বল আমি ডাকছি। |
41 |
|
42 |
০৫:২৮ |
শঙ্কর |
তোমার লেখায় আবার এসব গোলমেলে বিষয়ও থাকছে না কি? |
43 |
০৫:৩৫ |
মুনসী |
থাকছে। কৌশলে আইনের হাত থেকে মুক্তি পেলেও, A, G বা R কেউ মনে শান্তি পায়নি। গভীর অনুশোচনা। ধরা পড়ে যাবার ভয়। সব মিলিয়ে মানসিক রোগে দাঁড়ায়। |
44 |
০৫:৫৫ |
শঙ্কর |
এবং তারা তোমার কাছে আসে। |
45 |
০৫:৫৮ |
মুনসী |
হ্যাঁ, আর psychiatrist-এর কাছে তো কিছু লুকোনো চলে না। সব কথা খুলে বলতেই হয়। তাই ওদের কথা আমি জানতে পারি। |
46 |
০৬:১০ |
শঙ্কর |
কিন্তু হুমকিটা এখন কে দিয়ে গেল? |
47 |
০৬:১৪ |
মুনসী |
A. |
48 |
০৬:১৬ |
শঙ্কর |
আর বাকি দুজন? |
49 |
০৬:১৯ |
মুনসী |
G-কে আমি ফোন করেছিলাম। সেই প্রথমে আপত্তি করলেও পরে একটু বুঝিয়ে বলতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছে। R-কে নিয়ে অবিশ্যি কোনও problem নেই। |
50 |
০৬:৩৫ |
শঙ্কর |
তাহলে এখন কী করবে ভাবছ? |
51 |
০৬:৪১ |
মুনসী |
তুমি প্রদোষ মিত্রর নাম শুনেছ? |
52 |
০৬:৪৫ |
শঙ্কর |
প্রদোষ মিত্র, গোয়েন্দা প্রদোষ মিত্র? |
53 |
০৬:৫০ |
মুনসী |
হুঁ। |
54 |
০৬:৫১ |
শঙ্কর |
শুনেছি, ভালো। |
55 |
০৬:৫৪ |
মুনসী |
হ্যাঁ, আমার এক patient তো ওঁর খুব সুখ্যাতি করছিল। মানুষের মনের চাবিকাঠি হাতে না থাকলে তো ভালো গোয়েন্দা হওয়া যায় না। |
56 |
০৭:০৫ |
শঙ্কর |
তাহলে কী ওঁকে একটা call দেব? |
57 |
০৭:১০ |
মুনসী |
দেবে। এবং কালই, কারণ এসব হুমকি-টুমকিতে শান্তিভঙ্গ হয়, তাতে কাজের ক্ষতি হয়। যেটা আমি একেবারেই পছন্দ করি না। বুঝেছ? |
58 |
|
59 |
০৯:০৮ |
ফেলুদা |
এই A, G এবং R সম্বন্ধে গতকালের আগে আপনি কিছুই জানতেন না। |
60 |
০৯:১৩ |
শঙ্কর |
আজ্ঞে না। |
61 |
০৯:১৪ |
ফেলুদা |
কেন? |
62 |
০৯:১৬ |
শঙ্কর |
আসলে আমার বাবা লোকটা একটু peculiar. উনি পেশা আর patient ছাড়া আর কিছু জানেন না। আমি, মা, সংসার, এই সব সম্পর্কেই বাবা সম্পূর্ণ উদাসীন। মা মানে আমার বিমাতা, stepmother. আমার যখন সাত বছর বয়স তখন আমার মা মারা যান। তার দু বছর পরে বাবা আবার বিয়ে করেন। এই নতুন মা যে আমায় খুব কাছে টেনে নিয়েছিলেন তা বলতে পারি না। আমাদের বাড়ির এক অনেকদিনের পুরনো চাকর আমার দেখাশোনা করত। |
63 |
০৯:৫৩ |
ফেলুদা |
তার মানে সেই ব্যবধান এখনও রয়ে গেছে। |
64 |
০৯:৫৮ |
শঙ্কর |
তবে এটাও বলব যে বাবার স্নেহ যেমন পাইনি তেমনি তাঁর শাসনও ভোগ করিনি। |
65 |
১০:০৫ |
ফেলুদা |
এবং তাঁর লেখাটাও পড়েননি, মানে এখনও পড়েননি। |
66 |
১০:১০ |
শঙ্কর |
আজ্ঞে না। শুধু আমি না, কেউ পড়েনি। |
67 |
১০:১৫ |
ফেলুদা |
এই হুমকি কি শুধু A-ই দিয়েছেন? |
68 |
১০:১৮ |
শঙ্কর |
এখনও পর্যন্ত। তবে G সম্বন্ধেও বোধহয় বাবার একটু সংশয় আছে। |
69 |
১০:২৫ |
তোপসে |
আর R? |
70 |
১০:২৭ |
শঙ্কর |
কোনও আপত্তি তোলেননি। |
71 |
১০:৩০ |
ফেলুদা |
এঁদের অপরাধটা কী? সেটা কি আপনি জানেন? |
72 |
১০:৩৪ |
শঙ্কর |
না, শুধু তাই নয়। এঁদের আসল নাম কী, এঁরা এখন কী করছেন, কিছুই বাবা বলেননি। তবে আপনাকে নিশ্চয় বলবেন। |
73 |
১০:৪৫ |
ফেলুদা |
উনি আমাকে কবে expect করছেন? |
74 |
১০:৪৮ |
শঙ্কর |
কাল সকাল দশটা। এখন আপনি যদি... |
75 |
১০:৫২ |
ফেলুদা |
বেশ তো। আমার তরফ থেকে... আমার তরফ থেকে কোনও আপত্তি থাকার তো কোনও কারণই নেই। |
76 |
১০:৫৮ |
শঙ্কর |
তাহলে ওই কথাই রইল। কাল দশটা। |
77 |
১১:০১ |
গাঙ্গুলি |
Good morning! |
78 |
১১:০২ |
তোপসে |
Good morning. আসুন। |
79 |
১১:০৩ |
ফেলুদা |
Seven Swinhoe street তো? |
80 |
১১:০৪ |
শঙ্কর |
আজ্ঞে, হ্যাঁ। |
81 |
১১:০৬ |
গাঙ্গুলি |
Good morning! |
82 |
১১:০৭ |
ফেলুদা |
Morning. আলাপ করে দিয়ে আমাদের বন্ধু শ্রী লালমোহন গাঙ্গুলি। |
83 |
১১:১১ |
শঙ্কর |
শঙ্কর মুনসী। আসি। |
84 |
১১:১৯ |
গাঙ্গুলি |
একটা big plate, তুরন্ৎ1।1" তুরন্ৎ" is Hindi for "quickly". |
85 |
১১:২১ |
তোপসে |
যো হুকুম1।1" যো হুকুম" is Hindi for "as you command". |
86 |
১১:২৯ |
গাঙ্গুলি |
আরে! এ যে দেখি cordless? |
87 |
১১:৩৩ |
ফেলুদা |
হ্যাঁ, একটা নিয়েই ফেললাম। |
88 |
১১:৩৬ |
গাঙ্গুলি |
Smart, বলুন। ভালোই হল, আপনাকে আর বারবার উঠতে হবে না। |
89 |
১১:৪৯ |
ফেলুদা |
এটা কি আপনার পাড়ার সেই নতুন দোকানের না কি? |
90 |
১১:৫১ |
গাঙ্গুলি |
Yes, খাই খাই। How? |
91 |
১২:০১ |
তোপসে |
Heavy. |
92 |
১২:০৫ |
ফেলুদা |
বড়িয়া1।1" বড়িয়া" is Hindi for "excellent". |
93 |
১২:০৬ |
গাঙ্গুলি |
এটা আনার অবশ্য একটা কারণ আছে। |
94 |
১২:১০ |
ফেলুদা |
সামনের পুজোয় আপনার যে বইটা বেরোচ্ছে তার final draft হয়ে গেছে, তাই তো? |
95 |
১২:১৪ |
গাঙ্গুলি |
Correct, as usual. কাম্পুচিয়ায় কম্পমান! |
96 |
১২:১৯ |
তোপসে |
দশে বারো। |
97 |
১২:২১ |
গাঙ্গুলি |
এবার দেখবেন our hero প্রখর রুদ্রের হাবভাব কায়দাকানুন অনেকটা ফেলু মিত্রের মতো হয়ে যাচ্ছে। |
98 |
১২:২৯ |
তোপসে |
মানে প্রখরতর রুদ্র? |
99 |
১২:৩৩ |
গাঙ্গুলি |
তা তো বটেই। |
100 |
১২:৩৪ |
ফেলুদা |
তার গোয়েন্দার improvement-এর সঙ্গে সঙ্গে তার সৃষ্টি কর্তা শ্রীযুক্ত লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু improve করছেন নিশ্চয়ই। |
101 |
১২:৪২ |
গাঙ্গুলি |
এই এতদিন ধরে যে আপনার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছি তার যেটা benefit পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। |
102 |
১২:৫১ |
ফেলুদা |
সেটা তখনই মানব যখন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। |
103 |
১২:৫৫ |
গাঙ্গুলি |
পরীক্ষা? কী পরীক্ষা? |
104 |
১২:৫৯ |
ফেলুদা |
পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। Observation। বলুন তো আমার মধ্যে কোনও পরিবর্তন দেখছেন কি না। আপনি তো গতকালও এসেছিলেন। তা গতকালের আমি আর আজকের আমির মধ্যে কোনও তফাৎ দেখতে পাচ্ছেন কী? |
105 |
১৩:৪২ |
গাঙ্গুলি |
কই, না তো? উঁহুঁ, no difference. কোনও তফাৎ নেই। |
106 |
১৩:৫১ |
ফেলুদা |
হল না। Fail. অর্থাৎ প্রখর রুদ্রও fail। আমি এক মাস পর আজ হাত এবং পায়ের নখ কেটেছি। তার একটি বোধহয় আপনার ডান হাতের আস্তিনেও লেগে রয়েছে। |
107 |
১৪:১০ |
গাঙ্গুলি |
তাই তো! আচ্ছা এবার আপনি বলুন তো আমার মধ্যে কী কোনও change লক্ষ্য করছেন? |
108 |
১৪:২৪ |
ফেলুদা |
বলব? |
109 |
১৪:২৬ |
গাঙ্গুলি |
বলুন। |
110 |
১৪:২৮ |
ফেলুদা |
আপনি গতকাল অবধি lux ব্যবহার করেছেন, কিন্তু আজ আপনার গায়ের থেকে cinthol-এর গন্ধ বেরোচ্ছে। খুব সম্ভবত TV-র বিজ্ঞাপনের চটকের ফলে। |
111 |
১৪:৪১ |
গাঙ্গুলি |
Anything else? |
112 |
১৪:৪৩ |
ফেলুদা |
আপনার পাঞ্জাবিটা নতুন। |
113 |
১৪:৪৬ |
গাঙ্গুলি |
মোক্ষম... |
114 |
১৪:৪৭ |
তোপসে |
আরও আছে। |
115 |
১৪:৪৮ |
গাঙ্গুলি |
আরও? |
116 |
১৪:৫০ |
তোপসে |
আপনি রোজ সকালে একটা করে রসুনের কোয়া চিবিয়ে খান, যেটা আপনি ঘরে ঢুকলেই আমরা ধরতে পারি কিন্তু আজ পাচ্ছি না। |
117 |
১৪:৫৫ |
ফেলুদা |
Very good. |
118 |
১৪:৫৬ |
গাঙ্গুলি |
আর বলো কেন। ফলক-দাটা এমন careless হয়েছে না! দিয়েছি কড়া করে ধমক। জানেন মশাই, ৮৬ থেকে রসুন ধরেছি, daily এক কোয়া। |
119 |
১৫:০৭ |
ফেলুদা |
এবং কাল সকাল সারে ন-টায় আপনার গাড়ি নিয়ে আপনি আসছেন প্রদোষ চন্দ্র মিত্রর বাড়ি। |
120 |
১৫:১৫ |
গাঙ্গুলি |
হুরি বাবা! এই observation থেকে একেবারে prediction? |
121 |
১৫:১৭ |
ফেলুদা |
অবশ্য আমার নতুন মক্কেলের সঙ্গে যদি আপনার আলাপ করার আদৌ কোনও ইচ্ছে থাকে তাহলেই আসবেন, নাহলে নয়। |
122 |
১৫:২৩ |
গাঙ্গুলি |
নতুন মক্কেল মানে যিনি একটু আগে... |
123 |
১৫:২৬ |
ফেলুদা |
হুঁ, মক্কেল ওনার বাবা। ডাঃ রাজেন মুনসী। |
124 |
১৫:৩১ |
গাঙ্গুলি |
রাজেন মুনসী? |
125 |
১৫:৩২ |
ফেলুদা |
হুঁ, স্বনামধন্য মনোবিজ্ঞানী cum শিকারি। |
126 |
১৫:৩৭ |
গাঙ্গুলি |
শিকারি! তাহলে তো ভদ্রলোককে cultivate করতেই হচ্ছে। |
127 |
|
128 |
১৫:৫৩ |
শঙ্কর |
নমস্কার। |
129 |
১৫:৫৪ |
ফেলুদা |
নমস্কার। |
130 |
১৫:৫৫ |
শঙ্কর |
আসুন। বাবা আপনাদের জন্যেই wait করছেন। |
131 |
১৬:২৮ |
মুনসী |
প্রদোষ মিত্র। |
132 |
১৬:২৯ |
ফেলুদা |
আজ্ঞে। |
133 |
১৬:৩১ |
মুনসী |
রাজেন মুনসী। আপনার তো ব্যায়াম করা শরীর বলে মনে হচ্ছে। |
134 |
১৬:৩৬ |
ফেলুদা |
তা একটু আধটু... |
135 |
১৬:৩৮ |
মুনসী |
Very good. আপনার কাজ প্রধানত মাথার হলেও, আপনি যে শরীরের প্রতি দৃষ্টি দিয়েছেন, এটা দেখে খুব ভালো লাগল। |
136 |
১৬:৪৭ |
গাঙ্গুলি |
লালমোহন গাঙ্গুলি |
137 |
১৬:৪৯ |
তোপসে |
তপেশ রঞ্জন মিত্র। |
138 |
১৬:৫২ |
মুনসী |
Trustworthy কি? |
139 |
১৬:৫৪ |
ফেলুদা |
সম্পূর্ণ। তপেশ আমার খুড়তুতো ভাই এবং আমার সহকারী। মিঃ গাঙ্গুলি আমার অন্তরঙ্গ বন্ধু। |
140 |
১৭:০১ |
মুনসী |
আসুন। আসলে আমার জিজ্ঞেস করার কারণ হল যে আজ সেই তিন ব্যক্তির আসল পরিচয় আপনাকে আমায় জানাতে হবে। নাহলে তো আপনি কাজ করতে পারবেন না। |
141 |
১৭:১৬ |
গাঙ্গুলি |
আপনি নির্ভয়ে বলতে পারেন ডাঃ মুনসী। আমি অন্তত আর কাউকে বলব না। |
142 |
১৭:২১ |
মুনসী |
Very well. |
143 |
১৭:২৩ |
ফেলুদা |
বলুন কী করতে পারি। এই A-এর হুমকির কথা আপনার ছেলে বলেছেন। |
144 |
১৭:২৮ |
মুনসী |
হ্যাঁ, একজন সামনে আর একজন টেলিফোনে |
145 |
১৭:৩২ |
ফেলুদা |
টেলিফোনে |
146 |
১৭:৩৩ |
মুনসী |
হ্যাঁ, এটা কাল রাতেরই ঘটনা তখন রাত সাড়ে এগারোটা হবে। বোঝাই যাচ্ছিল বেশ মত্ত অবস্থায় ফোন করেছে। Higgins, George Higgins. |
147 |
১৭:৪৮ |
ফেলুদা |
মানে আপনার লেখা G. |
148 |
১৭:৫০ |
মুনসী |
হ্যাঁ, লেখার G. |
149 |
১৭:৫২ |
ফেলুদা |
কী বললে1? |
150 |
১৭:৫৫ |
মুনসী |
বলল যে সেই দিন অত্যন্ত বোকার মতো টেলিফোনে আমি তোমায় কথা বলেছিলাম, কারণ আমি যখন তোমার কাছে treatment-এর জন্য যাই তখন আমার যে কারবার ছিল সেটা একচেটিয়া। কাজেই ওই G থেকে অনেকেই আমার পরিচয় অনুমান করে নেবে। So cut me out. তা, মাতালের সঙ্গে তো যুক্তি দেওয়া যায় না তাই টেলিফোনটা রেখে দিলাম। |
151 |
১৮:২১ |
ফেলুদা |
তার মানে G-কে আপনি A-এর মতো ডেকে পাঠাননি। ফোনেই কাজ সেরেছিলেন। |
152 |
১৮:২৬ |
মুনসী |
না, না, আমি প্রথমে আসতেই বলেছিলাম কিন্তু উনি ব্যাপারটা ফোনে সারতে চাইলেন। তাই ... আসলে কি জানেন, আমি এই রুগি-টুগি নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের প্রত্যেকের বাড়ি গিয়ে সামনাসামনি বসে বোঝানোর মতো সময় বা সামর্থ্য কোনওটাই আমার নেই। তাই এই কাজের ভারটা আমি আপনাকে দিতে চাই। |
153 |
১৮:৫১ |
ফেলুদা |
অর্থাৎ A, G এবং R-এর সঙ্গে দেখা করে তাদের আর একবারটি বোঝানো। |
154 |
১৮:৫৫ |
মুনসী |
উঁহুঁ, শুধু A আর G. R-কে নিয়ে আমার মনে হয় না সেরকম কোনও problem হবে, কারণ ওর সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, শুধু নামের আদ্যক্ষর থেকে লোকে ওকে চিনতে পারবে এরকম কোনও আশঙ্কা ওর নেই। |
155 |
১৯:১২ |
ফেলুদা |
এদের আসল পরিচয়টা? |
156 |
১৯:১৪ |
মুনসী |
পরিচয়, আপনাদের কাছে কাগজ কলম আছে? লিখুন। A হল অরুণ, অরুণ সেনগুপ্ত, MacNeil company-র general manager, Rotary club-এর vice president. বাসস্থান, এগারো নং Rowland road. টেলিফোন ৪৭৫ ৬৩৯৮। এবারে হল G. G হচ্ছে George Higgins. এর ওই cinema এবং television-এ জানোয়ার supply করা একটা ব্যবসা ছিল। এ থাকে ৯০ Ripon street. Telephone হল ২২৯ ৭৪৮৮। |
157 |
২০:০৬ |
ফেলুদা |
ইনি কি Anglo Indian? |
158 |
২০:০৮ |
মুনসী |
জি, হ্যাঁ, জি Anglo Indian. আর R-এর পরিচয় এটা আপাতত দিচ্ছি না। যদি দরকার হয় দেব, নচেৎ নয় । |
159 |
২০:২৬ |
ফেলুদা |
এঁদের অপরাধগুলো? |
160 |
২০:২৮ |
মুনসী |
আপনি এটা কাজ করুন। আপনি আমার পাণ্ডুলিপিটার সঙ্গে করে নিয়ে যান। ওটা খুব মন দিয়ে পড়বেন। এবং আপনার বিচার বুদ্ধি সব প্রয়োগ করে আমাকে জানাবেন যে এর মধ্যে আপত্তিকর এমন কিছু আছে কিনা যাতে এই বইটা প্রকাশ হলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। |
161 |
২০:৫৩ |
ফেলুদা |
ঠিক আছে। তাহলে... |
162 |
২০:৫৯ |
মুনসী |
আপনি আসছেন শুনে এঁরা সবাই আপনাকে দেখার আগ্রহ প্রকাশ করেছে। এ হচ্ছে সুখময়, আমার secretary. আর ইনি আমার শ্যালক, চন্দ্রনাথ। আর ইনি হচ্ছেন আমার patient রাধাকান্ত মল্লিক। এনার চিকিৎসা যতদিন না শেষ হচ্ছে ততদিন উনি এখানেই আছেন। |
163 |
২১:২৫ |
ফেলুদা |
প্রদোষ মিত্র। |
164 |
২১:২৬ |
গাঙ্গুলি |
লালমোহন গাঙ্গুলি। |
165 |
২১:২৮ |
তোপসে |
তপেশ রঞ্জন মিত্র। |
166 |
২১:৩০ |
মুনসী |
ঠিক আছে, তোমরা এখন এসো। বসুন। ও সুখময়, তুমি আমার লেখাটা এনে প্রদোষ-বাবুকে দাও। |
167 |
২১:৪৩ |
ফেলুদা |
আচ্ছা, এঁরা ছাড়া আপনার এ বাড়িতে আর কে কে আছেন? |
168 |
২১:৪৬ |
মুনসী |
আমার ছেলেকে তো আপনি দেখেছেন। আর আছেন আমার স্ত্রী। এ ছাড়া ধরুন চাকর, মালি, driver, দরোয়ান। |
169 |
২১:৫৮ |
ফেলুদা |
আচ্ছা, আপনার লেখাটা সম্বন্ধে কাগজে যেটা বেরিয়েছিল, সেটা কি আপনিই দিয়েছিলেন? |
170 |
২২:০৩ |
মুনসী |
না, ওটা প্রকাশকদের তরফ থেকেই বার করা হয়েছিল। |
171 |
২২:০৬ |
ফেলুদা |
I see. |
172 |
২২:১০ |
মুনসী |
Thanks. আসুন। |
173 |
২২:১১ |
ফেলুদা |
ধন্যবাদ। |
174 |
২২:১৪ |
মুনসী |
শিকারের অধ্যায়টা সুখময় type করে ফেলেছে। তবে আসল মনোবিজ্ঞানের যে অধ্যায়, মানে যেটাকে নিয়ে সংশয়, সেটা ও type শুরু করবে আপনি green signal দেওয়ার পর। |
175 |
২২:২৮ |
ফেলুদা |
বেশ। কিন্তু যার সাহায্যে আপনি এই লেখাটা লিখলেন, মানে সেই original diary-গুলো, সেগুলো আছে তো? |
176 |
২২:৩৮ |
মুনসী |
Well মিঃ মিত্র, গত বছর পর্যন্ত আমার chamber-টা ছিল অন্য জায়গায়, ওই Ballygunge Circular Road. গত December-এ, ওখানে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়। ওই short circuit না কি। তো সেই অগ্নিকাণ্ডে আমার chamber-টা পুরো পুড়ে যায়। Unfortunately, আমার সমস্ত diary তখন ওই chamber-এ ছিল। |
177 |
২৩:১২ |
গাঙ্গুলি |
ইস, তারপর? |
178 |
২৩:১৬ |
মুনসী |
ভাগ্যি ভালো যে ততদিনে আমার শতকরা পঁচাত্তর ভাগ লেখা শেষ হয়ে দিয়েছিল, বাকি পঁচিশ ভাগ আমার এই স্মৃতিশক্তির ওপর নির্ভর করে আর এখানে বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে কিছু notes ছিল, কিছু audio cassettes ছিল, আর আমার... আমারই লেখা ছাপানো কিছু প্রবন্ধ ছিল, তার ওপর base করেই আর কি। |
179 |
২৩:৪০ |
ফেলুদা |
হুঁ। তার মানে যতদিন না type শেষ হচ্ছে ততদিন আর এই লেখার কোনও copy নেই। |
180 |
২৩:৪৮ |
মুনসী |
না, কাজেই... |
181 |
২৩:৫২ |
ফেলুদা |
আপনি চিন্তা করবেন না। আপনার এ লেখার মূল্য আমি খুব ভালো ভাবেই বুঝেছি। |
182 |
|
183 |
২৪:০৩ |
গাঙ্গুলি |
ও মশাই, একটা request আছে। করি? |
184 |
২৪:১০ |
ফেলুদা |
কী? |
185 |
২৪:১২ |
গাঙ্গুলি |
আপনার পড়া হয়ে গেলে পর, পাণ্ডুলিপিটা আমি একবার নেব। For two days only. এটা refuse করবেন না, please. |
186 |
২৪:২২ |
ফেলুদা |
আপনার না পড়লেই নয়? |
187 |
২৪:২৪ |
গাঙ্গুলি |
না পড়লেই নয়। বিশেষ করে শিকার কাহিনী পড়তে আমার দুর্দান্ত লাগে। |
188 |
২৪:৩১ |
ফেলুদা |
বেশ, দেব। তবে দু দিনের জন্যে নয়। যে দিন সকালে দেব তারপর দিন সকাল বেলা ফেরত দিতে হবে। তার মধ্যে আশা করি আপনার শিকার কাহিনীটা পড়া হয়ে যাবে, কারণ উনিশশো পঁয়ষট্টির পর তো আর ভদ্রলোক শিকার করেননি। |
189 |
২৪:৪৭ |
গাঙ্গুলি |
তাই সই। |
190 |
|
191 |
২৫:৪৬ |
গাঙ্গুলি |
শুনি, কী সিদ্ধান্তে এলেন? এ লেখা ছাপার যোগ্য? |
192 |
২৫:৪৯ |
ফেলুদা |
নির্ভয়ে। তবে তাতে তো আর হুমকি বন্ধ করা যায় না? এই তিন জনের একজনও যদি এটা ধরে নেয় যে নামের আদ্যক্ষর থেকে লোকে জেনে ফেলবে কার ব্যাপারে বলা হচ্ছে তাহলে এই বই ছাপা বন্ধ করার জন্য সে কি যে না করতে পারে তার কোনও ঠিক নেই। |
193 |
২৬:০৫ |
গাঙ্গুলি |
Even murder? |
194 |
২৬:০৭ |
ফেলুদা |
Even murder. এর কথাই ধরা যাক। অরুণ সেনগুপ্ত। পূর্ববঙ্গের এক জমিদার বংশের ছেলে। যুবা বয়সে সে ছিল এক ব্যাঙ্কের মধ্যপদস্থ কর্মচারী। কিন্তু তার রক্তের মধ্যে ছিল চূড়ান্ত শৌখিনতা। ফলে প্রতি মাসেই আয়ের চেয়ে ব্যয় বেশি। শেষে কাবুলিওয়ালার শরণাপন্ন হওয়া। |
195 |
২৬:৩১ |
গাঙ্গুলি |
তারপর? |
196 |
২৬:৩৪ |
ফেলুদা |
এমন একটা সময় আসে যখন তার এই দেনার অঙ্কটা এমন ফুলেফেঁপে ওঠে যে মরিয়া হয়ে থাকে ব্যাঙ্কের তহবিল থেকে চল্লিশ হাজার টাকা চুরি করতে হয়। এবং সেটা সেই এমন কৌশলে করে যে দোষটা গিয়ে পড়ে এক নির্দোষ কর্মচারীর ওপর। |
197 |
২৬:৫২ |
তোপসে |
ফলে সে বেচারাকে jail কাটতে হয়। |
198 |
২৬:৫৫ |
গাঙ্গুলি |
বুঝেছি, তার পরেই অনুশোচনা, তারপর মাথার ব্যামো, then মনোবিজ্ঞান। |
199 |
২৭:০৩ |
ফেলুদা |
মুনসীর চিকিৎসায় কাজ দেয়। তারপর সেনগুপ্ত নিশ্চয়ই তার জীবনের ধারা পাল্টে ফেলে। এবং তিরিশ বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে উঠে আজকের অবস্থায় এসে পৌঁছেছেন। বুঝতেই পারছেন, এই অবস্থা থেকে যদি পিছলে পড়ার কোনও আশঙ্কা দেখা দেয়... |
200 |
২৭:২৪ |
গাঙ্গুলি |
তাহলে আর তিনি মাথা ঠিক রাখেন কি করে। সামঝা1, আর অন্য দুজন? |
201 |
২৭:৩১ |
ফেলুদা |
এই R ব্যক্তি সম্বন্ধে চিন্তার কোনও কারণ নেই সে তো সেদিন ডাঃ মুনসী মুখ থেকেই শুনলেন। |
202 |
২৭:৩৭ |
গাঙ্গুলি |
কিন্তু তার আসল পরিচয় তো বললেন না? |
203 |
২৭:৩৯ |
তোপসে |
বলেননি এবং লেখেনওনি। |
204 |
২৭:৪১ |
ফেলুদা |
শুধু ইনি এক কালে একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, তারপর এ দিকে ও দিকে মোটা ঘুষ দিয়ে আইনের হাত থেকে রেহাই পান। ইনিও ডাঃ মুনসীর শরণাপন্ন হয়ে নিজেকে বিবেক যন্ত্রণা থেকে বাঁচান। তবে interesting হল G-র ঘটনা। |
205 |
২৭:৫৭ |
গাঙ্গুলি |
কী রকম? |
206 |
২৭:৫৮ |
ফেলুদা |
উনিশশো ষাটে এক Swedish পরিচালক কলকাতায় আসেন। ভারতবর্ষের background-এ একটা ছবি করবেন বলে। এনার গল্পের জন্যে একটি leopard-এর প্রয়োজন ছিল। ইনি Higgins-এর খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান। Higgins-এর একটা leopard ছিল বটে, কিন্তু সেটা ভাড়ার জন্য নয়, সেটা তার পোষা। প্রচুর টাকা দিয়ে এই পরিচালক ভদ্রলোক Higgins-এর কাছ থেকে এক মাসের জন্যে leopard-টি নেন। কথা ছিল এক মাস পর অক্ষত অবস্থায় সেটাকে ফেরত দেবেন। |
207 |
২৮:২৫ |
তোপসে |
আসলে পরিচালক মিথ্যা কথা বলেছিলেন। গল্পে ছিল যে গ্রামবাসীরা সবাই মিলে leopard-টাকে পিটিয়ে মেরে ফেলছে। |
208 |
২৮:৩৩ |
গাঙ্গুলি |
এই রে! |
209 |
২৮:৩৫ |
তোপসে |
এক মাস বাদে পরিচালক এসে Higgins-কে আসল কথাটা বলেন। Higgins তখন প্রচণ্ড রেগে কাণ্ডজ্ঞান হারিয়ে পরিচালকের টুঁটি টিপে তাকে মেরে ফেলেন। |
210 |
২৮:৪৬ |
ফেলুদা |
পরমুহূর্তেই রাগ চলে গিয়ে তার জায়গায় আসে আতঙ্ক। কিন্তু সেই অবস্থাতেও পুলিশের চোখে ধুলো দেবার একটা ফন্দি বার করে Higgins. প্রথমে সে একটা ছুরি দিয়ে মৃত পরিচালকের সর্বাঙ্গ ক্ষতচিহ্ন ভরিয়ে দেয়। তারপর তার collection-এর একটা বনবেড়ালকে খাঁচার দরজা খুলে বার করে তাকে গুলি করে মারে। |
211 |
২৯:০৯ |
গাঙ্গুলি |
আরেব্বাস! তাহলে ব্যাপারটা কী দাঁড়াল?, খাঁচা ছাড়া বনবেড়াল পরিচালককে হত্যা করল, আর বনবেড়ালকে হত্যা করল, Higgins. |
212 |
২৯:২০ |
ফেলুদা |
Exactly. ফিকিরটা কাজে দেয়। Higgins আইনের হাত থেকে বেঁচে যায়। তারপর এক মাস ধরে ক্রমাগত স্বপ্নে নিজেকে ফাঁসিকাঠে ঝুলতে দেখে অগত্যা ডাঃ মুনসীর chamber-এ গিয়ে হাজির হয়। |
213 |
২৯:৩৪ |
গাঙ্গুলি |
উফ! এ তো একেবারে আমার গপ্পো শুনছি বলে মনে হচ্ছে। বলো ভাই? |
214 |
২৯:৩৯ |
তোপসে |
তা তো বটেই। point-গুলো কিন্তু ভালো করে... |
215 |
২৯:৪২ |
গাঙ্গুলি |
এখন আমাদের কী কর্তব্য? |
216 |
২৯:৪৬ |
ফেলুদা |
কর্তব্য দুটো। এক হচ্ছে, A এবং G-কে ফোন করা। আর দুই হল, এইটে আপনাকে দেওয়া। |
217 |
২৯:৫৯ |
গাঙ্গুলি |
Thank you sir! |
218 |
৩০:০০ |
ফেলুদা |
কাল সকালের মধ্যে ফেরত চাই কিন্তু। |
219 |
৩০:০২ |
গাঙ্গুলি |
Without fail. |
220 |
৩০:০৪ |
তোপসে |
Hello. একটু ধরুন please. |
221 |
৩০:১০ |
ফেলুদা |
Hello. আমি মিঃ অরুণ সেনগুপ্তর সঙ্গে কথা বলতে পারি? |
222 |
৩০:১৩ |
অরুণ |
বলছি। |
223 |
৩০:১৫ |
ফেলুদা |
নমস্কার, আমার নাম প্রদোষ মিত্র। |
224 |
৩০:১৭ |
অরুণ |
Detective প্রদোষ মিত্র? |
225 |
৩০:১৯ |
ফেলুদা |
আজ্ঞে, হ্যাঁ। ইয়ে, আমায় আজ মিনিট পাঁচেক সময় দিতে পারেন? তাই বুঝি। কটায় গেলে আপনায় সুবিধে? ঠিক আছে, তাই কথা রইল। Thanks. ভাবতে পারিস? ভদ্রলোক আর পাঁচ মিনিটের মধ্যে আমায় ফোন করতেন। |
226 |
৩০:৩৭ |
গাঙ্গুলি |
কেন কেন কেন? |
227 |
৩০:৩৮ |
ফেলুদা |
ফোনে বললেন না। সামনাসামনি বলবেন। |
228 |
৩০:৪২ |
তোপসে |
Appointment-টা কটায়? |
229 |
৩০:৪৪ |
ফেলুদা |
আর আধ ঘণ্টা বাদে। Engaged হৈ জি1. Hello.1" হৈ জি" is Hindi for "is sir". |
230 |
৩১:০২ |
মুনসী |
মিঃ মিত্র। |
231 |
৩১:০৪ |
ফেলুদা |
বলুন ডাঃ মুনসী। |
232 |
৩১:০৫ |
মুনসী |
A এবার একটা হুমকির চিঠি দিয়েছে। |
233 |
৩১:০৮ |
ফেলুদা |
আশ্চর্য! এই মাত্র ওনার সঙ্গে আমার কথা হল। উনি আধ ঘণ্টা বাদেই আমাদের সময় দিয়েছেন। |
234 |
৩১:১৩ |
মুনসী |
তাই বুঝি। |
235 |
৩১:১৫ |
ফেলুদা |
চিঠিটা কখন এল? |
236 |
৩১:১৭ |
মুনসী |
ভোর বেলা কেউ আমার letterbox-এ ফেলে দিয়ে গেছে। |
237 |
৩১:২০ |
ফেলুদা |
কী লিখেছেন? |
238 |
৩১:২২ |
মুনসী |
একটু ধরুন, হ্যাঁ? সাত দিন সময়। তার মধ্যে কলকাতার প্রত্যেক বাংলা ও ইংরেজি কাগজে বিজ্ঞপ্তি দেখতে চাই যে অনিবার্য কারণে diary ছাপা সম্ভব হচ্ছে না। সাত দিন। তারপর, আর হুমকি নয়, কাজ। এবং কাজটা আপনার পক্ষে প্রীতিকর হবে না, বলাই বাহুল্য। |
239 |
|
240 |
৩১:৫৪ |
অরুণ |
নমস্কার। |
241 |
৩১:৫৫ |
ফেলুদা |
নমস্কার। |
242 |
৩১:৫৬ |
অরুণ |
বসুন। আপনারা drink করেন? |
243 |
৩২:০২ |
ফেলুদা |
আজ্ঞে, না। |
244 |
৩২:০৪ |
অরুণ |
আমি এটা খেলে আশা করি mind করবেন না। |
245 |
৩২:০৬ |
ফেলুদা |
মোটেই না। |
246 |
৩২:০৭ |
অরুণ |
তিনটে চা। |
247 |
৩২:১১ |
ফেলুদা |
আপনি আমাকে কেন ফোন করতে যাচ্ছিলেন, সেটা আপনার আগে বলতে কোনও আপত্তি আছে। তারপর আমি আমার দিকটা বলব। |
248 |
৩২:১৭ |
অরুণ |
বেশ তো। আপনি G. P. চাওলার নাম শুনেছেন? |
249 |
৩২:২৩ |
ফেলুদা |
ব্যবসাদার গুরুপ্রসাদ চাওলা? যার নামে চাওলা mansions? হ্যাঁ, ওর এক নাতি তো... |
250 |
৩২:৩১ |
অরুণ |
Missing. সম্ভবত kidnapped. |
251 |
৩২:৩৫ |
ফেলুদা |
হ্যাঁ আমি কাগজে দেখছিলাম বটে। |
252 |
৩২:৩৯ |
অরুণ |
গুরুপ্রসাদ আমার অনেক দিনের বন্ধু। পুলিশ তদন্ত করছে বটে। ওকে আমি আপনার নামটা suggest করেছি। মানে ভুলু স্নেহানবিশের কাছে আপনার খুব সুখ্যাতি শুনেছি। |
253 |
৩২:৫২ |
ফেলুদা |
হ্যাঁ, ওকে আমি একটা কাজে help করি। |
254 |
৩২:৫৪ |
অরুণ |
আচ্ছা, তাহলে চাওলাকে কী বলব? |
255 |
৩২:৫৭ |
ফেলুদা |
মিঃ সেনগুপ্ত, দুঃখের বিষয় আমি already একটা case হাতে নিয়ে ফেলেছি। |
256 |
৩৩:০২ |
অরুণ |
I see. |
257 |
৩৩:০৪ |
ফেলুদা |
আর সেই ব্যাপারেই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। |
258 |
৩৩:০৭ |
অরুণ |
Uh, কী ব্যাপার শুনি। |
259 |
৩৩:১১ |
ফেলুদা |
আমি ডাঃ মুনসীর কাছ থেকে আসছি। |
260 |
৩৩:১৪ |
অরুণ |
What?! মুনসী আপনাকে আমার পরিচয় দিয়ে দিয়েছেন? তাহলে তো কদিনেই রাজ্যশুদ্ধ লোক জেনে যাবে যে মুনসীর diary-র এই A ব্যক্তিটি আসল কে। |
261 |
৩৩:২৭ |
ফেলুদা |
মিঃ সেনগুপ্ত আমি অত্যন্ত সাবধানী লোক। গোপন ব্যাপার কি করে গোপন রাখতে হয় তা আমি ভালো করে জানি। আপনি আমার ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আর আপনি যদি ডাঃ মুনসীকে এরকম ঘনঘন হুমকি দেন... |
262 |
৩৩:৩৮ |
অরুণ |
দেব না কেন? আপনি লেখাটা পড়েছেন? |
263 |
৩৩:৪১ |
ফেলুদা |
আপনি পড়েছেন? |
264 |
৩৩:৪২ |
অরুণ |
কি করে পড়ব, he refused! |
265 |
৩৩:৪৪ |
ফেলুদা |
আমি কিন্তু পড়েছি মিঃ সেনগুপ্ত। A-র ঘটনাটা তিরিশ বছরের পুরনো। এর মধ্যে অন্তত কয়েকশো ব্যাঙ্কের তহবিল তছরুপ হয়েছে। যারা এই কাজ করেছে, তাদের মধ্যে হয়তো অনেকেরই নামের প্রথম অক্ষর A. সুতরাং আপনার ভয় সম্পূর্ণ অমূলক। |
266 |
৩৪:০০ |
অরুণ |
মুনসী কি ব্যাঙ্কের নাম করেছিল? |
267 |
৩৪:০৩ |
ফেলুদা |
তা করেননি। |
268 |
৩৪:০৬ |
অরুণ |
আমার ব্যাঙ্কে দুজন উচ্চপদস্থ কর্মচারী ছিল যারা চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করে। কারণ ঠেকায় পরে আমি তাদের কাছে এক সময় টাকা ধার চেয়েছিলাম। অবশ্য, দুজনেই refuse করে। |
269 |
৩৪:২০ |
ফেলুদা |
মিঃ সেনগুপ্ত আমি আবার বলছি, আপনার ভয়ের কোনও কারণ নেই। আর এই ধরনের হুমকি দিয়ে আপনার লাভটা কী হচ্ছে? ডাঃ মুনসী...ডাঃ মুনসী আইনের দিক থেকে সম্পূর্ণ নিরাপদ, অর্থাৎ আপনি কোনও legal step নিতে পারছেন না। তাহলে কি আপনি আইনের বাইরে কোনও রাস্তা ভাবছেন? |
270 |
৩৪:৫২ |
অরুণ |
আমার বিপদের আশঙ্কা দেখলে আমি আইন-টাইন মানব না মিঃ মিত্র। আমার অতীতের ইতিহাস থেকে আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে আমি বেপরোয়া কাজ করতে দ্বিধা করি না! |
271 |
৩৫:০৩ |
ফেলুদা |
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মিঃ সেনগুপ্ত। তখনকার আপনি আর এখনকার আপনি কি এক? আজ আপনি সমাজে সম্মানিত ব্যক্তি। এই অবস্থায় আপনি এটা ঝুঁকি নেবেন? |
272 |
৩৫:২২ |
অরুণ |
Damn it! Let him go ahead! |
273 |
৩৫:২৬ |
ফেলুদা |
আপনি তাহলে হুমকির ব্যাপারটায় ইতি দিচ্ছেন। |
274 |
৩৫:২৮ |
অরুণ |
Yes, দিচ্ছি। কিন্তু বিন্দুমাত্র বিপদের আশঙ্কা দেখলে কিন্তু... |
275 |
৩৫:৩৩ |
ফেলুদা |
আর বলতে হবে না, বুঝেছি। |
276 |
|
277 |
৩৫:৪৪ |
Higgins |
So how's old মুনসী? Is he still running that practice of his? |
278 |
৩৫:৪৯ |
ফেলুদা |
Yes sir. |
279 |
৩৫:৫৪ |
Higgins |
You know when I was in trouble, আমাকে অনেক help করেছে। He helped me a lot. |
280 |
৩৬:০২ |
ফেলুদা |
Then why did you threaten him? |
281 |
৩৬:০৬ |
Higgins |
Perhaps I had drunk a little too much that day. But you tell me something. Is it wrong to feel anxious? তুমি জানো, আমার বাবা কী কাজ করত? |
282 |
৩৬:২৫ |
ফেলুদা |
কী? |
283 |
৩৬:২৭ |
Higgins |
He was a station master, working for the bloody railways, an ordinary station master. And look at me today. I have a very good life. I made it, through a lot of hard work, অনেক খেটে, a lot of determination, sweat. I had a complete monopoly in this business. A lot of people know me. And they could very easily figure out what the letter G stands for, and recognize me. তখন কী হবে? |
284 |
৩৭:০৯ |
ফেলুদা |
দেখুন আইনত আপনি কিছুই করতে পারেন না। আর আইন ভেঙে যদি আপনি কিছু করেন, in the hope of saving your reputation, then things might get worse. Is that what you really want Mr. Higgins? Do you think doing something unlawful will enhance your prestige? |
285 |
৩৭:৩২ |
Higgins |
I don't regret killing that Swedish swine one bit. আবার chance পেলে I would do it again, and again, for what he did to my poor বাহাদুর, my leopard. He was only four years old. How I loved him. I brought him up since he was this big. নিজের হাত দিয়ে খেতে দিতাম ওকে। And that bastard had him killed, for nothing, for nothing. Very well, tell মুনসী he can publish his diary. I don't give a damn if I'm recognized. Let him do it. I don't care anymore. Isn't that what you want? |
286 |
|
287 |
৩৮:৪০ |
গাঙ্গুলি |
Good morning! |
288 |
৩৮:৪১ |
ফেলুদা |
Morning. চলুন। আগে ডাঃ মুনসীর সঙ্গে কাজটা সেরে আসি। |
289 |
৩৮:৪৪ |
গাঙ্গুলি |
Okay. Get in. |
290 |
৩৮:৪৮ |
ফেলুদা |
Swinhoe Street. লেখাটা এনেছেন তো? |
291 |
৩৮:৫৭ |
গাঙ্গুলি |
Oh yes! Returned with ধন্যবাদ। |
292 |
৩৯:০১ |
ফেলুদা |
কী রকম লাগল? |
293 |
৩৯:০৩ |
গাঙ্গুলি |
Fascinating. তাই না? |
294 |
৩৯:০৬ |
তোপসে |
তাতে বটেই। |
295 |
|
296 |
৩৯:০৯ |
মুনসী |
নাও। বাকিটা type করে ফেলো। প্রদোষ-বাবু okay করে দিয়েছেন। কি তাই তো? |
297 |
৩৯:১৫ |
ফেলুদা |
নিশ্চয়ই। |
298 |
৩৯:১৭ |
মুনসী |
তাহলে আপনার কর্তব্য শেষ, এখন ছুটি? |
299 |
৩৯:২১ |
ফেলুদা |
আপনি ঠিক বলছেন, এই R সম্বন্ধে আর কিছু করার নেই তো? |
300 |
৩৯:২৬ |
মুনসী |
No, nothing. আপনি bill-টা পাঠিয়ে দেবেন। আমি immediately payment-এর ব্যবস্থা করে দেব। |
301 |
৩৯:৩২ |
ফেলুদা |
Thank you sir. |
302 |
৩৯:৩৪ |
মুনসী |
Ah, thank you. |
303 |
|
304 |
৩৯:৪১ |
গাঙ্গুলি |
আচ্ছা, এটাকে কি মামলা বলা চলে? |
305 |
৩৯:৪৫ |
তোপসে |
mini মামলা বলতে পারেন। |
306 |
৩৯:৪৭ |
ফেলুদা |
অথবা মামলাণু1। |
307 |
৩৯:৫২ |
তোপসে |
আশ্চর্য, এত গোলমেলে কাজ করার পঁচিশ-তিরিশ বছর পরে ওঁরা শুধু বেঁচে নেই, দিব্যি চালিয়ে যাচ্ছেন। |
308 |
৪০:০০ |
গাঙ্গুলি |
যা বলেছ। জানেন, কাল বাড়িতে বসে ভাবছিলুম যে তিরিশ বছর আগে যাদের চিনতুম তাদের সঙ্গে আদৌ যোগাযোগ আছে কিনা বা এখন তারা কে কি করছে সেটা জানি কিনা। |
309 |
৪০:১৩ |
তোপসে |
ভেবে কী বেরোল? |
310 |
৪০:১৫ |
গাঙ্গুলি |
বিশ্বাস করবে? One solitary name, Aporesh Chatterjee. যার সঙ্গে bioscope দেখেছি। Football খেলা দেখেছি। Sangu Valley-তে বসে চা খেয়েছি। |
311 |
৪০:২৭ |
তোপসে |
তিনি এখন কী করেন সেটা জানেন? |
312 |
৪০:৩০ |
গাঙ্গুলি |
উঁহুঁ, out of touch completely. কিন্তু কীভাবে যে ছাড়াছাড়িটা হল সেটা অনেক ভেবেও আমি মনে করতে পারলুম না। কী হল মশাই? আপনকে একটু down বলে মনে হচ্ছে। চটজলদি বেকারত্ব ভালো লাগছে না বুঝি। |
313 |
৪১:০০ |
ফেলুদা |
না, তা নয়। |
314 |
৪১:০১ |
গাঙ্গুলি |
তবে? |
315 |
৪১:০৪ |
ফেলুদা |
আসলে একটা কৌতূহল নিবৃত্তি না হওয়া পর্যন্ত, কী রকম অস্বস্তি লাগছে। |
316 |
৪১:১০ |
তোপসে |
R-এর কথা ভাবছ? |
317 |
৪১:১৫ |
ফেলুদা |
তাঁর আসল পরিচয়। একটা হুমকি-টুমকি দিলে একটু মন্দ হত না। |
318 |
৪১:২১ |
গাঙ্গুলি |
Rotten, rubbish, ridiculous! R জাহান্নমে যাক! আরে আপনার যা প্রাপ্য তা তো আপনি পাচ্ছেনই। |
319 |
৪১:৩১ |
ফেলুদা |
তা পাচ্ছি। |
320 |
|
321 |
৪২:৪৬ |
ফেলুদা |
Hello. বলুন শঙ্কর-বাবু। বলেন কী? আমরা এখুনি আসছি। ডাঃ মুনসী খুন হয়েছেন। আর সেই সঙ্গে পাণ্ডুলিপি উধাও। জটায়ুকে বলে দে ওখানে চলে আসতে। |
322 |
৪৩:১৩ |
ফেলুদা |
ভেবেছিলাম শেষ বুঝলি, আসলে এই সবে শুরু। |
323 |
৪৩:৩৬ |
ফেলুদা |
Inspector সোম? |
324 |
৪৩:৩৮ |
সোম |
Good morning. আসুন। সবার ঘরে, দোতলায়। |
325 |
৪৩:৪২ |
ফেলুদা |
ব্যাপারটা কখন হল? |
326 |
৪৩:৪৩ |
সোম |
(unintelligible name) বলছে রাত তিনটে থেকে চারটের মধ্যে হয়েছে। মাথা পেছন দিকে ভারী কিছু দিয়ে মেরেছে. |
327 |
৪৩:৫০ |
ফেলুদা |
কে প্রথম দেখল? |
328 |
৪৩:৫২ |
সোম |
ভোর ছটা নাগাদ চা দিতে গিয়ে bearer-টা discover করে। |
329 |
৪৩:৫৫ |
ফেলুদা |
Bearer? মিসেস মুনসী নন? |
330 |
৪৩:৫৬ |
সোম |
না, আসলে উনি বোধহয় ঘুমের ওষুধ খান, তাই... |
331 |
৪৩:৫৯ |
ফেলুদা |
I see. আর পুলিশে কে খবর দেয়? |
332 |
৪৪:০১ |
সোম |
ডাঃ মুনসীর secretary. ওঁর ছেলে তখন বাড়ি ছিলেন না। |
333 |
|
334 |
৪৪:২৮ |
ফেলুদা |
murder weapon-টা পাওয়া গেছে? |
335 |
৪৪:৩০ |
সোম |
উঁহুঁ। |
336 |
৪৪:৩২ |
ফেলুদা |
তাঁর পাণ্ডুলিপিটা? |
337 |
৪৪:৩৩ |
সোম |
না, পেলেই আপনাকে জানাব। |
338 |
৪৪:৩৭ |
ফেলুদা |
হুঁ, আপনার জেরা complete? |
339 |
৪৪:৪১ |
সোম |
মোটামুটি। তবে আপনি আপনার মত করুন না। আর তাছাড়া চারটেই তো প্রাণী। ভদ্রলোকের ছেলে, secretary, শ্যালক আর patient. অবিশ্যি, মিসেস মুনসীও আছেন। |
340 |
৪৪:৫৪ |
ফেলুদা |
তিনি কোথায়? |
341 |
৪৪:৫৫ |
সোম |
ওনাকে একটা guest room-এ shift করিয়েছি। |
342 |
৪৪:৫৭ |
ফেলুদা |
আর শঙ্কর-বাবু? |
343 |
৪৪:৫৮ |
সোম |
বসার ঘরেই তো ছিলেন। আসুন, আসুন। আপনি তাহলে কাজ শুরু করে দিন। প্রয়োজন পড়লে আমি ওপরে আছি। |
344 |
৪৫:০৯ |
ফেলুদা |
ধন্যবাদ। |
345 |
৪৫:১৯ |
শঙ্কর |
অনেক কিছুই আশঙ্কা করেছিলাম। কিন্তু এটা করিনি। |
346 |
৪৫:২৭ |
ফেলুদা |
কয়েকটা প্রশ্ন ছিল। |
347 |
৪৫:৩১ |
শঙ্কর |
বলুন। |
348 |
৪৫:৩৬ |
ফেলুদা |
আপনার ঘর কি দোতলায়? |
349 |
৪৫:৪০ |
শঙ্কর |
হ্যাঁ, উত্তর প্রান্তে। বাবারটা দক্ষিণ প্রান্তে। |
350 |
৪৫:৪৭ |
ফেলুদা |
আপনি কি আজ ভোরে বেরিয়েছিলেন? কোথায়? |
351 |
৪৫:৫৪ |
শঙ্কর |
আমাদের ডাক্তারের ফোনটা খারাপ। উনি রোজ ভোরে লেকের ধারে হাঁটেন। তাঁকে ধরতে গিয়েছিলাম। |
352 |
৪৬:০৩ |
ফেলুদা |
কেন? |
353 |
৪৬:০৬ |
শঙ্কর |
আসলে কদিন থেকে মাথাটা একটু ভারভার লাগছে। মনে হচ্ছে pressure-টা বেড়েছে। |
354 |
৪৬:১৪ |
ফেলুদা |
তো সেটা কি আপনার বাবা দেখে দিতে পারতেন না। |
355 |
৪৬:১৯ |
শঙ্কর |
এটা আমার বাবার আর একটা peculiarity-এর উদাহরণ। উনি বলেই দিয়েছিলেন যে এই বাড়ির সাধারণ ব্যারামের চিকিৎসা উনি করবেন না। |
356 |
৪৬:২৯ |
ফেলুদা |
সেটা কে করেন? |
357 |
৪৬:৩১ |
শঙ্কর |
ডাঃ প্রণব কর. |
358 |
৪৬:৩৩ |
ফেলুদা |
I see. আপনাকে একটা কথা বলি শঙ্কর-বাবু। আপনি যে বলেছিলেন ডাঃ মুনসী আপনার সম্বন্ধে উদাসীন। লেখাটা পড়ে কিন্তু সেরকম মনে হয় না। তাঁর লেখাতে বারবারই আপনার উল্লেখ আছে। |
359 |
৪৬:৫২ |
শঙ্কর |
Very strange. |
360 |
৪৬:৫৭ |
ফেলুদা |
লেখাটা পড়ার আপনার ইচ্ছে হত না? |
361 |
৪৭:০০ |
শঙ্কর |
অত বড় হাতে-লেখা manuscript পড়ার ধৈর্য আমার নেই। |
362 |
৪৭:০৫ |
ফেলুদা |
এটা অবশ্যই আশা করা যায় যে আপনার সম্বন্ধে যেটা সত্যি সেটাই উনি লিখেছেন। |
363 |
৪৭:১০ |
শঙ্কর |
বাবার দৃষ্টিতে যেটা সত্যি বলে মনে হয়েছে তিনি সেটাই লিখেছেন। সে দৃষ্টির সঙ্গে আর পাঁচজনের দৃষ্টি নাও মিলতে পরে। আমার বলার ইচ্ছে এই যে বাবা আমাকে চিনলেন কী করে? উনি তো সর্বক্ষণ রুগি নিয়েই পড়ে থাকতেন। |
364 |
৪৭:২৯ |
ফেলুদা |
আপনার বাবার মাসিক আয় কত ছিল সে ব্যাপারে আপনার কোনও ধারণা আছে? |
365 |
৪৭:৩৩ |
শঙ্কর |
সঠিক নেই। তবে যেভাবে খরচ করতেন তাতে পঞ্চাশ-ষাট হাজার হওয়াটা কিছুই আশ্চর্য নয়। |
366 |
৪৭:৪৪ |
ফেলুদা |
উনি যে একটা will করেছিলেন সেটা কি আপনি জানেন? |
367 |
৪৭:৪৭ |
শঙ্কর |
না। |
368 |
৪৭:৪৯ |
ফেলুদা |
গত বছর, পয়লা December. ওনার সঞ্চয়ের একটা অংশ খরচ হবে মনোবিজ্ঞানের উন্নতিকল্পে। |
369 |
৪৭:৫৯ |
শঙ্কর |
I see. |
370 |
৪৮:০০ |
ফেলুদা |
আর আপনার সম্বন্ধে উদাসীন থাকা সত্ত্বেও আপনি কিন্তু বাদ পড়েননি। এই খুনের ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? |
371 |
৪৮:১৬ |
শঙ্কর |
এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। |
372 |
৪৮:১৯ |
ফেলুদা |
আর পাণ্ডুলিপিটা যেটা লোপাট হল। |
373 |
৪৮:২৩ |
শঙ্কর |
সেটা ওই তিনজনের মধ্যে কেউ একজন লোক লাগিয়ে করতে পারেন। |
374 |
৪৮:৩১ |
ফেলুদা |
আপনাদের সদর দরজাটা রাত্রি বন্ধ থাকে নিশ্চয়ই। |
375 |
৪৮:৩৪ |
শঙ্কর |
হ্যাঁ। তবে বাড়ির দক্ষিণ-পশ্চিম প্রান্তে জমাদারদের ওঠার জন্য একটা সিঁড়ি আছে। |
376 |
৪৮:৪১ |
ফেলুদা |
ঠিক আছে। আপনি একটু সুখময়-বাবুকে পাঠিয়ে দিতে পারবেন? |
377 |
৪৮:৪৬ |
শঙ্কর |
নিশ্চয়ই। |
378 |
৪৮:৪৭ |
ফেলুদা |
Thanks. |
379 |
|
380 |
৪৮:৫৭ |
গাঙ্গুলি |
Inspector সোম সব বললেন। Horrendous ব্যাপার মশাই। ভাবতে পারেন? এত বড় শিকারির শেষে এইভাবে মৃত্যু! |
381 |
৪৯:০৯ |
ফেলুদা |
যা বলেছেন। |
382 |
৪৯:১৬ |
গাঙ্গুলি |
আচ্ছা, আপনার কী মনে হচ্ছে বলুন তো। |
383 |
৪৯:১৯ |
ফেলুদা |
কী? |
384 |
৪৯:২০ |
গাঙ্গুলি |
লেখা লোপাট আর খুনটা কি separate issue না পরস্পরের সঙ্গে জড়িত? |
385 |
৪৯:২৮ |
ফেলুদা |
আগে গাছে কাঁঠাল দেখি, তার পরে তো গোঁফে তেল দেব। |
386 |
৪৯:৩৪ |
গাঙ্গুলি |
বোঝো। |
387 |
|
388 |
৪৯:৩৮ |
ফেলুদা |
আসুন। বসুন। আমি প্রথমেই জানতে চাই, পাণ্ডুলিপিটা যে চুরি হল, সেটা কি বাইরেই পড়ে থাকত? |
389 |
৪৯:৫৬ |
সুখময় |
না, দেরাজে, দেরাজের চাবি থাকতে না। |
390 |
৫০:০০ |
ফেলুদা |
কেন? |
391 |
৫০:০৩ |
সুখময় |
তার কারণ আমি বা ডাঃ মুনসী কখনও ভাবিনি যে ওটা চুরি হতে পারে। |
392 |
৫০:১২ |
ফেলুদা |
ওটা যে ওখানে নেই, সেটা কখন কীভাবে জানলেন? |
393 |
৫০:১৭ |
সুখময় |
আজ সকালে। Type করতে গিয়ে দেরাজ খুলে দেখি সেটা নেই। |
394 |
৫০:২৭ |
ফেলুদা |
আপনার typing তো বেশ অনেক দুর এগোনোর কথা। |
395 |
৫০:২৯ |
সুখময় |
হ্যাঁ, তা, অর্ধেকের বেশি। |
396 |
৫০:৩৫ |
ফেলুদা |
আপনি কীসে type করেন, typewriter? |
397 |
৫০:৩৮ |
সুখময় |
Computer. |
398 |
৫০:৩৯ |
ফেলুদা |
তার মানে তো সেই অর্ধেকটা memory-তে থাকা উচিত। |
399 |
৫০:৪৩ |
সুখময় |
আসলে, মানে, ওই, যে সেটা নিয়ে গেছে সে... |
400 |
৫০:৫১ |
ফেলুদা |
সে কী করেছে? |
401 |
|
402 |
৫১:০৫ |
ফেলুদা |
হুঁ, তার মানে তো আর কিছুই রইল না। কদ্দিন হল আপনি ডাঃ মুনসীর secretary কাজ করছেন? |
403 |
৫১:১৫ |
সুখময় |
দশ বছর। |
404 |
৫১:১৯ |
ফেলুদা |
আপনি এই কাজটা পেলেন কী করে? |
405 |
৫১:২৩ |
সুখময় |
উনি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। |
406 |
৫১:২৬ |
ফেলুদা |
কি ধরনের কাজ করতে হত আপনাকে? |
407 |
৫১:২৯ |
সুখময় |
ওনার appointment-গুলো দেখে দিতাম। আর ওনার চিঠি পাত্রগুলো type করতাম। |
408 |
৫১:৩৮ |
ফেলুদা |
হুঁ, ঠিক আছে, চলুন ও ঘরে যাই। |
409 |
|
410 |
৫১:৫৬ |
ফেলুদা |
আপনি বিবাহিত? |
411 |
৫১:৫৮ |
সুখময় |
আজ্ঞে না। |
412 |
৫২:০০ |
ফেলুদা |
আত্মীয়স্বজন আর কে কে আছেন? |
413 |
৫২:০২ |
সুখময় |
ভাইবোন নেই। বাবা মারা গেছেন। আছেন শুধু আমার মা আর এক বিধবা খুড়িমা। |
414 |
৫২:১০ |
ফেলুদা |
Um, এঁরা কি একসঙ্গেই থাকেন? |
415 |
৫২:১৪ |
সুখময় |
হ্যাঁ। |
416 |
৫২:১৬ |
ফেলুদা |
আপনি ওঁদের সঙ্গে থাকেন না? |
417 |
৫২:১৮ |
সুখময় |
আমি এই বাড়িতেই থাকি। প্রথম থেকে এখানেই আছি। ডাঃ মুনসী আমাকে একটা ঘর দেন এই একতলাতেই, থাকার জন্য। মাঝেমধ্যে বাড়িতে গিয়ে ওদের খবর নিয়ে আসি। |
418 |
৫২:৩১ |
ফেলুদা |
আপনার বাড়ি কোথায়? |
419 |
৫২:৩৩ |
সুখময় |
বেলতলা রোড। Lansdowne রোডের মোড়ে। |
420 |
৫২:৩৭ |
ফেলুদা |
আপনি খুন সম্বন্ধে কিছু আলোকপাত করতে পারেন কি? |
421 |
৫২:৪২ |
সুখময় |
একেবারেই না। পাণ্ডুলিপি চুরি যাওয়াটা তো তবু বোঝা যায় হুমকিগুলো থেকে, কিন্তু খুনটা, খুনটা আমার কাছে একেবারে অর্থহীন বলে মনে হচ্ছে। |
422 |
৫২:৫৭ |
ফেলুদা |
ডাঃ মুনসী boss হিসেবে কেমন ছিলেন? |
423 |
৫৩:০০ |
সুখময় |
খুব ভাল। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমার কাজে সন্তুষ্ট ছিলেন। ভাল মাইনেও দিতেন। |
424 |
৫৩:১২ |
ফেলুদা |
আপনি কি জানেন ডাঃ মুনসীর অবর্তমানে এই বইয়ের স্বত্বাধিকারী হতেন আপনি? |
425 |
৫৩:১৯ |
সুখময় |
জানি। উনি আমাকে বলেছিলেন। |
426 |
৫৩:২৪ |
ফেলুদা |
আর এই বইটা ছেপে বেরোলে এর কাটতি কেমন হত বলে আপনার মনে হয়। |
427 |
৫৩:২৮ |
সুখময় |
খুব ভাল, অন্তত প্রকাশকদের তো তাই ধারণা ছিল। |
428 |
৫৩:৩৩ |
ফেলুদা |
তার মানে মোটা royalty, তাই নয় কি? |
429 |
৫৩:৩৬ |
সুখময় |
আপনি কি ইঙ্গিত করছেন যে শুধুমাত্র royalty-র লোভে আমি ডাঃ মুনসীকে খুন করেছি? |
430 |
৫৩:৪৩ |
ফেলুদা |
এখানে যে একটা জোরালো motive-এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটি কি আপনি অস্বীকার করবেন? |
431 |
৫৩:৫১ |
সুখময় |
আচ্ছা, যেখানে আমার টাকার অভাব নেই সেখানে শুধুমাত্র royalty-র জন্য আমি ডাঃ মুনসীকে খুন করব, এটা বিশ্বাসযোগ্য? |
432 |
৫৩:৫৯ |
ফেলুদা |
এর সঠিক উত্তর দিতে যতটা চিন্তার প্রয়োজন তার সময় এখনও আমি পাইনি। তবে একটা ব্যাপারে আমার মনে প্রথম থেকে খটকা জেগেছে। |
433 |
৫৪:১০ |
সুখময় |
কী? |
434 |
৫৪:১২ |
ফেলুদা |
শঙ্কর-বাবুর মতে ডাঃ মুনসী তাঁর লেখা এবং patient ছাড়া বাকি সব কিছু সম্বন্ধে উদাসীন ছিলেন। আপনি তো তাঁর patient নন। তাহলে আপনার প্রতি তিনি এতটা স্নেহবর্ষণ করবেন কেন? পাণ্ডুলিপিতে আছে পাঁচ বছর আগে আপনার appendicitis operation হয়। তার সমস্ত খরচ মুনসী বহন করেন। Operation-এর পর দশ দিনের জন্যে আপনি পুরী যান। সে খরচও তিনিই বহন করেন। কেন? এর কোনও সঠিক উত্তর আপনি দিতে পারেন? এই পক্ষপাতিত্ব কিসের জন্যে? |
435 |
৫৪:৫৬ |
সুখময় |
জানি না। |
436 |
৫৫:০০ |
ফেলুদা |
ঠিক আছে। এবার আপনার ছুটি। |
437 |
|
438 |
৫৫:০৬ |
ফেলুদা |
আপনার নাম তো চন্দ্রনাথ? |
439 |
৫৫:০৯ |
চন্দ্রনাথ |
আজ্ঞে। |
440 |
৫৫:১০ |
ফেলুদা |
পদবী? |
441 |
৫৫:১২ |
চন্দ্রনাথ |
বোস। |
442 |
৫৫:১৫ |
ফেলুদা |
আপনি এখানে রয়েছেন পনেরো বছর তাই না? |
443 |
৫৫:২০ |
চন্দ্রনাথ |
আপনি কী করে... |
444 |
৫৫:২২ |
ফেলুদা |
ডাঃ মুনসীর লেখাটা আমি পড়েছি। আমি আপনার ব্যাপারে অনেক কিছু জানি। তবু আপনার থেকে, confirmation পাওয়ার জন্যে, কতগুলো প্রশ্ন করছি। ডাঃ মুনসীই আপনাকে বাড়িতে থাকতে বলেন? |
445 |
৫৫:৪০ |
চন্দ্রনাথ |
না। আমার দিদি ওঁকে অনুরোধ করেন। |
446 |
৫৫:৪৭ |
ফেলুদা |
উনি এক কথায় রাজি হয়ে যান? তাহলে? |
447 |
৫৫:৫৬ |
চন্দ্রনাথ |
আমার দিদি ওঁকে অনেক পীড়াপীড়ি করেন। তার পর রাজি হন। |
448 |
৫৬:০৫ |
ফেলুদা |
আপনি তো কোনও চাকরি-বাকরি করেন না। মাসে মাসে হাতখরচা পান? |
449 |
৫৬:১৪ |
চন্দ্রনাথ |
হ্যাঁ, তা পাই। |
450 |
৫৬:১৬ |
ফেলুদা |
কত? |
451 |
৫৬:২০ |
চন্দ্রনাথ |
পাঁচশো। |
452 |
৫৬:২৩ |
ফেলুদা |
তাতে আপনার চলে যায়? আপনি ছাত্র হিসেবে কেমন ছিলেন? |
453 |
৫৬:৩৭ |
চন্দ্রনাথ |
সাধারণ। |
454 |
৫৬:৩৯ |
ফেলুদা |
নাকি তা চেয়েও নীচে। আর সেই কারণে আপনার কোনও চাকরি জোটেননি, তাই নয় কি? আপনি এই বাড়ির কোনও কাজ করেন কী? |
455 |
৫৬:৫৫ |
চন্দ্রনাথ |
হ্যাঁ, তা তো করি। |
456 |
৫৬:৫৮ |
ফেলুদা |
কী? |
457 |
৫৭:০০ |
চন্দ্রনাথ |
বাজার আনি, ওষুধ-পত্র নিয়ে আসি। |
458 |
৫৭:০৬ |
ফেলুদা |
হুঁ, আপনার শোবার ঘর তো এই বাড়ির দোতলায়। কোনখানে? মানে ডাঃ মুনসীর ঘর থেকে কত দূর? |
459 |
৫৭:১৬ |
চন্দ্রনাথ |
পাশেই। |
460 |
৫৭:১৮ |
ফেলুদা |
একেবারে পাশে? লাগালাগি? |
461 |
৫৭:২২ |
চন্দ্রনাথ |
Yes. |
462 |
৫৭:২৪ |
ফেলুদা |
আপনি রাতে কটায় ঘুমোন? |
463 |
৫৭:২৭ |
চন্দ্রনাথ |
দশটা। সারে দশটা। |
464 |
৫৭:৩১ |
ফেলুদা |
আর ওঠেন? |
465 |
৫৭:৩৩ |
চন্দ্রনাথ |
ছটা। |
466 |
৫৭:৩৭ |
ফেলুদা |
আপনি খুন সম্বন্ধে কিছু বলবেন? |
467 |
৫৭:৩৯ |
চন্দ্রনাথ |
No sir, nothing. |
468 |
|
469 |
৫৭:৪৩ |
রুগি |
খুন সম্বন্ধে আমি কিছু জানি না! কিছু না! |
470 |
৫৭:৪৬ |
ফেলুদা |
আমি কি বলেছি যে আপনি জানেন? |
471 |
৫৭:৪৮ |
রুগি |
বলেননি, কিন্তু বলবেন! I know you detectives. দেখুন আমার ওসব জেরা-টেরা একদম ভাল লাগে না। যা বলার আমি বলে যাচ্ছি আপনি শুনুন। যে ব্যারামের জন্য আমি এই বাড়িতে আসি না, তার নাম আমি কোনও দিনও শুনিনি। ওই, ওই মুনসী বলেন, ওই, কি, delusional, delusional disorder of... |
472 |
৫৮:১৪ |
ফেলুদা |
এক মিনিট। হ্যাঁ বলুন। Delusional disorder of? |
473 |
৫৮:১৯ |
রুগি |
Persecuted type. তার লক্ষণটা শুনবেন? জানবেন? এই চারিদিকের সমস্ত লোককে না শত্রু বলে মনে হয়! বাবা, দাদা, পড়শী, officer লোক! কেউ বাদ নেই। সবাই, সবাই কেমন যেন ওঁত পেতে বসে আছে। সুযোগ পেলেই একেবারে ঝাঁপ দিয়ে পড়বে। আগে কিন্তু এমন ছিল না জানেন? ঠিক কখন যে শুরু হল তাও বলতে পারব না, তাও বলতে পারব না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, এটা বলতে পারি, যে শেষ দিকে রাতে ঘুম হত না। পাছে ঘুমোলে কেউ এসে, কেউ এসে রাতে বুকে ছুরি মারে? |
474 |
৫৯:০৯ |
ফেলুদা |
ডাঃ মুনসীর ওষুধে কাজ দিত? |
475 |
৫৯:১১ |
রুগি |
দিচ্ছিল। কিন্তু সময় লাগছিল, সময়। কথা ছিল দু-এক সপ্তাহের মধ্যে ছুটি পাব। কিন্তু তার আগেই ছুটি হয়ে গেল। |
476 |
৫৯:৩১ |
ফেলুদা |
আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন? |
477 |
৫৯:৩৩ |
রুগি |
এরা যেতে দিলে তো। |
478 |
৫৯:৩৫ |
ফেলুদা |
আপনার একটা চাকরি আছে নিশ্চয়ই। |
479 |
৫৯:৩৯ |
রুগি |
Popular insurance. |
480 |
৫৯:৪২ |
ফেলুদা |
ঠিক আছে। আপনি আসতে পারেন। |
481 |
৫৯:৪৫ |
রুগি |
Thank you. |
482 |
|
483 |
৫৯:৪৭ |
ফেলুদা |
বলুন, কী ব্যাপার? |
484 |
৫৯:৪৮ |
সোম |
এ বাড়ির এক ঝি, নিস্তারিণী, আবিষ্কার করেছে যে একটা হামানদিস্তা missing. |
485 |
৫৯:৫৪ |
গাঙ্গুলি |
হামানদিস্তা! |
486 |
৫৯:৫৭ |
সোম |
Yes, a perfect murder weapon. |
487 |
১:০০:০১ |
ফেলুদা |
তাহলে তো খুনটা বাড়ির লোকই করেছে বলে মনে হয়। মিসেস মুনসীর সঙ্গে একবার দেখা করা যায়? |
488 |
১:০০:০৭ |
সোম |
Mm, তা বোধহয় যায়, দেখলাম তো উনি বেশ শক্তই আছেন। |
489 |
|
490 |
১:০০:১৩ |
ফেলুদা |
আমার নাম প্রদোষ মিত্র। আমি একজন private detective. |
491 |
১:০০:১৭ |
Mrs মুনসী |
জানি। আমায় কিছু জিজ্ঞেস করবেন কি? |
492 |
১:০০:২৪ |
ফেলুদা |
সামান্য কয়েকটা প্রশ্ন ছিল। |
493 |
১:০০:২৭ |
Mrs মুনসী |
বলুন। |
494 |
১:০০:২৯ |
ফেলুদা |
আপনি কি ঘুমের ওষুধ খান? |
495 |
১:০০:৩৫ |
Mrs মুনসী |
তাই তো কিছু টের পেলাম না। এই অভ্যেসটা না থাকলে হয়তো... |
496 |
১:০০:৪৪ |
ফেলুদা |
এ খুন সম্বন্ধে আপনি কিছু বলবেন কী? |
497 |
১:০০:৫১ |
Mrs মুনসী |
এই লেখাই হল ওনার কাল। কতবার বলেছি, তুমি লিখছ লেখো কিন্তু ছাপতে দিও না। দেশের লোক এ জিনিস নিতে পারবে না। কেউ ব্যথা পাবে, কেউ অসন্তুষ্ট হবে, আর আজ। |
498 |
১:০১:১৬ |
ফেলুদা |
লেখাটা কিন্তু আমি পড়েছি। |
499 |
১:০১:২১ |
Mrs মুনসী |
জানি। |
500 |
১:০১:২৪ |
ফেলুদা |
আমার মনে হয় না যে সেই লেখা ছেপে বেরোলে কেউ মনে ব্যথা পেত। |
501 |
১:০১:৩১ |
Mrs মুনসী |
শুনে খুশি হলাম। |
502 |
১:০১:৩৪ |
ফেলুদা |
এবারের প্রশ্ন আপনার ভাইকে নিয়ে। আপনি যখন ডাঃ মুনসীকে প্রস্তাব দেন, চন্দ্রনাথ-বাবুকে বাড়িতে এনে রাখা হক, তখন উনি কী বলেন? |
503 |
১:০১:৪৬ |
Mrs মুনসী |
মত দেন। অনিচ্ছা সত্ত্বেও। |
504 |
১:০১:৫১ |
ফেলুদা |
অনিচ্ছা কেন? |
505 |
১:০১:৫৫ |
Mrs মুনসী |
আমার ভাই তো কোনও কাজ করে না। সেটা উনি মানতে পারতেন না। আসলে নিজে কাজ পাগল মানুষ ছিলেন তো। কাজ ছাড়া কিছু জানতেন না। |
506 |
|
507 |
১:০২:১৪ |
তোপসে |
দুপুরের খাওয়াটা এখানে খেয়ে যেতে আপত্তি নেই তো? |
508 |
১:০২:১৬ |
গাঙ্গুলি |
Not at all! |
509 |
১:০২:১৭ |
তোপসে |
আর একটা জায়গা। |
510 |
১:০২:১৮ |
গাঙ্গুলি |
উফ! তবে মহীয়সী মহিলা! যাই বলুন। এত বড় tragedy-তে, এতটুকুন টসকাননি। অথচ ভাইটিকে দেখুন, একেবারে গোবরগণেশ। |
511 |
১:০২:৩১ |
ফেলুদা |
সেজন্যেই তো মহিলার ভাইয়ের ওপরে এত টান, এ বড় জটিল মনোভাব, লালমোহন-বাবু। স্নেহ অনুকম্পা এসব তো আছেই। এ ছাড়া কোথায় যেন একটা মাতৃত্বের রেশ রয়েছে। ভদ্রমহিলা নিজের কোনও ছেলেপিলে নেই। এবং ডাঃ মুনসীর প্রথম পক্ষে ছেলের ওপরেও কোনও টান নেই। সে কথা ভুলবেন না। |
512 |
১:০২:০৩ |
তোপসে |
আচ্ছা তোমার কী মনে হয় যে ভদ্রমহিলার ডাঃ মুনসীর সঙ্গে বনিবনা ছিল না? |
513 |
১:০৩:০০ |
ফেলুদা |
সেটা মুনসী পরিবারের সঙ্গে অন্তরঙ্গ না থাকলে বলা মুশকিল। গোয়েন্দাকে যা বোঝার বুঝতে হয় দুটি ইন্দ্রিয়ের সাহায্যে, কান আর চোখ। |
514 |
১:০৩:১১ |
গাঙ্গুলি |
এ ক্ষেত্রে কান কী বলছে? |
515 |
১:০৩:১৬ |
ফেলুদা |
মনে একটা খটকা জাগাচ্ছে। |
516 |
১:০৩:১৮ |
গাঙ্গুলি |
কী খটকা? |
517 |
১:০৩:২১ |
ফেলুদা |
সেটা আপনারা কেন বুঝতে পারেননি জানি না। |
518 |
১:০৩:২৪ |
তোপসে |
আচ্ছা তুমি কি বলতে চাইছ যে ওনার কথা শুনে তোমার মনে হয়েছে উনি লেখাটা পড়েছেন। |
519 |
১:০৩:৩০ |
ফেলুদা |
শাবাশ! |
520 |
১:০৩:৩১ |
গাঙ্গুলি |
কেন মশাই? লেখাতে কী ধরনের জিনিস আছে সেটা তো মুনসী মুখেও বলতে পারেন। |
521 |
১:০৩:৩৭ |
ফেলুদা |
একই হল, লালমোহন-বাবু, একই হল। |
522 |
১:০৩:৪০ |
তোপসে |
ডাঃ মুনসীর কথা শুনে মনে হয়েছিল যে লেখাতে কী আছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না, কিন্তু এখন তো মনে হচ্ছে... |
523 |
১:০৩:৪৬ |
গাঙ্গুলি |
তবে এইটা তো বোঝাই যাচ্ছে তপেশ ভাই, যে ডাঃ মুনসী তাঁর স্ত্রীর প্রতি মোটেই বিরূপ ভাব পোষণ করতেন না। পাণ্ডুলিপির প্রথম পাতাটি খুললেই তা প্রমাণ হয়। কারণ যে স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, তাকে কেউ বই উৎসর্গ করে না। |
524 |
১:০৪:০৪ |
ফেলুদা |
আপনি তো দেখছি form-এ আছেন! Very good. |
525 |
১:০৪:০৭ |
গাঙ্গুলি |
আর একটি ব্যাপারে, আমার এই কানটিকে আমি কাজে লাগিয়েছি মশাই। আপনি নিশ্চয় সেটা appreciate করবেন। |
526 |
১:০৪:১৪ |
ফেলুদা |
শুনি। |
527 |
১:০৪:২২ |
সোম |
Hello. Good day. একটা interesting discovery. |
528 |
১:০৪:২৬ |
ফেলুদা |
এটা? |
529 |
১:০৮:২৭ |
সোম |
এটা ডায়রি। Victim-এর সবার ঘরে পাওয়া গেছে। |
530 |
১:০৪:৩১ |
ফেলুদা |
কোথায় ছিল? |
531 |
১:০৪:৩২ |
সোম |
সম্ভবত bedside টেবিলে। সেখান থেকে মাটিতে পড়ে যায়। |
532 |
১:০৪:৪২ |
ফেলুদা |
যেটা ছেপে বেরোত সেটা শেষ হয়েছে উনিশশো নিরানব্বইয়ের ডিসেম্বরে। আর এটা শুরু হচ্ছে দু হাজারের পয়লা জানুয়ারি। |
533 |
১:০৪:৪৯ |
সোম |
এবং শেষ হয়েছে তেরোই সেপ্টেম্বর, I mean গত কাল। |
534 |
১:০৪:৫২ |
গাঙ্গুলি |
The day before murder! |
535 |
১:০৪:৫৪ |
সোম |
Yes. |
536 |
১:০৪:৫৫ |
ফেলুদা |
এটার খবর আর কেউ জানে? |
537 |
১:০৪:৫৭ |
সোম |
মিসেস মুনসীকে জিজ্ঞেস করেছিলাম। উনি তো বললেন আর কারও জানার কথা নয়। |
538 |
১:০৫:০১ |
গাঙ্গুলি |
চা খাবেন? |
539 |
১:০৫:০২ |
সোম |
No Thanks. গুচ্ছের কাজ বাকি। তাহলে এটা আপনার কাছে রইল। |
540 |
১:০৫:০৭ |
ফেলুদা |
অনেক অনেক ধন্যবাদ। এর থেকে কিছুই বেরোলেই আপনাকে জানাচ্ছি। |
541 |
১:০৫:১০ |
সোম |
Okay. আমি আসি। |
542 |
১:০৫:১৬ |
|
দাদা,খাবার দিয়েছি। |
543 |
১:০৫:১৮ |
ফেলুদা |
আমারটা ঘরেই দিয়ে যা। |
544 |
১:০৫:২৪ |
গাঙ্গুলি |
অগত্যা। |
545 |
|
546 |
১:০৫:৫৫ |
ফেলুদা |
চা দে রে! |
547 |
১:০৬:০১ |
ফেলুদা |
সে কী? আপনি এখনও আছেন? |
548 |
১:০৬:০৪ |
গাঙ্গুলি |
বাঃ! ডায়রির result-টা জেনে যেতে হবে না? |
549 |
১:০৬:০৭ |
তোপসে |
কিছু পেলে? |
550 |
১:০৬:০৯ |
ফেলুদা |
তোদের কয়েকটা item পড়ে শোনাচ্ছি। হয়তো চিন্তার খোরাক পাবি। |
551 |
১:০৬:১২ |
গাঙ্গুলি |
শুনি, শুনি! |
552 |
১:০৬:১৭ |
ফেলুদা |
এটা সপ্তাহ তিনেক আগের entry. আজ একটি নতুন patient. রাধাকান্ত মল্লিক। আমার ঘরে ঢুকে chair-এ বসেই প্রথমে... |
553 |
১:০৬:৪৫ |
মুনসী |
ওটা কী ফেলে দিলেন? |
554 |
১:০৬:৪৮ |
মল্লিক |
কাগজের টুকরো, with your photograph. |
555 |
১:০৬:৫৪ |
মুনসী |
ঠিক লোকের কাছে এসেছেন কিনা যাচাই করে নিলেন? |
556 |
১:০৬:৫৬ |
মল্লিক |
নিশ্চয়ই! আমি কাউকে বিশ্বাস করি না। কাউকে না। যাচাই করে নিতে হবে বই কি নিতে হবে বই কি। |
557 |
১:০৭:০৯ |
ফেলুদা |
Entry number two, আর দিন চারেক পর। R. M.-কে নিয়ে সমস্যা মিটছে না। আজ ও যখন আমার study-তে এল তখন আমি বিলেত থেকে সদ্য আসা একটি জরুরি চিঠি পড়ছি। ও যদি আমাকে ওর শত্রু পক্ষ মনে করে, তাহলে তো মুশকিল। Entry number তিন। এটা অবশ্য R. M.-কে নিয়ে নয়। আমার ওষুধের vial-টা ভুল করে, study-তে ফেলে এসেছিলাম। রাতের সবার আগে সেটা আনতে গিয়ে দেখি... |
558 |
১:০৮:৩৬ |
মুনসী |
কী খুঁজছ? |
559 |
১:০৮:৩৯ |
শঙ্কর |
ও, তুমি? আমার ইয়ে মানে air mail-এর খাম ফুরিয়ে গেছে, তাই... |
560 |
১:০৮:৪৭ |
মুনসী |
ও, নাও। |
561 |
১:০৮:৫৫ |
শঙ্কর |
Thanks. |
562 |
১:০৯:০৫ |
ফেলুদা |
যে দেরাজটা শঙ্কর খুলেছিল সেখানেই থাকে আমার পাণ্ডুলিপি। শেষ entry, শেষ পাতা। এটা সত্যিই রহস্যজনক। কী ভুলই করেছিলাম, যাক। তবু যে ভুলটা ভেঙেছে। কিন্তু R-এর জের কি তাহলে অনির্দিষ্ট কাল ধরে চলবে, নাকি ওটা নিয়ে আমি অযথা চিন্তা করছি। অদ্ভুত case. |
563 |
১:০৯:৪৭ |
তোপসে |
তার মানে... |
564 |
১:০৯:৫২ |
গাঙ্গুলি |
তার মানে রহস্যের জট এখনও... |
565 |
১:১০:০১ |
ফেলুদা |
Hello. |
566 |
১:১০:০২ |
R |
মিঃ মিত্র? |
567 |
১:১০:০৩ |
ফেলুদা |
বলুন। |
568 |
১:১০:০৪ |
R |
আমি R কথা বলছি। |
569 |
১:১০:০৭ |
ফেলুদা |
R? |
570 |
১:১০:০৮ |
R |
মুনসীর R. |
571 |
১:১০:১২ |
ফেলুদা |
আপনি হঠাৎ আমাকে ফোন করলেন কেন? মুনসীর সঙ্গে আমার সম্পর্কের কথা আপনি জানলেন কী করে? |
572 |
১:১০:১৮ |
R |
জানার রাস্তা আছে মিঃ মিত্র। |
573 |
১:১০:২১ |
ফেলুদা |
আপনার আসল নামটা জানতে পারি কি? |
574 |
১:১০:২৩ |
R |
না, পারেন না। আমি জানতে চাই মুনসী আপনাকে আমার সম্বন্ধে কী বলে? |
575 |
১:১০:৩০ |
ফেলুদা |
উনি বলেন যে বইটা ছেপে বেরোবে এবং সেখানে আপনার অতীতের ঘটনা আছে জেনেও আপনার নাকি কোনও আপত্তি নেই। |
576 |
১:১০:৩৮ |
R |
Nonsense. সম্পূর্ণ মিথ্যে। ও আমাকে জানাবে কী করে? আমি তো পনেরো দিন বাইরে থেকে কলকাতায় ফিরেছি সবে পরশু রাত্রে। বাড়িতে এসে পুরনো খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে মুনসীর ডায়রি penguin ছাপছে এই খবরটা আমি দেখি। খবরটা পড়ে আমার অস্বস্তি লাগে। আমি তাকে তক্ষুনি ফোন করি। সে স্বীকার করে যে আমার ঘটনা তার লেখাতে স্থান পেয়েছে। তবে আমার নাকি চিন্তার কোনও কারণ নেই এই জন্যে যে আমার নামের শুধু প্রথম অক্ষরটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তাতে আমি আস্বস্ত হব কেন? মিঃ মিত্র, আপনি বোধহয় জানেন না যে আমি একজন ডাক্তার। চব্বিশ বছর আগেও ডাক্তার ছিলাম, এখনও আছি। তখনকার অনেক patient এখনও আমার patient. লেখা থেকে তারা আমায় চিনে ফেলবে না তার কী guarantee? |
577 |
১:১১৪০ |
ফেলুদা |
দেখুন আমি কিন্তু লেখাটা পড়েছি। আমার মনে হয় না যে আপনার তাতে কোনও আপত্তির কারণ আছে। |
578 |
১:১১:৪৬ |
R |
কারণ আছে মিঃ মিত্র। লেখাটা আমিও পড়েছি। |
579 |
১:১১:৫১ |
ফেলুদা |
আপনি... |
580 |
১:১১:৫২ |
R |
আজ্ঞে হ্যাঁ, গতকাল রাত এগারোটায় মুনসীর বাড়ি গিয়ে আমি তার কাছ থেকে লেখাটা নিয়ে আসি। |
581 |
১:১২:০০ |
ফেলুদা |
উনি লেখাটা আপনাকে দিয়ে দিলেন? |
582 |
১:১২:০১ |
R |
না, দিয়ে কোনও উপায় ছিল না মিঃ মিত্র। কারণ ওকে বলেছিলাম যে লেখা না পেলে ওর অতীতের সমস্ত ঘটনা আমি ফাঁস দেব। |
583 |
১:১২:১২ |
ফেলুদা |
এসব কী বলছেন কী আপনি? |
584 |
১:১২:১৩ |
R |
ঠিকই বলছি। আমি আর মুনসী একই বছর London-এ যাই, ডাক্তারি পড়তে। আমার বিষয় যদিও মনোবিজ্ঞান ছিল না, কিন্তু আমাদের দুজনের যথেষ্ট পরিচয় ছিল। আমি মুনসীর যে চেহারা দেখেছি, সে চেহারা কলকাতার কেউ দেখেনি। সে সেখানে উচ্ছন্নে যেতে চলে ছিল। আমি তাকে সামলাই, তাকে সোজা পথে নিয়ে আসি। কলকাতায় ফিরে এসে practice শুরু করার পর সে ক্রমে ক্রমে নিজেকে সংস্কার করে। |
585 |
১:১২:৫০ |
ফেলুদা |
তাহলে, লেখাটা এখন আপনার কাছে? |
586 |
১:১২:৫৩ |
R |
আমার কাছে। বলেছিলাম দুদিন পরে ফেরত দেব, এখন অবিশ্যি তার কোনও প্রয়োজন নেই। |
587 |
১:১৩:০০ |
ফেলুদা |
নেই মানে? দেখুন আপনি ফেরত দিলেই ওটা ছাপা হবে। অনেক ক্ষেত্রেই লেখকের মৃত্যুর পর তার বই ছাপা হয়েছে, এবং সেটাকে বলে posthumous publication. |
588 |
১:১৩:১১ |
R |
জানি। কিন্তু এ ক্ষেত্রে সেটা হবে না। মুনসীর ডায়রি আর বই হয়ে বেরোবে না! |
589 |
১:১৩:২৪ |
ফেলুদা |
Hello. |
590 |
১:১৩:২৫ |
তোপসে |
কেটে দিয়েছে। |
591 |
১:১৩:৩২ |
ফেলুদা |
লোকটা এভাবে টেক্কা দিল। এমন সুন্দর লেখা, এমন করে বেহাত। তোপসে, ডায়রিটা দে তো। |
592 |
১:১৩:৪৯ |
গাঙ্গুলি |
আমার কিন্তু মনে হয়, ফেলু-বাবু, যে এই মুহূর্তে, the খুন is much more important than the লেখা। |
593 |
১:১৩:৫৬ |
তোপসে |
আপনি জিনিসটা পড়ার পরেও ও কথা বলছেন? |
594 |
১:১৩:৫৯ |
গাঙ্গুলি |
Yes. যেখানে murder has been committed, সেখানে আর সব কিছু তার কাছে তুচ্ছ। কী মশাই? কিছু কূলকিনারা হল? |
595 |
১:১৪:১৭ |
ফেলুদা |
উঁহুঁ, তবে কী ভাবে proceed করতে হবে তার বোধহয় একটা ইঙ্গিত পেয়েছি। কিছু দৈহিক পরিশ্রম আছে। Routine inquiry. |
596 |
১:১৪:৩১ |
গাঙ্গুলি |
তার মানে, কাল সকালে যদি সেটা সারেন, তাহলে দুপুরে এসে তার ফলাফলটা জানা যাবে তো? |
597 |
১:১৪:৪০ |
ফেলুদা |
বিকেলে। |
598 |
|
599 |
১:১৬:১০ |
ফেলুদা |
চা বল। |
600 |
১:১৬:১১ |
তোপসে |
খেয়েছ? ফেলুদার চা! |
601 |
১:১৬:১৮ |
গাঙ্গুলি |
আমরা তাহলে এখন কোন stage-এ আছি? |
602 |
১:১৬:২১ |
ফেলুদা |
Minerva. Penultimate. |
603 |
১:১৬:২৬ |
গাঙ্গুলি |
Penulti কী? |
604 |
১:১৬:২৮ |
ফেলুদা |
ওফ! আপনার ইংরেজিটা রপ্ত হল না কিছুতেই। Penultimate মানে last but one. |
605 |
১:১৬:৩৭ |
গাঙ্গুলি |
Last দিকে পৌঁছাচ্ছি কবে? |
606 |
১:১৬:৩৯ |
ফেলুদা |
Inspector সোম আর শঙ্কর-বাবুকে খবর দিয়েছি। কাল সকাল দশটায় মুনসীর বাড়িতে যবনিকা উত্তোলন। |
607 |
১:১৬:৪৬ |
গাঙ্গুলি |
আর পতন? |
608 |
১:১৬:৪৮ |
ফেলুদা |
ধরুন তার আধ ঘণ্টা পর। |
609 |
১:১৬:১৫ |
গাঙ্গুলি |
চার জনের প্রতি সন্দেহ? |
610 |
১:১৬:৫৩ |
ফেলুদা |
হুঁ, eeny meeny miny moe. |
611 |
১:১৭:০১ |
গাঙ্গুলি |
উফ! কোথায় কোথায় আপনার এই প্রগল্ভতা অসহ্য! আরে সোজায় কথা বলুন না, শঙ্কর, সুখময়, রাধাকান্ত আর এই... |
612 |
১:১৭:১১ |
ফেলুদা |
উঁহুঁ, আর speak-টি not, এখানেই দাঁড়ি। |
613 |
১:১৭:১৪ |
গাঙ্গুলি |
অপরাধীকে আমরা চিনি তো? |
614 |
১:১৭:১৬ |
ফেলুদা |
নিশ্চয়। আমার ও মুনসীর মতন বলতে ইচ্ছে করছে: কী ভুলই না করেছিলাম! রহস্য উদ্ঘাটনের চাবি চোখের সামনে পড়ে রয়েছে, অথচ আমি দেখতে পাচ্ছিলাম না। |
615 |
১:১৭:৩৮ |
গাঙ্গুলি |
উফ! আমাদের যা তর সইছে না মশাই! |
616 |
১:১৭:৪৪ |
ফেলুদা |
আপনাদের যখন এতই কৌতূহল তখন আমি আপনাদের দুজনকেই কয়েকটা প্রশ্ন করছি। যদি ঠিকমতো উত্তর দিতে পারেন তাহলে এই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। |
617 |
১:১৭:৫৫ |
গাঙ্গুলি |
হয়ে যাক! Ready? Ready? |
618 |
১:১৭:৫৯ |
ফেলুদা |
এক। নতুন ডায়রিটায় লক্ষ্য করার মতন কিছু চোখে পড়েছে? |
619 |
১:১৮:০৪ |
গাঙ্গুলি |
এটা তোমার। |
620 |
১:১৮:০৫ |
তোপসে |
একটা ব্যাপারে খটকা লাগল। |
621 |
১:১৮:০৮ |
ফেলুদা |
কী? |
622 |
১:১৮:১০ |
তোপসে |
খুনের আগের দিন অবধি ডায়রি লেখা হলও অথচ R আসার কোনও উল্লেখ নেই। |
623 |
১:১৮:১৫ |
ফেলুদা |
Excellent. দুই। বিসর্জন কথাটা বলতে প্রথমেই কী মনে পড়ে? |
624 |
১:১৮:২২ |
তোপসে |
নাটক, রবীন্দ্রনাথ। |
625 |
১:১৮:২৪ |
ফেলুদা |
হল না। |
626 |
১:১৮:২৫ |
গাঙ্গুলি |
দাঁড়ান, দাঁড়ান! জল, জলে কিছু ফেলে দেওয়া! |
627 |
১:১৮:২৯ |
ফেলুদা |
Good. Nemesis কাকে বলে? |
628 |
১:১৮:৩২ |
গাঙ্গুলি |
Nemesis? |
629 |
১:১৮:৩৪ |
ফেলুদা |
Yes. |
630 |
১:১৮:৩৬ |
গাঙ্গুলি |
ইংরেজি? |
631 |
১:১৮:৩৭ |
ফেলুদা |
উঁহুঁ, Greek. |
632 |
১:১৮:৩৯ |
গাঙ্গুলি |
বোঝো। তপেশ ভাই... |
633 |
১:১৮:৪৩ |
তোপসে |
অপরাধ করে যে শাস্তি সাময়িক ভাবে এড়িয়ে গেলেও, একদিন না একদিন তা ভোগ করতে হয়।11For this sentence to be grammatically correct either the যে or the তা would have be dropped. |
634 |
১:১৮:৪৮ |
ফেলুদা |
Correct. এই nemesis-এরই ভয় পাচ্ছিল, A, G এবং R. |
635 |
১:১৮:৫৮ |
গাঙ্গুলি |
আরও আছে? |
636 |
১:১৯:০০ |
ফেলুদা |
চার। "Physician heal thyself"-এর মানে কী? |
637 |
১:১৯:০৬ |
গাঙ্গুলি |
এটা তো ইংরেজি। |
638 |
১:১৯:০৯ |
তোপসে |
প্রবাদ। ডাক্তার আগে নিজের ব্যারাম সারাও। |
639 |
১:১৯:১৩ |
ফেলুদা |
আর পাঁচ, সাজা কথাটার অনেকগুলো মানে পাওয়া যায় অভিধানে, এর মধ্যে আমাদের শুধু দুটো মানে নিয়ে কারবার। |
640 |
১:১৯:২৩ |
গাঙ্গুলি |
Done. দেখে নিচ্ছি। Next? |
641 |
১:১৯:২৭ |
ফেলুদা |
আর বলব না। এর বেশি বললে কালকের নাটকটা তো আর জমবে না। |
642 |
|
643 |
১:১৯:৩৪ |
সোম |
আপনার method তো জানি, তাই সকলকে বসার ঘরে জমায়েত করিয়েছি। |
644 |
১:১৯:৩৮ |
ফেলুদা |
Thanks. |
645 |
১:১৯:৩৯ |
সোম |
মিসেস মুনসীর থাকার প্রয়োজন আছে কি? |
646 |
১:১৯:৪১ |
ফেলুদা |
না থাকাটাই বাঞ্ছনীয়। |
647 |
১:২০:২২ |
ফেলুদা |
আমি প্রথমেই শঙ্কর-বাবুকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন যখন আমি আপনাকে বললাম যে ডাঃ মুনসী তাঁর লেখায় অনেকবার আপনার কথা উল্লেখ করেছেন, সেটা শুনে আপনি বিস্মিত হন। এবং পরে যখন আমি আপনাকে বললাম যে তিনি যা লিখেছেন বোধহয় সত্যিই লিখেছেন, সেটা শুনে আপনি বিরক্তি প্রকাশ করেন, এবং বলেন যে বাবা আমাকে ছিলেন কী করে, তিনি তো সব সময় তার patient নিয়েই পড়ে থাকতেন। তাহলে শঙ্কর-বাবু, আপনি এটা কী করে ধরে নিলেন যে আপনার বাবা আপনার সম্বন্ধে অপ্রিয় কথাই লিখেছেন। আমি তো কিছুই বলিনি। |
648 |
১:২০:৫৫ |
শঙ্কর |
কারণ বাবা সামনাসামনি কখনও আমার প্রশংসা করেননি। |
649 |
১:২১:০০ |
ফেলুদা |
নিন্দে করেছেন কি? |
650 |
১:২১:০৩ |
শঙ্কর |
না, তাও করেননি। |
651 |
১:২১:০৪ |
ফেলুদা |
তাহলে আপনি আপনার সম্বন্ধে ডাঃ মুনসীর প্রকৃত মনোভাব জানলেন কী করে? |
652 |
১:২১:০৯ |
শঙ্কর |
ছেলে তার বাবার মন বুঝতে পারবে না কেন? সে তো অনুমান করতে পারে। |
653 |
১:২১:১৫ |
ফেলুদা |
বেশ। তাহলে একটা অন্য কথায় আসি। গতকাল সকালে আমি আপনাদের এখানে এসেছিলাম। এবং আপনাদের বাড়ির প্রতিটি ভৃত্যকে ডেকে ডেকে আমি কয়েকটা প্রশ্ন করি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল আপনাকে নিয়ে। এবং সে প্রশ্নর উত্তর দেয় আপনাদের মালি গিরিধারী। প্রশ্নটা ছিল, পরশু দিন, অর্থাৎ আপনার বাবার খুনের দিন, সে আপনাকে ভোরে বেরোতে দেখেছিল কিনা। সেই bag-এ কী ছিল সেটা বলবেন কি? আমি বলি কী ছিল? আপনার বাবার ডায়রির পাণ্ডুলিপি। এবং আপনি শুধু সেটা নিয়েই থেমে থাকেননি। তারপর, ডাক্তারের সঙ্গে দেখা করে বা করার আগে আপনি সেটা lake-এর জলে বিসর্জন দেন। তার কারণ, আপনি ওই লেখাটা পড়ে দেখেছেন যে সেখানে আপনার বাবা আপনার সম্বন্ধে একটিও প্রশংসাসূচক কথা বলেননি। |
654 |
১:২২:৫০ |
শঙ্কর |
Yes! এই বই ছাপা হয়ে বেরোলে আমার রোজগার রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। অলস, উদ্যমহীন, irresponsible, অস্থিরমতি, কী না বলেছেন উনি আমাকে? |
655 |
১:২৩:০০ |
ফেলুদা |
Right. তাহলে এটাও স্বীকার করুন, যে সেদিন আপনার গলার সর পাল্টিয়ে R-এর ভূমিকায় আমাকে telephone করে, আপনার বাবার নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বলেছিলেন। যাতে সন্দেহটা আপনার ওপর না পড়ে। আর R-এর প্রসঙ্গই যখন উঠল, তখন ব্যাপারটা আর একটু তলিয়ে দেখা যাক। এবার আমি সুখময়-বাবুকে একটা প্রশ্ন করতে চাই। |
656 |
১:২৩:২৮ |
সুখময় |
করুন। |
657 |
১:২৩:৩০ |
ফেলুদা |
ইংরেজিতে যাকে বলে hunch, সেই hunch-এর ওপর নির্ভর করে গতকাল সকালে আমি একবার সাঁইত্রিশ নম্বর বেলতলা রোডে যাই। সকলের অবগতির জন্যে বলছি, এটা হল সুখময়-বাবুর বাড়ির নম্বর। আমার মনে হচ্ছিল যে উনি কিছু তথ্য গোপন করে যাচ্ছেন। এবং ওনার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে হয়ত কিছু আলোর সন্ধান পাওয়া যেতে পারে। আপনার মার সঙ্গে কথা বলে আমি জানতে পারি, আপনার বাবার মৃত্যু হয় চব্বিশ বছর আগে, গাড়ি চাপা পড়ে। এই তথ্য কি ডাঃ মুনসী জানতেন? |
658 |
১:২৪:০৬ |
সুখময় |
জানতেন। Interview-এর সময় আমার বাবা পঁয়ত্রিশ বছর বয়সে মারা গেছেন শুনে উনি জানতে চেয়েছিলেন কিসে ওনার মৃত্যু হয়। |
659 |
১:২৪:১৮ |
ফেলুদা |
খুব সতর্ক লোকেরও কেমন ভুল হয়, তার একটা উদাহরণ দিই। ডাঃ মুনসীর নাম যে রাজেন মুনসী, এটা জানা সত্ত্বেও, সেই কথাটা আমার মাথার থেকে বেমালুম লোপ পেয়ে যায়। যেটা থেকে যায় সেটা হল ডাঃ মুনসী। কাল ওঁর ডায়রি খুলে প্রথম পাতাতেই ... তাহলে কি ডাঃ মুনসী নিজেই তাঁর ডায়রির R? এবং তিনি নিজেই গাড়ি চাপা দিয়ে লোক মেরে চতুর্দিকে ঘুষ দিয়ে আইনের কবল থেকে নিজেকে বাঁচান। এবং সেই মৃত ব্যক্তির ছেলে তাঁর কাছে আসে চোদ্দো বছর পরে চাকরির interview দিতে। |
660 |
১:২৪:৫২ |
সুখময় |
ভুল! ভুল! আমার বাবাকে যিনি চাপা দিয়েছিলেন তাঁর উপযুক্ত শাস্তি হয়েছিল। |
661 |
১:২৪:৫৯ |
ফেলুদা |
সেটা কি ডাঃ মুনসী জানতেন? |
662 |
১:২৫:০৬ |
সুখময় |
ওঁর ধারণা ছিল যে আমার বাবার মৃত্যুর জন্য উনিই দায়ী। আসল ঘটনাটা উনি জানতে পারে মৃত্যুর আগের দিন। |
663 |
১:২৫:১৭ |
ফেলুদা |
কী ভাবে? |
664 |
|
665 |
১:২৫:২৩ |
সুখময় |
আমাকে উনি ডেকে বললেন যে ওঁর একটা স্বীকারোক্তি করার আছে যেটা না করতে পারলে উনি কিছুতেই শান্তি পাচ্ছেন না। স্বীকারোক্তিটা কি সেটা জানার পর আমি ওনাকে বলেছিলাম, ডাঃ মুনসী আপনি ভুল করছেন। আমার বাবাকে যিনি চাপা দিয়েছিলেন তাঁর শাস্তি হয়েছিল। ঘটনাটা শুনে উনি স্তম্ভিত হয়ে গেছিলেন। আর, আর আমিও বুঝতে পারলাম কেন উনি আমার ওপর এত সদয় ছিলেন। |
666 |
১:২৬:০১ |
শঙ্কর |
(contemptuous grunt) |
667 |
১:২৬:০৩ |
ফেলুদা |
কিছু বলবেন শঙ্কর-বাবু? |
668 |
১:২৬:০৫ |
শঙ্কর |
না বললে আপনি আরও বেশি ভুল পথে এগিয়ে পড়বেন। |
669 |
১:২৬:০৯ |
ফেলুদা |
মানে? |
670 |
১:২৬:১১ |
শঙ্কর |
আমার বাবা জীবনে কখনও গাড়ি চালাননি। |
671 |
১:২৬:১৩ |
ফেলুদা |
সে তথ্য আমার অজানা নয়, শঙ্কর-বাবু। মালির সঙ্গে কথা হওয়ার পর, আপনাদের driver-এর সঙ্গেও আমার কথা হয়েছিল। |
672 |
১:২৬:২২ |
শঙ্কর |
সে কী বলে? |
673 |
১:২৬:২৩ |
ফেলুদা |
তিরিশ বছর সে আপনাদের গাড়ি চালাচ্ছে। এর মধ্যে সে মাত্র একটা accident করেছে। তাও আপনার বাবার তাড়া ছিল বলে। অনিচ্ছা সত্ত্বেও জনবহুল এলাকার মধ্যে দিয়ে তাকে জোরে গাড়ি চালাতে হয়েছিল। Driver-এর যাতে কোনও দণ্ড না হয়, তার জন্যে তিনি যা করার সবই করেছিলেন। তার সত্ত্বেও Driver-এর আতঙ্ক এবং অনুতাপ কিছুতেই যাচ্ছিল না। তখন ডাঃ মুনসী তার চিকিৎসা করে তাকে ভাল করে তোলেন। অর্থাৎ ডাঃ মুনসী তাঁর ডায়রিতে কিছুই মিথ্যে লেখেননি। R হচ্ছে not রাজেন মুনসী, but driver রঘুনন্দন তিওয়ারী। |
674 |
১:২৭:০৪ |
শঙ্কর |
But who killed my father?! |
675 |
১:২৭:০৮ |
ফেলুদা |
এ ঘরে এমন একজন ব্যক্তি আছেন। যিনি এর আগে দু দুবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং নানান অঙ্গভঙ্গির সাহায্যে নিজেকে অসুস্থ প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আপনি কি আপনা থেকে সেরে গেলেন নাকি মিঃ মল্লিক। এখন তো দিব্যি সুস্থ মানুষের চেহারা নিয়ে আমার ভাষণ শুনছেন। |
676 |
১:২৭:২৭ |
মল্লিক |
আপনি, আপনি কী বলতে চাইছেন কী? |
677 |
১:২৭:৩০ |
ফেলুদা |
আমি বলছি সবাই আমার জেরায় অল্প বিস্তার হয় মিথ্যে বলেছেন, নয় সত্যকে গোপন করে গেছেন। আপনি কিন্তু সবাইকেই টেক্কা দিয়েছেন। আপনি আমাকে বলেছিলেন যে আপনি নাকি Popular Insurance-এ কাজ করেন। সেটা verify করার জন্য আমি গতকাল আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে শুনে আপনি আর সেখানে নেই, গত এক মাস হল আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। আপনার এক colleague-এর কাছ থেকে আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে আমি সেখানেও গিয়েছিলাম। সতীশ মুখার্জি রোড তাই না? সত্যি। এই মামলায় বিষয়ের শেষ নেই। আপনি ডাঃ মুনসীকে বলেছিলেন যে আপনার দাদা এবং আপনার বাবা নাকি আপনার মনে আতঙ্কের সঞ্চার করেছেন। আপনার বাড়ি গিয়ে আমি জানতে পারি আপনার দাদা এবং আপনার বাবা কেউই নেই। আপনার বাবা গত পঁচিশ বছর আগে মারা গেছেন এবং আপনার দাদা বলে কেউ কখনও ছিলই না। আপনার বিধবা মার কাছ থেকে আমি জানতে পারি যে আপনি নাকি অফিসের কাজে tour-এ গেছেন। তিনি কিন্তু জানেন না যে গত এক মাস হল আপনি বেকার। |
678 |
১:২৮:৩০ |
মল্লিক |
(contemptuous grunt) আমি যে সত্যবাদী যুধিষ্ঠির, সেটা তো কখনও claim করিনি। আচ্ছা, আপনি কী বলতে চাইছেন কী, আমি খুনি? |
679 |
১:২৮:৩৯ |
ফেলুদা |
আমি ধাপে ধাপে এগোই মল্লিক মশাই, লাফে লাফে নয়। আপনি খুনি কিনা সে ব্যাপারে পড়ে আসছি। প্রথমে দেখছি আপনি প্রবঞ্চক। মনোবিকারের অভিনয় করে আপনি ডাঃ মুনসীর কাছে এসেছিলেন নিজে চিকিৎসা করাতে। আপনি... |
680 |
১:২৮:৫৩ |
মল্লিক |
কেন এসেছিলাম সেটা জানেন আপনি? |
681 |
১:২৮:৫৮ |
ফেলুদা |
সেটা আপনার মার কাছ থেকে জানতে পারি। যে আপনার বাবা মারা যান, গাড়ি চাপা পড়ে। আর যে আপনার বাবাকে গাড়ি চাপা দিয়েছিল তার কোনও শাস্তি হয়নি। গাড়ির মালিক এসে আপনার মার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছিলেন, ক্ষতিপূরণ হিসেবে। |
682 |
১:২৯:১১ |
মল্লিক |
Yes! তখনই দেখি লোকটাকে। তারপর, তারপর ছবি দেখি কাগজে, এই সেদিন, সেই একই চেহারা। আর দেখেই স্থির করলাম যে একে বাঁচতে দেওয়া চলে না। কল্পনা করতে পারেন? একটি বারো বছরের ছেলে। তার বাবার পিছনে পিছনে tram থেকে নামছে। চোখের সামনে দেখল, বাবা তলিয়ে গেল গাড়ির তলায়। উফ! কী ভয়ঙ্কর দৃশ্য। আজও ভাবলে, শরীরটা শিউরে ওঠে। মাসের পর মাস মাকে জিজ্ঞেস করেছি যে লোকটা বাবাকে চাপা দিল তার শাস্তি হবে না? বড়লোকদের শাস্তি হয় না বাবু, বড়লোকদের শাস্তি হয় না, পার পেয়ে যায়। তারপর হঠাৎ কাগজে ছবি দেখলাম। আর তখনই স্থির করলাম, এই লোকটার শাস্তি হবেই, আর সে শাস্তি দেব, আমি। |
683 |
১:৩০:২২ |
ফেলুদা |
তারপরেই মনোবিকারের অভিনয় করার সিদ্ধান্ত নিলেন। |
684 |
১:৩০:২৬ |
মল্লিক |
তারপরে। কিন্তু খুন করা যে এত কঠিন কে জানত? বুঝতে পারছিলাম, বুঝতে পারছিলাম, এই জিনিস চট করে হওয়ার নয়। সময় লাগবে মনকে শক্ত করতে। শেষ কালে মন শক্ত হল। আশ্চর্য ঘটনা! বাবার দেহ থেকে যে রক্তপাত হতে দেখেছি, তাঁর হত্যাকারীর দেহ থেকে রক্ত না দেখলে উপযুক্ত শাস্তি হবে না। তারপর, তারপর... |
685 |
১:৩১:২০ |
ফেলুদা |
তারপর কী, মল্লিক মশাই? |
686 |
১:৩১:২২ |
মল্লিক |
ও অদ্ভুত ব্যাপার! অদ্ভুত ব্যাপার! হাতে ছোরা নিয়ে ঘরে ঢুকে দেখি ... আমি খুন করব কি, সেই লোকটা তো already dead, dead, ওফ. |
687 |
১:৩১:৩৫ |
ফেলুদা |
দেখে নিন শঙ্কর-বাবু, আপনার মামা। Your uncle killed your father. |
688 |
১:৩১:৪৩ |
গাঙ্গুলি |
মানে, ইয়ে, motive? |
689 |
১:৩১:৪৫ |
ফেলুদা |
আপনি বলতে পারেন না শঙ্কর-বাবু? আপনি তো লেখাটা পড়েছেন। মানুষকে চেনা অত সহজ নয়, শঙ্কর-বাবু। জানোয়ারের সঙ্গে মানুষের আসল তফাৎ, জানোয়ার ভান করতে জানে না। অভিনয় জানে না। মনের ভাব লুকোতে জানে না। ডাঃ মুনসী আপনার মা সম্বন্ধে মোটেই উদাসীন ছিলেন না। থাকলে তিনি তাঁকে কখনওই লেখাটা পড়তে দিতেন না। কখনওই তাঁর নামে লেখাটা উৎসর্গ করতেন না। ব্যাপারটা আসলে উল্টো। ঔদাসীন্য যদি কারওর তরফ থেকে হয়ে থাকে, তাহলে তিনি হলেন আপনার বিমাতা। যিনি তাঁর সমস্ত স্নেহ ভালবাসা চিন্তা ভাবনা ঢেলে দিয়েছিলেন, তাঁর অকর্মণ্য ভাইয়ের ওপর। এবার একবার খুনের motive-টা সমবেত সকলকে বলবেন? |
690 |
১:৩২:৩৯ |
শঙ্কর |
বাবার will-এর চার ভাগ পাবে মনস্তাত্ত্বিক সংস্থা। চার ভাগ আমি। আর আট ভাগ মা। |
691 |
১:৩২:৫৮ |
ফেলুদা |
খুন করা সিদ্ধান্তটা কি আপনার? চন্দ্রনাথ-বাবু? সিদ্ধান্তটা আপনার? |
692 |
১:৩৩:২৩ |
চন্দ্রনাথ |
দিদির। দিদি আমার হাতে হামানদিস্তাটা তুলে দেন। |
693 |
১:৩৪:৪৩ |
ফেলুদা |
হুঁ, বুঝেছি। শুধু একটাই আপশোস, গভীর আপশোস। লেখাটা ছেপে বেরোলে, নিঃসন্দেহে সাহিত্যিক হিসেবে ডাঃ মুনসীর সুনাম হত। সেই পাণ্ডুলিপি এখন সলিল গর্ভে। |
694 |
১:৩৫:১১ |
গাঙ্গুলি |
Attention! Spotlight! যায়নি, জলে যায়নি। Here is it, ইয়ে মানে, it is. |
695 |
১:৩৫:২৫ |
ফেলুদা |
কিন্তু, আপনি কী করে... |
696 |
১:৩৫:২৮ |
গাঙ্গুলি |
Thanks to বিজ্ঞানের অগ্রগতি। একদিনে পড়া হবে না বলে, Xerox করিয়ে রেখেছিলাম। Xerox, X-E-R-O-X. নিন, সুখময়-বাবু, start typing. শেষ হলে পর, সোজা north pole. |
697 |
১:৩৫:৪৬ |
ফেলুদা |
North pole? |
698 |
১:৩৫:৪৮ |
গাঙ্গুলি |
Penguin. |
699 |
১:৩৫:৫১ |
তোপসে |
South. |
700 |
১:৩৫:৫২ |
গাঙ্গুলি |
একই হল, pole তো! |
701 |
|
702 |
শেষ |
703 |
|