Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ইন্দ্রিয়ের definitions
Bangla-Tangla Dictionary
genitive of ইন্দ্রিয়:ইন্দ্রিয় – an organ for sensing (eg, ear, nose)
Samsad Bengali-English Dictionary
genitive of ইন্দ্রিয়:ইন্দ্রিয় [ indriẏa ] n a sense-organ. ~গম্য, ~গোচর, ~গ্রাহ্যa. perceptible by the senses. ~গম্যতা, ~গোচরতা, ~গ্রাহ্যতাn. state of being within sense perception. ~গ্রামn. pl. sense-organs collectively. ~জয়, ~দমনn. self-control or self-restraint of sensual appetites; continence. ~জয়ীa. continent. ~তৃপ্তিn. gratification of the senses. ~দোষn. licentiousness, lewdness; libidinousness. ~নিচয় same as ইন্দ্রিয়গ্রাম । ~নিগ্রহn. austere self-restraint, repression of sensual appetites. ~পরতন্ত্র, ~পরবশ, ~পরায়ণa. given to indulgence of sensual appetites; voluptuous, lewd, concupiscent. ~বৃত্তিn. the function or power of sense-organs. ~লালসাn. sensual desires, concupiscence. ~সংযম same as ~জয় । ~সুখn. sensual pleasures. ~সেবী same as ~পরতন্ত্র । ইন্দ্রিয়াতীতa. beyond sense perception; that cannot be perceived by the sense organs.
Samsad Bangla Abhidhan
genitive of ইন্দ্রিয়:ইন্দ্রিয় [ indriẏa ] বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্থ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ~গম্য, ~গোচর, ~গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ~গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ~জয়, ~দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ~দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ~নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ~পর, ~পর.তন্ত্র, ~পর.বশ, ~পরবশতা, ~পরায়ণ ~সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ~পরবশতা, ~পরায়ণতা ~বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ~সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ~সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাৎ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ~সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য।