রোজ definitions

Bangla-Tangla Dictionary
রোজ – daily
Samsad Bengali-English Dictionary
রোজ [ rōja ] n a date (কোন রোজ); a day of the month (সাতই রোজ); a day (তিন রোজ); daily wages (দু-টাকা রোজে); daily sup ply (রোজের দুধ). ☐ a. daily, everyday. রোজ করা v. to arrange for the daily sup ply (of.) রোজ-রোজ adv. daily, every day. ~কার a. of everyday, daily (রোজকার কর্তব্য). রোজ-কেয়ামত n. the Day of Judgment (according to scriptures). ~গার n. earning; income. রোজগার করা v. to earn. ~গারি , (coll.) ~গেরে a. one who earns, earning. ~নামচা n. a diary, a journal.
Samsad Bangla Abhidhan
রোজ [ rōja ] বি. 1 তারিখ (সাতই রোজ); 2 দিন (তিন রোজ); 3 দৈনিক মজুরি (দু-টাকা রোজে কাজ); 4 দৈনিক জোগান (দুধ রোজ করা)। ☐ ক্রি-বিণ. প্রতিদিন (রোজ সকালে বেড়াতে যায়)। [ফা. রোজ্]। ~কার বিণ. প্রতিদিনের (এ তো আমার রোজকার কাজ)। রোজ রোজ ক্রি-বিণ প্রত্যহ, প্রতিদিন, নিত্য। রোজ কেয়ামত বি. ইসলাম-শাস্ত্রানুযায়ী মৃতদের শেষবিচারের দিন।

Processing time: 0.4 s