পক্ষ definitions

Bangla-Tangla Dictionary
পক্ষ – side (eg, in a debate)
Samsad Bengali-English Dictionary
পক্ষ [ pakṣa ] n a lunar fortnight (কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ); a period of fifteen days, a fortnight (দুই পক্ষকাল); (of birds) a wing, a feather; (of fish) a fin; (of an arrow) a feather; a team, a party, a side (পক্ষভুক্ত); a direction or side or hand (পক্ষান্তরে); a flank, a side (পক্ষাঘাত); question or answer in a debate, support or opposition, a thesis or an antithesis (পূর্বপক্ষ, উত্তরপক্ষ); behalf (তার পক্ষে উকিল দাঁড়ায়নি); state or condition (পারতপক্ষে); (of a person married, more than once) marriage (দ্বিতীয় পক্ষের স্ত্রী); a husband or wife, spouse (এটি তার তৃতীয়পক্ষ). ~ n. (bot.) a. a pinule. ~গ্রহণ same as পক্ষাবলম্বন । ~চ্ছেদ, ~চ্ছেদন n. act of cutting off or clipping one's wings; (fig.) act of making powerless; refutation of one's argument. পক্ষচ্ছেদ করা, পক্ষচ্ছেদন করা v. to cut off or clip one's wings; (fig.) to render powerless. ~ধর a. winged. ☐ n. a bird; the moon. ~পাত, ~পাতিতা, ~পাতিত্ব n. partiality; unreasonable love or fondness (for), favouritism, bias, preference (ছেলের প্রতি মায়ের পক্ষপাত). ~পাতদুষ্ট a. biased, partial; corrupted with partiality or favouritism. পাতশূন্য a. impartial, unbiased. পক্ষপাতী a. partial, prejudicial; biased, prejudiced; inclined to favouring, prone or leaning to. fem. ~পাতিনী । ~পুট n. the inner part or in side of a wing. ~পুটে adv. under cover of wings, within the wings; (fig.) under one's protection. ~ভুক্ত a. included in a side or team. ~ভেদ n. act of distinguishing one side from another; (chiefly pol.) disintegration of a party; differentiation of the two opposing sides of an argument. ~ a. winged; having a fin or fins; (bot.) pinnate. ~শিরাবিন্যাস n. (bot.) pinnate venation. ~শিরিত a. (bot.) pinnately veined. ~সঞ্চালন n. act of flapping or moving one's wings (as by a bird). ~সঞ্চালন করা v. to flap or move one's wings. ~সমর্থক same as পক্ষাবলম্বী । ~সমর্থন same as পক্ষাবলম্বন । ~সমর্থনকারী same as পক্ষাবলম্বী । fem. ~সমর্থনকারীণী ।
Samsad Bangla Abhidhan
পক্ষ [ pakṣa ] বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্থা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ~গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ~চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ~, ~ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ~পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ~পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ~পাতিতা, ~পাতিত্ব। ~পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ~বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ~ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ~ বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ~সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ~সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্থা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)।

Processing time: 0.41 s