বাহুল্য definitions

Bangla-Tangla Dictionary
বাহুল্য – excess (বলাই ~ = needless to say)
Samsad Bengali-English Dictionary
বাহুল্য [ bāhulya ] n numerousness or muchness; excess; superfluity. বলাই বাহুল্য (যে) (it) is needless to say (that); it goes without saying (that). ~বর্জিত a. shorn of excesses or superfluities. ~বোধে considering it superfluous or unnecessary.
Samsad Bangla Abhidhan
বাহুল্য [ bāhulya ] বি. 1 আধিক্য, প্রয়োজন বা পরিমিতির তুলনায় বেশি হওয়া, বহুলতা, আতিশয্য, প্রাচুর্য (বলা বাহুল্য; মেদবাহুল্য); 2 বাড়াবাড়ি, অপ্রয়োজনীয় আধিক্য (ব্যয়বাহুল্য)। [সং. বহুল + য]। ~বর্জন বি. আতিশয্য বা বাড়াবাড়ি এড়িয়ে চলা। ~বর্জিত বিণ. আতিশয্য বা বাড়াবাড়ি বর্জন করা হয়েছে এমন, অনাড়ম্বর। ~হীন বিণ. অনাড়ম্বর।

Processing time: 0.4 s