ঘটনাটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of ঘটনা: ঘটনা – an event
Samsad Bengali-English Dictionary
definitive of ঘটনা: ঘটনা [ ghaṭanā ] n an event, an occurrence; an in stance of joining; a chance happening or occurrence. ঘটনাক্রমে adv. by chance, accidentally, it so happened that; in course of events (ঘটনাক্রমে দেখা হয়ে গেল); in course of circumstances (ঘটনাক্রমে তাকে বাড়ি বেচতে হল). ঘটনাচক্র n. (lit.) the wheel of events, (fig.) the course of events. ঘটনাচক্রে same as ঘটনাক্রমে । ঘটনাধীন a. dependent on force of events; subject to the course of events or circumstances. ঘটনাপরম্পরা n. due succession of events. ঘটনাপূর্ণ, ঘটনাবহুল a. eventful. ঘটনাবলি n. (a collection of) events. ঘটনাস্রোত n. (lit.) the stream of events, (fig.) the course of events. ঘটনাস্থল n. the place or scene of occurrence, a venue.
Samsad Bangla Abhidhan
definitive of ঘটনা: ঘটনা [ ghaṭanā ] বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ~ক্রমে, ~চক্রে ক্রি-বিণ. দৈবাৎ, ঘটনাগতিকে, accidentally. ~চক্র বি. ঘটনাপরম্পরা। ~ধীন বিণ. দৈবাধীন। ~পূর্ণ, ~বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ~বলি বি. ঘটনাসমূহ। ~স্থল বি. অকুস্থল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে।

Processing time: 0.41 s