Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
কথাটার definitions
Bangla-Tangla Dictionary
genitive of definitive of কথা:কথা – words, talk (+ বলা = to talk, to say), topic
Samsad Bengali-English Dictionary
genitive of definitive of কথা:কথা [ kathā ] n a word or words spoken; a saying; an utterance; a statement; mode of speaking, pronunciation (তার কথা আড়ষ্ঠ); voice (তার কথা শুনতে পেলাম); a dialect (বর্ধমানের কথা); a tale, a story; a chronicle or history (ভারত-কথা); news (গ্রামের কথা); a word (সে নিজের কথা রাখে); an opinion (এ বিষয়ে আমার কথা হল যে); professional narration of scriptural and mythological stories (জমিদার বাড়িতে কথা হবে); a topic, a dis course (এ কথার অবতারণা); conversation; speaking terms (তার সঙ্গে আমার কথা নেই); consultation, discussion (ডাক্তারের সঙ্গে কথা হয়েছে); counsel, ad vice; instigation; comparison (তার সঙ্গে কার কথা); an incident, an affair (যে সে কথা নয়); a request (সে আমার কথা রেখেছে); order, direction (ছেলেটা কথা শোনে না); necessity, need, compulsion (এ কাজ করতেই হবে, এমন কথা আছে ?); plea (ভুল হলে কোনো কথা শুনব না); a proverb (কথায় বলে). কথা কওয়া v. to speak; to talk. কথা কাটাv. to refute; to protest. কথা দেওয়াv. to give one's word, to promise. কথা চালাv. to tell one's secrets to another; to indulge in scandal-mongering, to talk scandal, to gossip. কথা পাড়াv. to raise a topic; to propose. কথা না থাকা not to be on speaking terms with; not to be promised or decided beforehand. কথা রাখা to keep a promise; to be true to one's word. কথায় কথায় in course of conversation; incidentally during conversation, by the by, by the way; whilst talking (কথায় কথায় রাত হল). কথায় থাকা to involve oneself in. কথায় না থাকা to have nothing to do with. কথার কথা a word for word's sake; worth serious consideration (এ কি একটা কথার কথা হল ?). কথার খেলাপ breaking a promise. কথার ঝুড়ি (of a person) a chatterbox. কথার ধার sting of words. কথার নড়চড় deviation from one's promise. কথার ফের, কথার মারপ্যাঁচ a sly turn of speech; verbal trickery; jugglery of words; quibble. কথার শ্রাদ্ধ too much or unnecessary talking, words and words. ~কলিn. Indian dance depicting ancient war tales. কথা কাটাকাটিn. arguments and counter-arguments; bandying of words; altercation; hot exchange. কথা কাটাকাটি করাv. to advance arguments and counter-arguments; to bandy words; to altercate; to be engaged in a hot exchange. কথা চালাচালিn. act of telling one's secrets to another; scandal-mongering; gossiping. কথা চালাচালি করা same as কথা চালা । ~চ্ছলে same as কথাপ্রসঙ্গে । ~ন্তরn. altercation; bandying of words; another topic; interval in course of conversation; a breach of promise. ~প্রসঙ্গn. conversation, talk; act of raising a topic; a topic; a context. ~প্রসঙ্গেadv. in course of conversation; incidentally during conversation, by the way. ~বার্তাn. conversation; a talk; a chat. ~বার্তা বলাv. to talk; to chat. ~মতোadv. in keeping with one's words or promise; in obedience to one's order or direction. ~মাত্রn. mere words (having no genuine worth). ~মাত্র সার mere words having no genuine worth, words or promises ending in smoke; false promise. ~মুখn. a preface. ~রম্ভn. the beginning of a story or conversation. ~শিল্পn. creative literary works written in prose such as novels, stories etc. ~শিল্পীn. an author of prose fiction, stories etc. ~শেষn. the end of a story or conversation. ~সাহিত্য same as কথাশিল্প । ~সাহিত্যিক same as কথাশিল্পী ।genitive of definitive of কথা:দ্ব্যর্থ [ dbyartha ] n two meanings, double meanings, ambiguity; equivocation. ☐ a. having two or double meanings; ambiguous; equivocal. দ্ব্যর্থকa. having two or double meanings; ambiguous; equivocal. দ্ব্যর্থককথা a quibble or equivocation. দ্ব্যর্থক শব্দ a double entendre. দ্ব্যর্থকতা, দ্ব্যর্থতাn. ambiguity, equivocalness. দ্ব্যর্থহীনa. unequivocal, unambiguous.
Samsad Bangla Abhidhan
genitive of definitive of কথা:কথা [ kathā ] বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্থরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ~কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ~চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ~ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ~প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ~বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ~রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ~শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা।genitive of definitive of কথা:পাঁচ [ pān̐ca ] বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ]। ~ই, পাঁচুই বি. মাসের পাঁচ তারিখ। ☐ বিণ. পাঁচ তারিখের (পাঁচই পৌষ)।~কথা বি. 1 অনেক কথা; নানা কথা; 2 কটু কথা। ~কান বিণ. নানা জনের কানে যায় এমন; প্রচারিত। ~চুলা, ~চুলো বি. বিশ্রী ও অসমানভাবে চুল ছাঁটা।~জন বি. (আল.) জনসাধারণ (পাঁচজনে কী বলবে?)। ~ফোড়ন বি. রান্নায় ব্যবহৃত পাঁচ রকমের মশলা-জিরে কালোজিরে মেথি মৌরি ও রাঁধুনি। ~মাথা বি. যেখানে পাঁচটি রাস্তা মিশেছে (পাঁচ মাথার মোড়)। ~মিশালি বিণ. বিবিধ দ্রব্যের মিশ্রণজাত; মিশ্রিত। কথ্য~মিশেলি। ~সালা বিণ. পাঁচ সাল বা বছর ধরে ঘটে বা চালু থাকে এমন; পাঁচ বছর মেয়াদি।