অনেকগুলো definitions

Bangla-Tangla Dictionary
plural definitive of অনেক: অনেক – much, many
Samsad Bengali-English Dictionary
plural definitive of অনেক: অনেক [ anēka ] a more than one; many, numerous; various; much, too much; very much; great; most. ☐ pro. many per sons; many a one; excess. ☐ n. (obs.) the universe ('অনেকের পতি' the lord of the universe). ~ত্ব n. plurality. ~ধা adv. & prep. in many ways; in various directions. ~প্রকার, ~বিধ, ~রূপ a. of numerous and various kinds or types or sorts; manifold. অনেক রাত্রিতে adv. late at night. অনেকাংশে adv. largely, to a great extent; in many respects. অনেকানেক a. numerous and various, mainfold. অনেকে pro. many persons; many a one.
Samsad Bangla Abhidhan
plural definitive of অনেক: অনেক [ anēka ] বিণ. 1 একাধিক; 2 বহু, প্রচুর (অনেক চেষ্টা, অনেক তফাতে), নানা (অনেক কথা)। ☐ সর্ব. 1 বহু লোক (অনেকে বলে); 2 প্রচুর ('অনেক দিয়েছ নাথ': রবীন্দ্র)। [সং. ন + এক]। অনেকানেক বিণ. নানান ও বিভিন্ন। ~টা বি. অধিকাংশ, বেশির ভাগ (তীরের অনেকটা ভেঙেছে)। ☐ বিণ. প্রচুর (অনেকটা ভাত)। ☐ ক্রি-বিণ. অধিকাংশ বিষয়ে (সে এখন অনেকটা ভালো)। ~ধা অব্য ক্রি-বিণ. অনেক প্রকারে, নানা দিক থেকে। ~প্রকার, ~বিধ, ~রূপ বিণ. নানারকম। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজের জন্য অনেক লোক জুটে গেলে মতভেদ ইত্যাদির ফলে কাজটাই পণ্ড হয়।

Processing time: 1.18 s