ভাগ definitions

Bangla-Tangla Dictionary
ভাগ[noun] partition, division (math), (+ করা = to divide up, to divide), part, (+ পেওয়া = to get some), an area

2nd person ordinary present simple tense of ভাগা:
ভাগা – to flee

Samsad Bengali-English Dictionary
ভাগ2 [ bhāga2 ] n sharing out, apportionment; partition (দেশ ভাগ); (esp. in math.) division; a piece, a fragment (শতভাগে পরিণত); a share, a portion (সম্পত্তিতে আমার ভাগ); a division of time (দিবাভাগ); a region, a part (নিম্নভাগ). ভাগ করা v. to share out, to apportion; to partition; (esp. in math.) to divide. ভাগ দেওয়া v. to give a share or portion; to allow to participate in (কাজের ভাগ দেওয়া); (in math.) to divide. ভাগ নেওয়া v. to take a share, to share; to participate in. ভাগ পাওয়া v. to get a share; to be allowed to participate in. ভাগের মা গঙ্গা পায় না (fig.) no work can be well executed if the workers do not work jointly; what belongs to all belongs to none. ~চাষি n. a share-cropper. ~ধেয় a. entitled to a share (esp. as an heir or inheritor). ☐ n. a share; revenue; fortune, fate. ~ফল n. (math.) a quotient. ~বাটোয়ারা n. sharing out, apportionment. ~শেষ n. (math.) the remainder (in a sum of division). ~হর a. taking a share, sharing. ~হার n. sharing, act of taking a share; (math.) a method of division. 2nd person ordinary present simple tense of ভাগা: ভাগা2 [ bhāgā2 ] v to flee, to take to one's heels, to slip away.
Samsad Bangla Abhidhan
ভাগ1 [ bhāga1 ] বি. 1 ভাগ্য -র কোমল রূপ ('আজু রজনী হাম ভাগে পোহায়নু': বিদ্যা); 2 (শব্দের শেষে) ভাগ্য (মহাভাগ)। ভাগ2 [ bhāga2 ] বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্থান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ~চাষি বি. যে চাষি কেবল উৎপন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ~ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। ☐ বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ~ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ~বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ~শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ~হর বিণ. অংশগ্রহণকারী। ~হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না। ভাগফল, ভাগবাটোয়ারা, ভাগশেষ, ভাগহর [ bhāgaphala, bhāgabāṭōẏārā, bhāgaśēṣa, bhāgahara ] দ্র ভাগ2 2nd person ordinary present simple tense of ভাগা: ভাগা2 [ bhāgā2 ] ক্রি. বি. পালানো (চাকরটা ভেগেছে)। [হি. ভাগ্না]। ~নো ক্রি. তাড়িয়ে দেওয়া (কুকুরগুলোকে ভাগাও, ভিখিরিকে ভাগিয়ে দিল)। ☐ বি. উক্ত অর্থে (ভিখিরিকে ওভাবে ভাগানো উচিত হল না)। ☐ বিণ. তাড়ানো হয়েছে এমন।

Processing time: 0.6 s