হুকুম definitions

Bangla-Tangla Dictionary
হুকুম – command
Samsad Bangla Abhidhan
হুকুম [ hukuma ] বি. আদেশ, আজ্ঞা; অনুমতি। [আ. হুক্ম]। ~জারি বি. হুকুম-প্রচার। ~, হুক-মত বি. প্রভুত্ব; শাসন; সরকার, গভর্নমেণ্ট। ~তামিল বি. আদেশপালন। ~নামা বি. আদেশপত্র। ~বরদার বি. হুকুম তামিলকারী। ~রদ বি. হুকুম (সাময়িকভাবে) কার্যকর না করা। যো হুকুম যে আজ্ঞা। যো-হুকুম বিণ. বি. আজ্ঞাবহ, স্তাবক (যো-হুকুম লোক, যো-হুকুমের দল)।

Processing time: 0.39 s