রুদ্রের definitions

Bangla-Tangla Dictionary
genitive of রুদ্র: রুদ্র – Rudra [surname] [name]
Samsad Bengali-English Dictionary
genitive of রুদ্র: রুদ্র [ rudra ] n the manifestation of Shiva (শিব) as a destroyer. ☐ a. furious, terrible; destructive. genitive of রুদ্র: রুদ্রাণী [ rudrāṇī ] n (fem. of রুদ্র) shiva's (শিব) wife, Goddess Durga (দুর্গা).
Samsad Bangla Abhidhan
genitive of রুদ্র: রুদ্র [ rudra ] বি. 1 শিব; 2 কুপিত বা ক্রুদ্ধ অবস্থায় শিবের প্রলয়মূর্তি। ☐ বিণ. 1 উগ্র, ভীষণ (রুদ্র রূপ); 2 সংহারক (রুদ্র রোষ)। [সং. রোদি + র, বিকল্পে √ রুদ্ + র]। ~জটা বি. 1 শিবের জটা; 2 লতাবিশেষ। ~তাল বি. সংগীতের তালবিশেষ; তাণ্ডবনৃত্যের তাল। ~বীণা বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ ('হে রুদ্রবীণা বাজো বাজো বাজো': রবীন্দ্র)। ~মূর্তি বিণ. ক্রুদ্ধ চেহারাযুক্ত; ভীষণাকৃতি। রুদ্রাক্ষ বি. শুষ্ক ফলবিশেষ, যা দিয়ে জপমালা প্রস্তুত হয়। রুদ্রাক্ষ-মালা বি. রুদ্রাক্ষ দিয়ে তৈরি জপমালা। রুদ্রাণী বি. (স্ত্রী.) শিবের পত্নী ভবানী।

Processing time: 0.4 s