দৃশ্য definitions

Bangla-Tangla Dictionary
দৃশ্য – scenery, scene
Samsad Bengali-English Dictionary
দৃশ্য [ dṛśya ] n scenery, a sight, a spectacle, a view (পূর্ণিমারাত্রে তাজমহলের দৃশ্য); (of a drama) a scene. ☐ a. (rare) worth seeing, spectacular; that which is to been joyed by seeing (দৃশ্যকাব্য); visible, obvious, apparent (দৃশ্যত). ~কাব্য n. a drama, a play. ~ adv. apparently; manifestly; obviously; visibly. ~দিগন্ত n. (astr.) the visible horizon. ~পট n. a scene that is put up on a stage, scenery. ~মান a. that which is being seen; present to view; visible. ~সংগীত n. dance. দৃশ্যাদৃশ্য a. visible and invisible. দৃশ্যান্তর n. another scene or sight.
Samsad Bangla Abhidhan
দৃশ্য [ dṛśya ] বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্থানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. ☐ বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ~কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ~, (বর্জি.) ~তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।~পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ~মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগৎ)। ~সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য।

Processing time: 0.42 s