ঝুলতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঝোলা: ঝোলা – to hang
Samsad Bengali-English Dictionary
locative of ঝুল: ঝুল [ jhula ] n act of stooping, inclination (অত ঝুল দিলে পড়ে যাবে); vertical or down ward length (জামার ঝুল); soot or dirt caught in cobweb (ঝুলকালি); lamp black, soot (হারিকেনের ঝুল); (coll. & sl.) trash, worthless. imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঝোলা: ঝুলা, ঝোলা [ jhulā, jhōlā ] v to be hung, to hang, to be suspended in the air; (hum.) to be hanged; to swing; to incline towards, to lean to, to tend to; to be still in action, still hanging fire (মামলা ঝুলছে). ঝুলা-ঝুলি, ঝুলোঝুলি n. (rare) repeated or continuous swinging; earnest solicitation (for some length of time). ঝুলানো v. to hang, to suspend in the air; (hum.) to hang by the neck; to suspend or adjourn; to keep in suspense.
Samsad Bangla Abhidhan
locative of ঝুল: ঝুল1 [ jhula1 ] বি. 1 ঝোলার ভাব, আনতি, ঝোঁক (অত ঝুল দিয়ো না; পড়ে যাবে); 2 নীচের দিকে পরিমাপ (জামার ঝুলটা বেশি হয়েছে)। [হি. ঝুল]। locative of ঝুল: ঝুল2 [ jhula2 ] বিণ. (অশা.) বাজে, খারাপ (একটা ঝুল সিনেমা দেখে এলাম)। [ঝুল দ্র (যা ঝুলিয়ে দেয় এই অর্থে)]। locative of ঝুল: ঝুল3 [ jhula3 ] বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)। [তু. হি. ঝোল (ময়লা, ছাই)]। imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঝোলা: ঝুলা, ঝোলা [ jhulā, jhōlā ] ক্রি. বি. 1 লম্বিত হওয়া (কড়িকাঠ থেকে ঝুলছে); 2 দোল খাওয়া (গাছে দড়ি বেঁধে ঝুলছে); 3 পক্ষপাতী হওয়া, কোনো বিশেষ দিকে ঝোঁকা (তার দিকে মন ঝুলেছে)। [বাং. ঝুল + আ]। ~ঝুলি বি. 1 বারবার বা ক্রমাগত ঝোলা; 2 ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)। ~নো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 0.41 s