চোখের definitions

Bangla-Tangla Dictionary
genitive of চোখ: চোখ – eye
Samsad Bengali-English Dictionary
genitive of চোখ: চোখ [ cōkha ] n the eye. চোখ ওঠা v. to be afflicted with ophthalmia or inflammation of the eye. চোখ গালা v. to force out the eyeballs with fingers, to gouge. চোখ ঝলসানো v. to dazzle the eye, to dazzle; to be dazzled. চোখ টাটানো v. to have pain in one's eyes; (fig.) to be stricken with jealousy, to envy. চোখ টেপা, চোখ ঠারা v. to inctitate, to wink (at); to wink significantly. চোখ দেওয়া v. to cast an evil eye on. চোখ ধাঁধানো same as চোখ ঝলসানো । চোখ পাকানো v. to goggle in anger, to roll one's eyes; to frown. চোখ পিটপিট করা v. to blink; to wink. চোখ ফোটা v. (of young birds) to have eyes opened for the first time; (fig.) to be enlightened (esp. suddenly). চোখ বুজে থাকা v. (fig.) to refuse to take notice of, to close eyes to, to connive at. চোখ বোজা v. to close or shut eyes; (fig.) to die. চোখ রাঙ্গানো, চোখ লাল করা v. (lit.) to redden one's eyes; (fig.) to look with angry eyes. চোখ রাখা v. to keep a watch (on), to keep an eye (on). চোখে আঙুল দিয়ে দেখানো v. to show or demonstrate or prove beyond doubt. চোখে চোখে রাখা v. to keep always an eye on; to keep under continuous observation or constant watch or surveillance. চোখে জল আসা v. to have tears in one's eyes, to feel like weeping. চোখে ধুলো দেওয়া v. (fig.) to throw dust in one's eyes, to hoodwink. চোখে-মুখে কথা বলা v. to talk smartly and cleverly; to display one's gift of the gab; to talk overmuch in order to conceal something; to talk too much; to prattle. চোখের আড়ালে out of sight; unobservedly; at one's back. চোখের উপরে before ones eyes. চোখের জল a tear-drop, tear. চোখের জল ফেলা v. to weep, to shed tears. চোখের তারা pupil of the eye. চোখের দেখা act of seeing only and nothing else; seeing only for a moment. চোখের নেশা a fascination of the eye, a strong desire of seeing only and nothing else. চোখের পাতা eyelid. চোখের বালি a mote in one's eye; (fig.) an eyesore. চোখের ভুল illusion; optical illusion. চোখের মণি n. the pupil of the eye; (fig.) a darling, a very dear person. চোখের মাথা খাওয়া (in abuses) to be lacking in ability to see, to fail to take notice (of), to be unobservant. চোখে সরষে ফুল দেখা (fig.) to be dazed (esp. being stricken with fear); to find everything falling to ruin. কটা চোখ brown eyes (as those of a cat). রাঙা চোখ, লাল চোখ eyes reddened with anger or intoxication. সাদা চোখ natural (that is not intoxicated or otherwise affected) vision, plain eyes; চোখখাকি, চোখখাগি a. fem. (in abuses) blind.
Samsad Bangla Abhidhan
genitive of চোখ: চোখ [ cōkha ] বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্থান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাৎ চোখ অপলক অবস্থায় স্থির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিৎসার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ~খাগি, ~খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ~খেগো, ~খেকোচোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্থা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উৎকট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্থিতি।

Processing time: 1.2 s