Off by 2 letters:
টি definitions

Bangla-Tangla Dictionary
টি
1. affectionate definite article [suffix]
2. the letter T [English]
টু definitions

Bangla-Tangla Dictionary
টু [English] two, to, too
টুকি definitions

Samsad Bangla Abhidhan
টুকি [ ṭuki ] বি. শিশুদের লুকোচুরি খেলায় লুকিয়ে থাকা বোঝাতে ধ্বনিবিশেষ (টুকি দিয়েছে)। [দেশি]।
টুঙি definitions

Samsad Bengali-English Dictionary
টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] n a high platform; a house or building on a high platform.
Samsad Bangla Abhidhan
টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. 1 উঁচু মঞ্চ; 2 মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জল-টুঙ্গি দ্র জল
টুঙ্গি definitions

Samsad Bengali-English Dictionary
টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] n a high platform; a house or building on a high platform.
Samsad Bangla Abhidhan
টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. 1 উঁচু মঞ্চ; 2 মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জল-টুঙ্গি দ্র জল
টুনি definitions

Samsad Bengali-English Dictionary
টুনি2 [ ṭuni2 ] a tiny, very small (টুনিবালব).
টুপি definitions

Bangla-Tangla Dictionary
টুপি – hat
Samsad Bengali-English Dictionary
টুপি [ ṭupi ] n a cap, a hat. ~ওয়ালা a. n. one wearing a cap or a hat. টুপি পরানো v. (coll. fig.) to cajole, to coax into taking a responsibility; to deceive, to spoof.
Samsad Bangla Abhidhan
টুপি [ ṭupi ] বি. মাথার আবরণীবিশেষ; শিরস্ত্রাণবিশেষ। [হি. টোপী-তু. পো. topo]। টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)।
টুলি definitions

Samsad Bengali-English Dictionary
টুলি [ ṭuli ] n (used as a sfx.) a locality, a colony or quarters, a town (কুমোরটুলি).
Samsad Bangla Abhidhan
টুলি [ ṭuli ] বি. পল্লি, পাড়া, বসতি (কামারটুলি, বাঙালিটুলি)। [হি. টোলী]।
টুসি definitions

Samsad Bengali-English Dictionary
টুসি, টুসকি [ ṭusi, ṭusaki ] n a flip, to fillip.
Samsad Bangla Abhidhan
টুসকি, টুসি [ ṭusaki, ṭusi ] বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]।
ডুগি definitions

Samsad Bengali-English Dictionary
ডুগি [ ḍugi ] n the smaller one of the pair of a musical instrument of percussion (see তবলা).
Samsad Bangla Abhidhan
ডুগি [ ḍugi ] বি. তবলার সহচর বাদ্যযন্ত্র, বাঁয়া (ডুগি-তবলা)। [তু. হি. ডুগ্গী]।
ভুগি definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of ভোগা: ভোগা – to suffer, to suffer from

1st person present imperative tense of ভোগা:
ভোগা – to suffer, to suffer from

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of ভোগা: ভোগা1 [ bhōgā1 ] n cheating or swindling; deceiving or hoaxing. ভোগা দেওয়া v. to cheat, to swindle; to deceive, to hoax. 1st person present simple tense of ভোগা: ভোগা2, ভোগ [ bhōgā2, bhōga ] v to suffer, to undergo, to sustain (যন্ত্রণা ভোগ); to suffer from (জ্বরে ভুগছে); to be afflicted or troubled or harassed or punished (দুর্বুদ্ধির জন্য ভোগা). ভোগানো v. to cause to suffer or undergo; to cause to suffer from; to afflict or trouble or harass or punish; to give persistent or protracted trouble (এ জ্বর ভোগাবে). ভোগানি n. suffering; affliction; trouble, harassment. 1st person present imperative tense of ভোগা: ভোগা1 [ bhōgā1 ] n cheating or swindling; deceiving or hoaxing. ভোগা দেওয়া v. to cheat, to swindle; to deceive, to hoax. 1st person present imperative tense of ভোগা: ভোগা2, ভোগ [ bhōgā2, bhōga ] v to suffer, to undergo, to sustain (যন্ত্রণা ভোগ); to suffer from (জ্বরে ভুগছে); to be afflicted or troubled or harassed or punished (দুর্বুদ্ধির জন্য ভোগা). ভোগানো v. to cause to suffer or undergo; to cause to suffer from; to afflict or trouble or harass or punish; to give persistent or protracted trouble (এ জ্বর ভোগাবে). ভোগানি n. suffering; affliction; trouble, harassment.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of ভোগা: ভুগা, ভোগা [ bhugā, bhōgā ] ক্রি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (অসুখে ভুগছে)। [বাং. √ ভুগা। ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)। 1st person present simple tense of ভোগা: ভোগা2 [ bhōgā2 ] ক্রি. বি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)। [বাং. √ ভুগা]। ~নো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)। ~ন্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)। 1st person present imperative tense of ভোগা: ভুগা, ভোগা [ bhugā, bhōgā ] ক্রি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (অসুখে ভুগছে)। [বাং. √ ভুগা। ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)। 1st person present imperative tense of ভোগা: ভোগা2 [ bhōgā2 ] ক্রি. বি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)। [বাং. √ ভুগা]। ~নো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)। ~ন্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)।
যুগি definitions

Samsad Bengali-English Dictionary
যুগি [ yugi ] n a Hindu caste originally employed in weaving; a member of this caste.
Samsad Bangla Abhidhan
যুগি [ yugi ] বি. (কথ্য) নাথধর্মাবলম্বী হিন্দু-সম্প্রদায়বিশেষ। [সং. যোগী]।
রুগি definitions

Bangla-Tangla Dictionary
রুগি [noun] patient
Off by 3 letters:
-টি definitions

Bangla-Tangla Dictionary
-টি – suffix for definite article (mild)
আগি definitions

Samsad Bengali-English Dictionary
আগি [ āgi ] n (obs. & poet.) fire.
Samsad Bangla Abhidhan
আগি [ āgi ] বি. (ব্রজ.) আগুন ('হৃদয়ে জ্বলত মঝু আগি': চণ্ডী)। [প্রাক্. আগ্গি < সং. অগ্নি]।
আটি definitions

Samsad Bangla Abhidhan
আঁটি1, আটি [ ān̐ṭi1, āṭi ] বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)। [দেশি]। বোঝার উপর শাকের আঁটি প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়। আঁটিসাঁটি দ্র আঁট
এটি definitions

Samsad Bengali-English Dictionary
এটি [ ēṭi ] pro (affectionately) this thing or creature or person, it, this.
Samsad Bangla Abhidhan
এটি [ ēṭi ] সর্ব. (আদরার্থে) এই বস্তু ব্যক্তি বা প্রাণী। [বাং. এ + টি]।
কটি definitions

Bangla-Tangla Dictionary
কটি
1. how many (intimate)
2. [variant of রা]
Samsad Bengali-English Dictionary
কটি2 [ kaṭi2 ] n the waist; the loin; the hip. ~তট, ~দেশ same as কটি । ~ত্র, ~বন্ধ n. a waistband, a belt, a girdle. ~ভূষণ n. an ornament worn as a girdle by women. ~শূল, ~বাত n. lumbago; sciatica.
Samsad Bangla Abhidhan
কটি2, কটী [ kaṭi2, kaṭī ] বি. কোমর, মাজা; মানবদেহের মধ্যদেশ। [সং. √ কট্ + ই]। ~তট, ~দেশ বি. কোমর। ~ত্র, ~বন্ধ বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt, ~বসন, ~বাস বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাৎ শাড়ি ধুতি ইত্যাদি)। ~বাত, ~শূল বি. কোমরের বাত বা বেদনা। ~ভূষণ বি. চন্দ্রহার, মেখলা। ~সূত্র বি. ঘুনসি।
কটু definitions

Bangla-Tangla Dictionary
কটু – pungent
Samsad Bengali-English Dictionary
কটু [ kaṭu ] a bitter; acrid, pungent (কটুরস); tasting hot (কটু তেল); harsh, acrimonious (কটুবাক্য). কটু হয়ে যাওয়া v. to have the taste or flavour spoilt or fouled, to grow or to run rancid. কটু কথা n. same as কটুক্তি । ~কাটব্য n. pl. bitter reproaches. ~তা, ~ত্ব n. bitterness; pungency; hot taste; harshness, acrimony. কটু তেল n. mustard oil. ~ভাষী a. rude or impolite in speech, foul-spoken, foul mouthed.
Samsad Bangla Abhidhan
কটু [ kaṭu ] বিণ. 1 তেতো; 2 ঝাল (কটু রস); 3 উগ্র, কঠোর (কটু বাক্য); 4 বিস্বাদ (মাখনটা কটু হয়ে গেছে)। [সং. √ কট্ + উ]। ~কাটব্য বি. গালমন্দ, কড়া কথা। ~তা, ~ত্ব বি. কটু ভাব। কটু তেল বি. সরষের তেল। কটুক্তি বি. দুর্বাক্য; গালিগালাজ। কাটব্য [ kāṭabya ] বি. কর্কশতা; রুঢ়তা। [সং. কটু শব্দের সহচর]। কটু-কাটব্য দ্র কটু
গ definitions

Samsad Bengali-English Dictionary
1 [ ga1 ] n the third consonant of the Bengali alphabet. 2 [ ga2 ] sfx indicating; going; going towards (নিম্নগ).
Samsad Bangla Abhidhan
[ g ] বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবৎ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ। দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্থান, নিকট নয় এমন দেশ বা স্থান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।~, ~গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ~গামিনীদূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ~ (-তস্), (বর্জি.) ~তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ~তা, ~ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ~দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ~দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ~দর্শিতাদূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ~দূরান্ত বি. বহু দূরবর্তী স্থান। ~দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ~বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্থিত, দূরস্থ (দূরবর্তী দেশ)। বি. ~বর্তিতা। স্ত্রী. ~বর্তিনী। ~বীক্ষণ, ~বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ~ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ~শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ~স্থ, ~স্থিত বিণ. দূরের, দূরবর্তী। ~হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।

Processing time: 0.6 s