হলও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of হল: হল
1. hall [English]
2. is

conjunctive of 3rd person ordinary past simple tense of হওয়া:
হওয়া – to become, to happen

Samsad Bengali-English Dictionary
conjunctive of হল: হল1 [ hala1 ] n gilding. হল করা v. to gild.~করা a. gilded, gilt. conjunctive of হল: হল2 [ hala2 ] n the main room in a great house, a hall. Also হলঘর । conjunctive of হল: হল3 [ hala3 ] n a plough. ~কর্ষণ করা, ~চালনা করা v. to plough, to till (land). ~চালক n. a ploughman, a tiller (of land), one who drives the plough. ~ধর, ~ভৃৎ same as হলী। ~ভৃতি n. agriculture, cultivation. conjunctive of 3rd person ordinary past simple tense of হওয়া: বিস্ফোরণ [ bisphōraṇa ] n explosion. বিস্ফোরণ ঘটা বা হওয়া v. to explode. conjunctive of 3rd person ordinary past simple tense of হওয়া: হওয়া [ hōẏā ] n being; happening, occurrence; birth; growth; production; collection, formation; accomplishment; performance; procurement; rendering; be coming; setting in; sufficing; the state of being in particular relation with; act of becoming one's own or one's property; fitting. ☐ v. to be; to come into existence, to be created; to happen, to occur, to take place (যুদ্ধ হওয়া); to be born; to grow (ধান হওয়া); to be produced or manufactured; to gather or collect; to form; to be earned or gained; to be acquired (তার টাকা হয়েছে = he has made money); to advance (বেলা হওয়া); to increase, to grow, to add to; to be finished or accomplished or performed; to be procured or obtained; to be rendered or turned into, to be reduced to; to become (রাজা হওয়া); to arrive (সময় হওয়া); to set in (সন্ধ্যা হওয়া); to extend over, to cover (দুদিন হল সে গেছে = it is two days since he went); to be seized or attacked with (ভয় বা জ্বর হওয়া); to fall বৃষ্টি হওয়া ; to be sufficient or ad equate for, to suffice (এ টাকাতেই হবে); to bear a particular relation to (সে আমার কুটুম হয় = he is my relation); to become one's own or one's property (জমিটা তার হল); to fit (জামাটা গায়ে হবে না); to be likely to happen (তা হবে = it may be so, it may happen so). ☐ a. completed, finished; done; performed (হওয়া কাজ). হয়ে আসা v. to drop in temporarily (আসার পথে বাজারটা হয়ে এসো); to be about to terminate or end, to come near the close; to be in the last gasp, to be dying (তার হয়ে এসেছে). conjunctive of 3rd person ordinary past simple tense of হওয়া: হয়2 [ haẏa2 ] v the form of হওয়া in the present tense and third person. হয়কে নয় করা (fig.) to disprove what is true, to undo or unsettle a settled fact. হয়-হয় a. impending, imminent.
Samsad Bangla Abhidhan
conjunctive of হল: হল1 [ hala1 ] বি. সোনার প্রলেপ বা সোনালি প্রলেপ; গিলটি। [আ.]। conjunctive of হল: হল2 [ hala2 ] বি. বড়ো ঘর। [ইং. hall]। conjunctive of হল: হল3 [ hala3 ] বি. লাঙল। [সং. √ হল্ + অ]। ~কর্ষণ, ~চালনা, ~চালন বি. লাঙল দিয়ে জমি চাষ। ~ধর, ~ভৃৎ, হলী (-লিন্) বি. 1 কৃষক; 2 কৃষ্ণের আগ্রজ বলরাম। হলায়ুধ বি. 1 বলরাম; 2 স্মৃতিশাস্ত্রের সুপ্রসিদ্ধ গ্রন্থকার। হল্য বিণ. 1 হলসম্বন্ধীয়; 2 কর্ষণযোগ্য। conjunctive of হল: হলধর [ haladhara ] দ্র হল3 conjunctive of হল: হলায়ুধ [ halāẏudha ] দ্র হল3 conjunctive of হল: হলী [ halī ] দ্র হল3 conjunctive of হল: হল্য [ halya ] দ্র হল3 conjunctive of 3rd person ordinary past simple tense of হওয়া: হওয়া [ hōẏā ] ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উৎপন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্থাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্থিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [< সং. √ ভূ বা √ অস্]। conjunctive of 3rd person ordinary past simple tense of হওয়া: হয়1 [ haẏa1 ] ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ~তো ক্রি-বিণ. সম্ভবত। হয়-হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্থা)। conjunctive of 3rd person ordinary past simple tense of হওয়া: হয়ে [ haẏē ] অব্য. ক্রি-বিণ. 1 পক্ষ সমর্থন করে (তার হয়ে কথা বলার কেউ নেই); 2 প্রতিনিধিস্বরূপ (বাপের হয়ে ছেলেই অতিথিকে অভ্যর্থনা করল); 3 ক্রমশ ঘটা (অন্ধকার হয়ে এল); 4 পথে কোনো স্থান অতিক্রম করে বা কিছু সময় সেখানে কাটিয়ে, ঘুরে (শিয়ালদহ হয়ে শ্যামবাজারে যাওয়া, আসবার সময় বাজারটা হয়ে এসো)। [হওয়া দ্র]। হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)।

Processing time: 0.42 s