শরীরের definitions

Bangla-Tangla Dictionary
genitive of শরীর: শরীর – body, health
Samsad Bengali-English Dictionary
genitive of শরীর: শরীর [ śarīra ] n the body; the physique; ~গত a. lying within the body; of the body; bodily, physical. ~গ্রন্থি n. a bone-joint. ~ a. produced or emerged from the body; (loos.) lying within the body (শরীরজ ব্যাধি); (loos.) of the body (শরীরজ ব্যাপার); bodily; physical. শরীর ধারণ করা v. to assume a body or form or shape; to take one's birth in the world. ~পাত n. impairment or loss of health; death. শরীরপাত করা v. to impair one's health; to sacrifice one's life, to die. ~স্থ a. lying within the body; bodily, physical. শরীরী a. having a body; embodied; corporeal. fem. শরীরিণী । genitive of শরীর: শরীর, শারীরিক [ śarīra, śārīrika ] a bodily, physical; physiological; anatomical; corporal; শারীরিক অবস্থা state of the body, health. শারীরিক দণ্ড বা শাস্তি corporal punishment. শারীরিক পরিশ্রম physical labour. শরীরতত্ত্ব, শরীরবিধান, শরীরবৃত্ত, শরীরবৃত্তি n. physiology. শারীরস্থান n. anatomy.
Samsad Bangla Abhidhan
genitive of শরীর: শরীর [ śarīra ] বি. 1 দেহ; 2 মূর্তি, কায়া। [সং. √ শৃ + ঈর]। ~গত বিণ. 1 শরীরসম্বন্ধীয়. শারীরিক, দেহস্থ; 2 শরীরের অভ্যন্তরস্থ। ~চর্চা বি. শরীর সুস্থ ও সবল রাখার জন্য ব্যায়াম ইত্যাদি। ~ বিণ. শরীর থেকে উৎপন্ন, দেহজাত। শরীর পাত করা ক্রি. বি. অত্যধিক পরিশ্রম করে শরীরকে দুর্বল ও ক্ষয় করা। শরীরী (-রিন্) বিণ. 1 দেহধারী, দেহবিশিষ্ট, মূর্ত (শরীরী রূপ); 2 দেহী; 3 প্রাণী; 4 মানুষ; 5 জীবাত্মা। তু. অশরীরী। স্ত্রী. শরীরিণী

Processing time: 0.45 s