সামান্য definitions

Bangla-Tangla Dictionary
সামান্য – ordinary, banal, generic, insignificant
Samsad Bengali-English Dictionary
সামান্য [ sāmānya ] a ordinary, common, common place, banal, trite; generic; (esp. in log.) general; (pop.) trifling; insignificant; humble; very small in number or amount or degree. ☐ n. (log.) a genus; general or generic properties or characteristics. fem. a. সামান্যা । সামান্য ধর্ম a common or general or generic characteristic or property. সামান্য ভগ্নাঙ্ক, সামান্য ভগ্নাংশ vulgar fraction. সামান্য লক্ষণ a common or general or generic character or sign; a general definition. সামান্য লক্ষণা n. intuition. সামান্য সমীকরণ n. (alg.) simple equation. সামান্যীকরণ n. generalization.
Samsad Bangla Abhidhan
সামান্য [ sāmānya ] বিণ. 1 সাধারণ, গতানুগতিক, বৈশিষ্ট্যবিহীন (সামান্য লোক ছিলেন না); 2 জাতির অথবা বর্গের সকলের মধ্যে বর্তমান (সামান্য ধর্ম); 3 সর্ববিষয়ক; 4 (বাং.) তুচ্ছ (সামান্য ব্যাপার, সামান্য তফাত); 5 অতি অল্প (সামান্য একটু দুধ)। ☐ বি. বর্গের সকলের মধ্যে বিদ্যমান লক্ষণসমূহ, জাতিসাধর্ম্য। [সং. সমান + য]। স্ত্রী. সামান্যা। ~ (-তস্), বর্জি. ~তঃ অব্য. ক্রি-বিণ. সাধারণত। ~তা বি. স্বল্পতা, তুচ্ছতা (আয়োজনের সামান্যতা)।

Processing time: 0.43 s