মুক্ত definitions

Bangla-Tangla Dictionary
মুক্ত – freed, liberated, open
Samsad Bengali-English Dictionary
মুক্ত [ mukta ] a having attained salvation, freed from earthly bondage or ties or attachments (মুক্ত পুরুষ); dispassionate, unaffected, unprejudiced, free (মুক্ত মন); liberal, bountiful; released, freed (কারামুক্ত); extricated (বিপদমুক্ত); acquitted, freed, discharged (দায়মুক্ত); loosened (বন্ধনমুক্ত); cured of, recovered from (রোগমুক্ত); unbolted (মুক্তদ্বার); unobstructed, open, free (মুক্তধারা, মুক্তবায়ু); unrestricted; untied, unfastened, bare (মুক্তকৃপাণ); delivered from or of (গর্ভমুক্ত); rescued; liberated; relieved of (ভয়মুক্ত); removed, cleared. মুক্ত করা v. to give salvation, to free from earthly bondage; to free (from); to release; to extricate; to acquit; to discharge; to loosen; to cure of; to open, to unbolt; to free from obstacles or restrictions; to untie, to unfasten; to unsheathe; to deliver from or of; to rescue; to liberate; to relieve (of); (loos.) to remove, to clear. ~কচ্ছ a. one with the portion of the loincloth hanging loose instead of remaining tucked at the back of the waist between one's legs; (fig.) hurrying excessively and ludicrously, (cp.) having the tail between the legs. ~কন্ঠে adv. in a loud voice; speaking freely or unhesitatingly. ~কেশী a. fem. having one's hair hanging loose. ☐ n. Goddess Kali (কালী). মুক্ত ছন্দ (pros.) free verse. মুক্ত নগরী an undefended or open city; liberated city. ~পুরুষ n. (loos.) a man freed from obstacles or hindrances. মুক্ত বন্দর a free port. ~বেণি a. having hair not tied up in a chignon. ☐ n. the confluence of Tribeni (ত্রিবেণি) at Allahabad. ~হস্ত a. open-handed; munificent, generous. ~হস্তে adv. in an open-handed manner, liberally.
Samsad Bangla Abhidhan
ঋণ [ ṛṇa ] বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ~গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ~চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ~জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ~দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ~পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.~মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ~শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। মুক্ত [ mukta ] বিণ. 1 ত্রাণপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, মুক্তি পেয়েছে এমন (মুক্ত আত্মা); 2 মোহহীন (মুক্ত মন, সংস্কারমুক্ত); 3 উদার (মুক্তহাতে দান); 4 খালাসপ্রাপ্ত (কারামুক্ত); 5 নিষ্কৃতি বা অব্যাহতি পেয়েছে এমন (দায় থেকে মুক্ত, ঋণমুক্ত); 6 আরোগ্যপ্রাপ্ত (রোগমুক্ত); 7 খোলা, উন্মোচিত, নিষ্কাশিত (মুক্ত দ্বার, মুক্ত কৃপাণ); 8 অবাধ, অবারিত (মুক্তাঙ্গন); 9 অব্যাহত (মুক্তধারা, 'মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 1 বন্ধনহীন (মুক্তবেণি); 11 (বাং.) পরিষ্কৃত, সাফ (জঞ্জালমুক্ত)। বিণ. (স্ত্রী.) মুক্তা। ~কচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)। ~কণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়। ~কেশ বি. খোলা চুল। ☐ বিণ. চুল খুলে গেছে এমন। ~কেশা বিণ. (স্ত্রী.) চুল খুলে রয়েছে বা খোলা অবস্থায় রয়েছে এমন; আলুলায়িত কেশযুক্তা। ~কেশী বিণ. (স্ত্রী.) মুক্তকেশা। ☐ বি কালিকাদেবী। মুক্ত ছন্দ বি. ছন্দের বাঁধাধরা নিয়ম যে ছন্দে পালন করা হয় না, free verse. ~পুরুষ বি. যে ব্যক্তি সংসারবন্ধন, পিছুটান ইত্যাদি থেকে মুক্তি পেয়েছে। ~বেণি, ~বেণী বি. খোলা চুল ('মুক্তবেণী পিঠের পরে লোটে': রবীন্দ্র)। ☐ বিণ. বিনুনি বাঁধেনি এমন। ~সঙ্গ বিণ. বিষয়বাসনা-রহিত, আসক্তিহীন। ~হস্ত বিণ. উদার, দানশীল, খোলাহাতে দান করতে পারে এমন।

Processing time: 1.32 s