আগ্রহ definitions

Bangla-Tangla Dictionary
আগ্রহ – interest, enthusiasm
Samsad Bengali-English Dictionary
আগ্রহ [ āgraha ] n eagerness; zeal, earnestness, intentness, an intent desire; an inclination; wistfulness. আগ্রহাতিশয় n. excessive eagerness or zeal or affection or wistfulness. আগ্রহান্বিত a. eager; zealous; intent; intently desirous; inclined (to); wistful.
Samsad Bangla Abhidhan
আগ্রহ [ āgraha ] বি. 1 ঝোঁক, উৎসাহ (লেখাপড়ায় আগ্রহ); 2 বিশেষ প্রবৃত্তি, আসক্তি; 3 ঐকান্তিক চেষ্টা বা ইচ্ছা। [সং. আ + √ গ্রহ্ + অ]। আগ্রহাতি-শয় বি. অতিশয় আগ্রহ, অতিশয় উৎসাহ বা আসক্তি। আগ্রহান্বিত, আগ্রহী বিণ. আগ্রহ বা উৎসাহ আছে এমন, উৎসুক (শিখতে আগ্রহী, এ ব্যাপারে আমি বেশ আগ্রহান্বিত বোধ করছি)।

Processing time: 0.44 s