রাত্রি definitions

Bangla-Tangla Dictionary
রাত্রি – night
Samsad Bengali-English Dictionary
রাত্রি [ rātri ] n night; night-time, night-tide (also রাত্রিকাল); (fig.) obscurity (জীবনের রাত্রি নামা). রাত্রি হয়েছে v. it is night. রাত্রি ভোর হওয়া v. to dawn. ~কালীন a. nightly, nocturnal. ~কালে adv. by night, at night. ~চর, ~ঞ্চর a. active by night; nightfaring. fem. ~চরী, ~ঞ্চরী । ~জাগরণ করা v. to keep awake by night. ~বাস n. passing the night; night-rest; night-at tire, night-clothes, night-dress, night gear, a night-gown, a nighty, a nightie. ~বেলা, ~যোগে , adv. by night, at night.
Samsad Bangla Abhidhan
রাত্তির [ rāttira ] বি. রাত্রি -র কথ্য রূপ। রাত্রি [ rātri ] বি. সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন সময়, নিশা, যামিনী, রজনী। [সং. রা + ত্রি]। ~চর, ~.ঞ্চর বিণ. রাত্রিতে বিচরণকারী। ☐ বি. 1 রাক্ষস 2 চোর। স্ত্রী. ~চরী, ~ঞ্চরী। ~জাগরণ বি. রাতে না ঘুমানো। ~পুষ্প বি. নালফুল। ~বাস বি. 1 রাত্রিযাপন, রাত কাটানো 2 রাতে অবস্থান; 3 রাতে যে-পোশাক পরে ঘুমানো হয়। ~বেলা বি. রাত্রি। ☐ ক্রি-বিণ. রাত্রিতে, নিশাকালে, রাতের বেলা। ~মণি বি. চাঁদ, নিশাকর। ~রাত্র্যন্ধ বিণ. রাতকানা।

Processing time: 0.41 s