Bangla-Tangla Dictionary
আরও – more
conjunctive of আর:
আর –
1. and, more
2. the letter R [English]
conjunctive of genitive of আ:
আ
– [English] a
Samsad Bengali-English Dictionary
আর [ āra ] conj and, and also (রাম আর শ্যাম); or (বাঁচা আর মরা), or not. ☐ adv. else, more (আর কী বলব); enough (আর কেন); no more (আর কান্না নয়); at the same time, simultaneously, but (শক্তের ভক্ত আর নরমের যম); on the other hand, yet in return (সে তোমার উপকার করে আর তুমি তার নিন্দা কর); in future, again (আর যেন এমন না হয়); still now, still then (আর কেন আশা কর); at present, now (আর সেদিন নেই); moreover, be sides, in addition to that (আর দেখ); ever (বিড়ালে কি আর মাছ খাওয়া ছাড়ে); ever before or after (এমন আর দেখিনি বা দেখব না); since then (সেই গেল আর ফিরল না); of course, certainly (তুমি তো আর বোকা নও). ☐ a. other, another, different (আর লোকেরা, আর কেউ); past, last (আর বছর সে এসেছিল); coming, next. (আর সপ্তাহে যাব). ☐ pro. another person or thing, the other person or thing, a different person or thing (আরটি কোথায়, আরে কি বলে). আর আর all other. আরও a. more. ☐ adv. still more; further, moreover. আর বার on the other occasion; another time; once again, once more. আর সব and others.
conjunctive of আর:
আর [ āra ] conj and, and also (রাম আর শ্যাম); or (বাঁচা আর মরা), or not. ☐ adv. else, more (আর কী বলব); enough (আর কেন); no more (আর কান্না নয়); at the same time, simultaneously, but (শক্তের ভক্ত আর নরমের যম); on the other hand, yet in return (সে তোমার উপকার করে আর তুমি তার নিন্দা কর); in future, again (আর যেন এমন না হয়); still now, still then (আর কেন আশা কর); at present, now (আর সেদিন নেই); moreover, be sides, in addition to that (আর দেখ); ever (বিড়ালে কি আর মাছ খাওয়া ছাড়ে); ever before or after (এমন আর দেখিনি বা দেখব না); since then (সেই গেল আর ফিরল না); of course, certainly (তুমি তো আর বোকা নও). ☐ a. other, another, different (আর লোকেরা, আর কেউ); past, last (আর বছর সে এসেছিল); coming, next. (আর সপ্তাহে যাব). ☐ pro. another person or thing, the other person or thing, a different person or thing (আরটি কোথায়, আরে কি বলে). আর আর all other. আরও a. more. ☐ adv. still more; further, moreover. আর বার on the other occasion; another time; once again, once more. আর সব and others.
conjunctive of genitive of আ:
আ1 [ ā1 ] n the second vowel of the Bengali alphabet.
conjunctive of genitive of আ:
আ2 [ ā2 ] int expressing: surprise, bewilderment, delight, relief, regret, vexation, aversion, anxiety, suspense, fright, consternation; ah, oh.
conjunctive of genitive of আ:
আ3 [ ā3 ] pfx denoting: a little, slight (আকম্প); thorough (আক্ষিপ্ত); starting from (আজন্ম, আসমুদ্র); up to (আকন্ঠ, আমরণ); during the whole of, through out (আজীবন); including (আচণ্ডাল) contrary to (আগমন); implying negation up-, non-(আকাটা); perverted, vile (আকথা); bad, disagreeable, unsuitable, difficult, hard (আঘাট, আকাল) etc.
Samsad Bangla Abhidhan
আর [ āra ] সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপৎ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। ☐ বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। ☐ সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর > আবার > আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)।
আরও [ ārō ] দ্র আর।
conjunctive of আর:
আর [ āra ] সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপৎ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। ☐ বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। ☐ সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর > আবার > আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)।
conjunctive of আর:
আরও [ ārō ] দ্র আর।
conjunctive of genitive of আ:
আ1 [ ā1 ] বাংলার দ্বিতীয় স্বরবর্ণ এবং নিম্ন কেন্দ্রীয় বিবৃত আ-ধ্বনি দ্যোতক বর্ণ।
conjunctive of genitive of আ:
আ2 [ ā2 ] অব্য. আনন্দ, বিস্ময় বিরক্তি খেদ প্রভৃতি জ্ঞাপক শব্দ (আ মর, আ কপাল)।
conjunctive of genitive of আ:
আ3 [ ā3 ] অব্য. ঈষৎ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)।