পাতাটি definitions

Bangla-Tangla Dictionary
definitive of পাতা: পাতা
1. leaf, lid (of an eye)
2. to spread, to lay out
Samsad Bengali-English Dictionary
definitive of পাতা: পাতা1 [ pātā1 ] a (used as a sfx.) one who preserves or protects (বিশ্ব পাতা). definitive of পাতা: পাতা2 [ pātā2 ] n a leaf (of a tree or a book); a page (of a book); a leaf of banana or sal (শাল) used as a dinner-plate; a tree leaf used in writing as a substitute for paper; a pleat, a plait, a braid; a lid (চোখের পাতা); the flat surface (পায়ের পাতা). চোখের পাতা the eyelid. পায়ের পাতা the instep; the foot. পাতা করা v. to arrange for dinner by laying leaves of banana or sal (শাল); to lay the table. পাতা কাটা v. to plait or braid (hair). ~-কাটা a. plaited, braided. পাতচাটা same as পাতচাটা (see পাত2). পাতা-পা a. flat-footed; web-footed. পাতা পাতা v. same as পাতা করা and পাত পাড়া (see পাত2). পাতা কুড়ানি , (coll.) পাতা-কুড়ুনি a. fem. earning one's livelihood by collecting dried leaves of trees; extremely indigent. ☐ n. fem. such a woman. definitive of পাতা: পাতা3 [ pātā3 ] v to spread, to lay out (বিছানা পাতা); to place ready for use (পাত পাতা); to lay (ফাঁদ পাতা); to install (পূজার ঘট পাতা); to set up, to establish (সংসার পাতা, দোকান পাতা); to set, to em ploy (আড়ি পাতা, কান পাতা); to stretch out to catch or hold (হাত পাতা); to bend down submissively (পিঠ পাতা); to curdle, to congeal, to freeze (দই পাতা).
Samsad Bangla Abhidhan
definitive of পাতা: পাত2 [ pāta2 ] বি. 1 গাছ বই প্রভৃতির পাতা (কলার পাত); 2 ধাতুর পাতলা চাদর (লোহার পাত); 3 ভোজনে ব্যবহৃত থালা পাতা ইত্যাদি পত্র (ওই পাতে দই দাও, পাত পেড়ে বসে পড়ি)। [সং. পত্র]। পাত করা ক্রি. বি. আহারের জন্য কলাপাতা ইত্যাদি বিছানো, ঠাঁই করা। ~ক্ষীর বি. ঘন ক্ষীরবিশেষ। ~খোলা বি. আধপোড়া মাটির পাত্র। ~গালা বি. গাছের পাতার মতো গালার পাতলা পাতা। ~চাটা দ্র পাতা2। ~ড়া বি. উচ্ছিষ্ট পাতা; কলাপাতায় খাওয়ার প্রণালীবিশেষ বা ওইভাবে আহার করা খাদ্য। ~তাড়ি বি. কাগজের বদলে লেখার জন্য ব্যবহৃত (তালগাছের) পাতার আঁটি। পাততাড়ি গুটানো ক্রি. বি. পালানো, প্রস্থান করা; দোকানপাট ইত্যাদি তুলে দেওয়া। পাতা পাতা ক্রি. বি. কোথাও নিমন্ত্রণ খেতে বসে যাওয়া। definitive of পাতা: পাতা1 [ pātā1 ] (-তৃ) বিণ. পালক, রক্ষক (বিশ্বপাতা)। [সং. √ পা + তৃ]। definitive of পাতা: পাতা2 [ pātā2 ] বি. 1 পত্র (গাছের পাতা); 2 বইয়ের পৃষ্ঠা (তিনের পাতা); 3 ভোজনপাত্ররূপে ব্যবহৃত বৃক্ষপত্র (পাতা ফেলা); 4 পাতার মতো বিন্যাস (পাতা-কাটা চুল); 5 চোখের পল্লব। [সং. পত্র]। পাতা করা ক্রি. বি. আহারের জন্য আসন পাতা। ~কুড়ুনি (বর্জি.) ~কুড়ুনী বিণ. অপরের উচ্ছিষ্ট পাতায় যা থাকে তাই কুড়িয়ে খায় এমন, অতি দরিদ্র। ~চাটা, পাত-চাটা বিণ। অপরের উচ্ছিষ্ট পাতা চেটে বেড়ায় এমন হীন বা অনুগ্রহপ্রার্থী। definitive of পাতা: পাতা3 [ pātā3 ] ক্রি. বি. 1 বিস্তারিত করা (আঁচল পাতা); 2 বিছানো (বিছানা পাতা, আসন পাতা); 3 স্থাপন করা (ঘট পাতা, সংসার পাতা); 4 সামনো নোয়ানো বা মেলে দেওয়া (মাথা পাতা, হাত পাতা); 5 নিয়োগ করা (কান পাতা, আড়ি পাতা); 6 আয়োজন করা, প্রস্তুত করা (ফাঁদ পাতা); 7 জমাট বাঁধার ব্যবস্থা করা (দই পাতা); ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ পাৎ (সং. √ পৎ + ণিচ্) + আ]। ~নো ক্রি. বি. বিস্তারিত করানো; বিছিয়ে নেওয়ানো; সামনে মেলে দেওয়ানো; প্রস্তুত করানো; স্থাপন করানো; সম্বন্ধ স্থাপন করা (বন্ধুত্ব পাতানো); জমাট বাঁধানো। ☐ বি. প্রথম দুই অর্থে। ☐ বিণ. অন্যের দ্বারা বিছিয়ে নেওয়া হয়েছে এমন; জন্মগত নয় এমন; কৃত্রিম (পাতানো সম্পর্ক)। definitive of পাতা: পাতা4 [ pātā4 ] বি. গোড়ালি থেকে আঙুল পর্যন্ত পায়ের যে অংশ পেতে বা ফেলে হাঁটা নয়। [পাতা3 দ্র]। definitive of পাতা: পাতানো [ pātānō ] দ্র পাতা3

Processing time: 0.4 s