পাশে definitions

Bangla-Tangla Dictionary
পাশে – beside

locative of পাশ:
পাশ
1. side
2. [variant of পাস]; a pass, passing an exam (+ করা = to pass an exam)

Samsad Bengali-English Dictionary
পাশে [ pāśē ] adv. & prep on or to the side of; alongside; beside; by the side of; side wise; in presence or company of. locative of পাশ: পাশ1 [ pāśa1 ] n act of passing an examination; a written permission, a pass (গেটপাশ) a free or complimentary ticket (রেলের বা থিয়েটারের পাশ). ☐ a. got through an examination, passed. পাশ করা v. to pass (an examination); to sanction or pass. পাশ করানো v. to help or make one pass an examination; to let (one) pass through (as a gate). পাশ হওয়া v. to pass an examination; to be passed or sanctioned; to be allowed to pass through. পাশ নম্বর n. (in examination or test) pass marks. locative of পাশ: পাশ2 [ pāśa2 ] n an apparatus for spraying, a spray (গোলাপপাশ). locative of পাশ: পাশ3 [ pāśa3 ] n an ancient Indian missile by throwing which an adversary could be fastened (cp. lasso); a tie, a noose, a bond, bondage (ভুজপাশ, স্নেহপাশ); a trap, a snare (মায়াপাশ); a string, a rope; a bunch or tuft of longish things (কেশপাশ). locative of পাশ: পাশ5, পাশক [ pāśa5, pāśaka ] n (playing) dice. locative of পাশ: পাশী [ pāśī ] a armed with the ancient missile for binding an adversary (see পাশ3). ☐ n. Varuna (বরুণ) the river-god or Yama (যম) the god of death; a hunter, a fowler.
Samsad Bangla Abhidhan
locative of পাশ: পাশ1 [ pāśa1 ] বি. 1 সাফল্য (পরীক্ষায় পাশ); 2 অনুমতিপত্র, ছাড়পত্র, বিনামূল্যে বা স্বল্পমূল্যে ভ্রমণের ছাড়পত্র (রেলের পাশ)। ☐ বিণ. মঞ্জুর (বিল পাশ হওয়া)। [ইং. pass]। locative of পাশ: পাশ2 [ pāśa2 ] বি. সুগন্ধ জল প্রভৃতি ছিটাবার পাত্রবিশেষ (গুলাবপাশ)। [ফা. পাশ]। locative of পাশ: পাশ3 [ pāśa3 ] বি. 1 প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ; 2 বন্ধন, ফাঁস (ভুজপাশ); 3 ফাঁদ, জাল (পাশবদ্ধ); 4 রজ্জু, দড়ি; 5 গুচ্ছ, রাশি বা প্রাচুর্য, সমাসের উত্তরপদে (কেশপাশ); 6 (তন্ত্রে) পশুজীবের বন্ধন, অজ্ঞান (পাশমুক্তি)। [সং. √ পশ্ (বন্ধন) + অ]। locative of পাশ: পাশ4 [ pāśa4 ] বি. 1 পার্শ্ব (পাশে বসা); 2 সামীপ্য, নৈকট্য (তুমি পাশে থাকলে আমার ভয় করবে না); 3 ধার, প্রান্ত (অত পাশে যেয়ো না)। [সং. পার্শ্ব]। পাশ কাটানো ক্রি. বি. 1 এক পাশ দিয়ে ঘেঁষে চলে যাওয়া বা অতিক্রম করে যাওয়া; 2 সরে দাঁড়ানো; 3 এড়িয়ে যাওয়া। ~বালিশ দ্র বালিশপাশ দেওয়া ক্রি. বি. 1 পথ দেওয়া, পথ ছেড়ে দেওয়া; 2 তাসখেলায় দান ছেড়ে দেওয়া। locative of পাশ: পাশ5, পাশক [ pāśa5, pāśaka ] বি. খেলার পাশা, অক্ষ। [সং. √ পশ্ + অ, অক]। ~ক্রীড়া বি. পাশাখেলা।

Processing time: 1.24 s