Off by 5 letters:
ডি definitions

Bangla-Tangla Dictionary
ডি – the letter D [English]
ডিঙা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ডিঙানো: ডিঙানো – to jump across
Samsad Bengali-English Dictionary
ডিঙা1, ডিঙ্গা2 [ ḍiṅā1, ḍiṅgā2 ] n a boat, a vessel; a sailing ship. ডিঙা2, ডিঙ্গ2 [ ḍiṅā2, ḍiṅga2 ] n act or state of standing tiptoe. ডিঙা মারা v. to stand or skip tip toe. ডিঙা মেরে চলা v. to skip along on tiptoe. 2nd person intimate present imperative tense of ডিঙানো: ডিঙানো [ ḍiṅānō ] v to cross by leaping, to leap over (সাগর ডিঙানো); to cover by leaping (সাত মিটার ডিঙানো).
Samsad Bangla Abhidhan
ডিঙা1 [ ḍiṅā1 ] বি. ছোট হালকা নৌকাবিশেষ। [দেশি]। ডিঙা2 [ ḍiṅā2 ] ক্রি. ডিঙানো। [তু. তেলু. ডিগু]। ~নো ক্রি. বি. উল্লঙ্ঘন করা, লাফিয়ে পার হওয়া (নর্দমা ডিঙিয়ে পার হওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে। ডিঙা3, (চলিত) ডিঙি1 [ ḍiṅā3, (calita) ḍiṅi1 ] বি. পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো অবস্থা বা লাফ। [তু. ডিঙা2]। ডিঙি মারা, ডিঙা মারা ক্রি. বি. ওইভাবে দাঁড়ানো বা লাফানো। 2nd person intimate present imperative tense of ডিঙানো: ডিঙা2 [ ḍiṅā2 ] ক্রি. ডিঙানো। [তু. তেলু. ডিগু]। ~নো ক্রি. বি. উল্লঙ্ঘন করা, লাফিয়ে পার হওয়া (নর্দমা ডিঙিয়ে পার হওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে।
ডিবা definitions

Samsad Bangla Abhidhan
ডিবা, (কথ্য) ডিবে [ ḍibā, (kathya) ḍibē ] বি. 1 কোটা (পানের ডিবা, নস্যির ডিবে); 2 কেরোসিন জ্বালাবার টেমি বা ছোট পাত্র। [তেলু. ডব্বি-তু. হি. ডিব্বা]।
বডিস definitions

Samsad Bengali-English Dictionary
বডিস [ baḍisa ] n a bodice; bra.
বা definitions

Bangla-Tangla Dictionary
বা
1. variant of বাঃ
2. or, maybe

2nd person intimate present imperative tense of বাওয়া:
বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)

Samsad Bengali-English Dictionary
বা2 [ bā2 ] con or ☐ adv. possibly, perhaps (হবেও বা); alternatively (তুমিই বা গেলে); used to emphasize a question (হবেই বা না কেন ?). 2nd person intimate present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). 2nd person intimate present imperative tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2
Samsad Bangla Abhidhan
বা2 [ bā2 ] বি. (ব্রজ ও প্রা. কা.) বাতাস ('গিরীষির বা': বিদ্যা.)। [সং. বাত]। বা3 [ bā3 ] অব্য. 1 বিকল্প (যাই বা না যাই); 2 কিংবা, অথবা (সে বা তুমি); 3 সম্ভাবনাসূচক বা সন্দেহসূচক (হবেও বা); 4 প্রশ্নাত্মক (তুমিই বা গেলে না কেন?); 5 বিতর্কে নিশ্চয়াত্মক (কেনই বা হবে না?); 6 বিকল্পবাচক ('কোথাও বা ধানখেত জলে আধো ডোবা': রবীন্দ্র)। [সং. √ বা + ক্বিপ্]। 2nd person intimate present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 2nd person intimate present imperative tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
বি definitions

Bangla-Tangla Dictionary
বি – the letter B [English]
Samsad Bengali-English Dictionary
বি- [ bi- ] pfx denoting: opposition or antipathy, and (বিপক্ষ); lack, non-, un (বিকল); badness or wrongness, mis in(বিপথ); speciality or uncommon ness (বিখ্যাত) etc.
Samsad Bangla Abhidhan
বি [ bi ] বৈপরীত্য (বিপক্ষ); অভাব, বিহীনতা (বিগুণ, বিকল), মন্দত্ব (বিপথ), বিকার (বিবর্ণ), বিশেষ (বিখ্যাত) প্রভৃতি ভাবসূচক উপসর্গবিশেষ। [সং.]।
বিকা definitions

Samsad Bangla Abhidhan
বিকা [ bikā ] ক্রি. বিকানো। [সং. বি + √ ক্রী + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বিক্রীত হওয়া, বিক্রয় হয়ে যাওয়া (পচা মাল সহজে বিকায় না); 2 (আল.) বিলিয়ে দেওয়া (ধর্মবোধ বিকিয়ে দেওয়া); 3 গৃহীত বা আদৃত হওয়া (কেবল নামেই বিকাবে না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।
বিঘা definitions

Bangla-Tangla Dictionary
বিঘা – 1/3 of an acre (14400 square feet)
Samsad Bengali-English Dictionary
বিঘা [ bighā ] n a measure of flat area (= 64 sq. cubits = ⅓ or .33 acre approx). বিঘাকালি n. (arith.) square-measure in terms of bighas (বিঘা).
Samsad Bangla Abhidhan
বিঘা [ bighā ] বি. ভূমির পরিমাণবিশেষ, কুড়ি কাঠা বা 144 বর্গফুট পরিমাণ। [প্রাকৃ. বিগ্গহ < সং. বিগ্রহ]। ~কালি বি. বিঘার হিসাবে জমির পরিমাণ।
বিছা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of বিছানো: বিছানো – to spread out or lay out something
Samsad Bengali-English Dictionary
বিছা [ bichā ] n the scorpion; a kind of broad necklace (usu. বিছাহার). 2nd person intimate present imperative tense of বিছানো: বিছানো [ bichānō ] v to spread (মাদুর বিছানো); to scatter or strew or lay (কাঁকর বিছানো).
Samsad Bangla Abhidhan
বিছা1 [ bichā1 ] বি. 1 বৃশ্চিক, বিছে; 2 বিছেহার, কণ্ঠভূষণবিশেষ। [প্রাকৃ. বিচ্ছা < সং. বৃশ্চিক]। বিছা2 [ bichā2 ] ক্রি. বিছানো (চাদর বিছাও)। [< সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ~নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)। বিছানা [ bichānā ] বি. শয্যা। [বিছা2 দ্র]। বিছানো [ bichānō ] দ্র বিছা2 2nd person intimate present imperative tense of বিছানো: বিছা2 [ bichā2 ] ক্রি. বিছানো (চাদর বিছাও)। [< সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ~নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)।
বিটা definitions

Samsad Bengali-English Dictionary
বিটা [ biṭā ] n beta. বিটা-কণা n. beta-particles. বিটা-রশ্মি n. beta-rays.
বিদা definitions

Samsad Bangla Abhidhan
বিদা, [ bidā, ] (চলিত) বিদে বি. খেদ আঁচড়ে তৃণাদি তোলার জন্য চিরুনি মতো লোহার তৈরি চাষের যন্ত্রবিশেষ। [সং. বিদ্ধক]। বিদে-কাটি, বিদে-কাঠি বি. উক্ত যন্ত্রের শলাকা। বিদে [ bidē ] দ্র বিদা
বিদ্যা definitions

Bangla-Tangla Dictionary
বিদ্যা – an academic subject, knowledge
Samsad Bengali-English Dictionary
বিদ্যা [ bidyā ] n learning; erudition; scholarship; skill; a subject of study (সর্ববিদ্যা বিশারদ); a science (পদার্থবিদ্যা) ; an art (জাদুবিদ্যা, চুরিবিদ্যা); philosophy. বিদ্যার জাহাজ a prodigy of learning; (cp.) a walking encyclopaedia. বিদ্যার বহর (facet.) range of knowledge, extent of learning. ~গম n. acquirement of learning. ~চর্চা n. culture or cultivation of learning; practice of learning; acquisition of knowledge. ~দাতা n. a teacher; a preceptor (fem. a preceptress), a guru. fem. ~দাত্রী । ~দান n. imparting of knowledge or learning. বিদ্যাদান করা v. to teach; to impart learning gratuitously. ~দেবী n. Saraswati (সরস্বতী) the goddess of learning. ~ধন n. knowledge conceived as wealth. ~ধর n. one of an order of demi-gods famous for their personal beauty and skill in mu sic. fem. ~ধরী । ~নিধি n. an ocean of learning: a title conferred on a scholar. বিদ্যানুরাগ n. love of learning, attachment to learning. বিদ্যানুরাগী a. fond of or attached to learning. fem. বিদ্যানুরাগিণী । বিদ্যানুশীলন same as ~চর্চা । বিদ্যানুশীলন করা v. to cultivate learning or a science; to study. ~পীঠ n. a centre of learning; an academy; a school. ~বতী fem. of বিদ্যাবান ।~বত্তা n. possession of learning, scholarship. ~বল n. power or force of learning. ~বান a. learned. ~বিনোদ n. delight of Goddess Saraswati (সরস্বতী): a title conferred on a scholar. ~বিশারদ a. vastly learned. ☐ n. a title conferred on a scholar. ~ব্যবসায়ী a. & n. one who teaches professionally. ~ভূষণ n. an ornament of learning: a title conferred on a scholar. বিদ্যাভ্যাস same as বিদ্যাচর্চা । বিদ্যাভ্যাস করা v. to learn an art or science; to study; to learn one's lessons. ~মন্দির, বিদ্যায়তন n. a temple of learning; a school. ~রত্ন n. a jewel of learning; a title conferred on a scholar. বিদ্যারম্ভ n. initiation into one's studies (esp. with religious so lemnities). বিদ্যারম্ভ করা v. to commence one's studies (esp. with religious so lemnities). বিদ্যার্জন same as বিদ্যালাভ । বিদ্যার্থী a. desirous of acquiring learning; (loos.) engaged in studies. ☐ n. one who is desirous of acquiring learning; (loos.) a student, a scholar, a pupil, fem. বিদ্যার্থিনী । ~লব্ধ a. gained or earned by learning. ~লয় n. a school; an academy; (rare) a college; an institution; an institute; a seminary. বিদ্যালয়ের ছুটির দিন a school holiday. বিদ্যালয়ের ছুটির সময় closing time of a school; school vacation. বিদ্যালয়ের সময় school time; school hours. ~লাভ n. acquisition of learning; act of receiving education. বিদ্যালাভ করা v. to acquire learning; to receive education, to have one's education. ~শিক্ষা n. learning; act of receiving education. বিদ্যাশিক্ষা করা v. to learn; to receive education. ~শূন্য a. unlearned, uneducated; ignorant. ~সাগর same as বিদ্যানিধি ।~হীন same as বিদ্যাশূন্য । fem. বিদ্যাহীনা ।
Samsad Bangla Abhidhan
বিদ্যা [ bidyā ] বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ~কেন্দ্র, ~য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ~চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ~দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.~দাত্রী। ~দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ~দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ~দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ~দেবী বি. সরস্বতী দেবী। ~ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ~ধরী। ~নিকেতন বি. বিদ্যালয়। ~নিধি, ~র্ণব, ~সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ~নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ~নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ~নু-রাগিণী। ~পীঠ, ~মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ~বত্তা বি. পাণ্ডিত্য। ~বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ~বতী। ~বিনোদ, ~বিশারদ, ~ভূষণ, ~রত্ন, ~লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ~বিহীন, ~হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ~বিহীনা, ~হীনা। ~ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ~ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ~য়তন বি. বিদ্যালয়া। ~রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ~র্জন বি. বিদ্যাশিক্ষা। ~র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। ☐ বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ~র্থিনী। ~লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ~লাপ বি. শাস্ত্র আলোচনা। ~শ্রম বি. বিদ্যালয়। ~হীন বিণ. অশিক্ষিত, মূর্খ।
বিধা definitions

Samsad Bengali-English Dictionary
বিধা [ bidhā ] n sort, kind, variety, type; manner, mode; arrangement (সুবিধা) .
Samsad Bangla Abhidhan
বিধ [ bidha ] বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিধা শব্দের রূপ; প্রকার (নানাবিধ, বহুবিধ)। [সং. √ বিধ্ + অ]। বিধা [ bidhā ] বি. 1 প্রকার, রকম (-বিধ দ্র); 2 ব্যবস্থা (সুবিধা)। [সং. √ বিধ্ + অ + আ]।
বিনা definitions

Bangla-Tangla Dictionary
বিনা – except, without
Samsad Bengali-English Dictionary
বিনা [ binā ] prep except, without, save, but; excluding.
Samsad Bangla Abhidhan
বিনা1 [ binā1 ] অব্য. ভিন্ন, ছাড়া, ব্যতীত (বিনা প্রমাণে, বিনামূল্যে, 'দুঃখ বিনা সুখভোগ হয় কি মহীতে')। [সং. বি + না]। বিনা বাক্যব্যয়ে ক্রি-বিণ. কোনো কথা না বলে (বিনা বাক্যব্যয়ে পিতার আদেশ মেনে নিল)। বিনা বাধায় ক্রি-বিণ. কোনো বাধা না পেয়ে, অপ্রতিহতভাবে। ~মূল্যে ক্রি-বিণ. কোনো মূল্য ছাড়াই, মাগনা। বিনা2 [ binā2 ] ক্রি. বিনানো, রচনা করা, বানানো। [সং.√ বর্ণ্ + বাং. আ]। ~নো, বিননো ক্রি. বি. 1 বেণি রচনা করা; 2 জড়িয়ে বেণির মতো করা; 3 ধীরে ধীরে বিস্তারিত করে বর্ণনা করা বা বিলাপ করা (বিনিয়ে বিনিয়ে বলা)। ☐ বিণ. জড়িয়ে বেণির মতো করা হয়েছে এমন। বিনানো [ binānō ] দ্র বিনা2 বিনু [ binu ] (ব্রজ. ও প্রা. বাং.) বিনা -র কোমল রূপ ('তাহা বিনু আর কারো নই': জ্ঞান)।
বিভা definitions

Samsad Bengali-English Dictionary
বিভা [ bibhā ] n glow; lustre; shine; a ray, a beam; light; beauty.
Samsad Bangla Abhidhan
বিভা [ bibhā ] বি. 1 প্রভা, দীপ্তি, কিরণ ('তোমার নয়নে দিব্য বিভা': রবীন্দ্র); 2 সৌন্দর্য। [সং. বি + √ ভা + অ + আ]। ~কর, ~বসু বি. সূর্য। বিভাকর [ bibhākara ] দ্র বিভা বিভাবসু [ bibhābasu ] দ্র বিভা
বিমা definitions

Bangla-Tangla Dictionary
বিমা – insurance (+ করা = to insure)
Samsad Bengali-English Dictionary
বিমা [ bimā ] n insurance. বিমা করা v. to insure. বিমার কিস্তি an insurance premium. বিমার দালাল an insurance agent. অগ্নিবিমা n. fire-insurance. জাহাজি বিমা marine insurance. জীবনবিমা n. life insurance. ~কারী n. the insured (বিমাকারী ব্যক্তি). or the insurer (বিমা প্রতিষ্ঠান). ~পত্র n. an insurance policy.
Samsad Bangla Abhidhan
বিমা, (বর্জি.) বীমা [ bimā, (barji.) bīmā ] বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। ~পত্র বি. বিমার দলিল, insurance policy.
বিলা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of বিলানো: বিলানো – to distribute, to
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of বিলানো: বিলানো [ bilānō ] v to give away or distribute (esp. in charity).
Samsad Bangla Abhidhan
বিলা [ bilā ] ক্রি. বিলানো, বিতরণ করা। [বাং. √ বিলা]। 2nd person intimate present imperative tense of বিলানো: বিলানো [ bilānō ] ক্রি. বি. বিনামূল্যে বিতরণ করা (গরিবদুঃখীদের কাপড় বিলানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. √ বিলা + আনো]।
বিশা definitions

Samsad Bangla Abhidhan
বিশা [ biśā ] দ্র বিশে
বিষা definitions

Samsad Bangla Abhidhan
বিষা [ biṣā ] ক্রি. বিষাক্ত করা ('যাহারা তোমার বিষাইছে বায়ু': রবীন্দ্র)। [সং. বিষ + বাং. আ]।
বিড়া definitions

Samsad Bengali-English Dictionary
বিড়া [ biṛā ] n a coil of straw or cloth used as a pedestal for placing cooking-urns, pitchers etc. and also for wearing as a headgear; (of beetle-leaves etc.) a small roll, a bundle.
Samsad Bangla Abhidhan
বিঁড়া, (কথ্য) বিঁড়ে [ bin̐ṛā, (kathya) bin̐ṛē ] বি. বিড়া -র রূপভেদ। বিড়া [ biṛā ] বি. 1 হাঁড়ি কলসি প্রভৃতি রাখার জন্য খড় দড়ি ইত্যাদি দিয়ে প্রস্তুত বেষ্টনীবিশেষ; 2 জড়িয়ে বাঁধা পানের ছোটো বাণ্ডিল বা গোছ; 3 মাথায় ভার বহনের জন্য বা পাগড়িরূপে ব্যবহার্য খড় দড়ি ইত্যাদির তৈরি বেষ্টনীবিশেষ। [সং. বীটি-তু. প্রাকৃ. বীড়ি, বীডিআ]।

Processing time: 0.73 s