সংশয় definitions

Bangla-Tangla Dictionary
সংশয় – doubt
Samsad Bengali-English Dictionary
সংশয় [ saṃśaẏa ] n suspicion; doubt; hesitation; fear or concern, apprehension; uncertainty; (loos.) scepticism. ~কর, ~জনক a. doubtful, suspicious; uncertain. সংশয়াকূল a. greatly troubled by suspicion or doubt or hesitation; greatly afraid (of) or concerned (about) or apprehensive (of); (loos.) very much sceptic. সংশয়ান্বিত, সংশয়াপন্ন, সংশয়াবিষ্ট, সংশয়িত a. seized with suspicion or doubt, suspicious, hesitating; afraid. concerned, apprehensive; uncertain; (loos.) sceptical. সংশয়ী a. given to suspicion, suspicious; inclined to doubt; given to fear or apprehension; sceptical by nature.
Samsad Bangla Abhidhan
সংশয় [ saṃśaẏa ] বি. 1 সন্দেহ (মনে সংশয় জাগে); 2 দ্বিধা (মনে কোনো সংশয় রেখো না); 3 (ভবিষ্যৎ সম্বন্ধে) ভয়। [সং. সম্ + √ শী + অ]। ~কর বিণ. সন্দেহজনক; দ্বিধাজনক। ~বাদী বিণ. অজ্ঞাবাদী, agnostic. ~মোচন বি. সংশয় দূর করা। সংশয়াকুল বিণ. অতিশয় সংশয়যুক্ত। সংশয়াতীত বিণ. সন্দেহ করা যায় না এমন, নিঃসন্দেহ (সংশয়াতীত প্রমাণ)। সংশয়ান্বিত, সংশয়াপন্ন বিণ. সংশয়যুক্ত, সন্দিগ্ধ। সংশয়াপ-নোদন বি. সংশয় দূর করা, সংশয়মোচন। সংশয়ালু, সংশয়ী (-য়িন্) বিণ. সন্দেহকারী, সন্দিগ্ধচিত্ত (সংশয়ী মন)। সংশয়িত বিণ. যা সংশয় বা সন্দেহের বিষয় বা যে সম্বন্ধে সংশয় করা হয়েছে এমন।

Processing time: 0.36 s