তর definitions

Bangla-Tangla Dictionary
তর – delay

genitive of ত:
[variant of তো]; emphatic, expression of doubt; you [intimate] (usually used with an objective or genitive marker)

Samsad Bengali-English Dictionary
-তর1 [ -tara1 ] sfx forming comparative adjectives (মহত্তর). তর2 [ tara2 ] n delay (তর সয় না). তর3 [ tara3 ] a stupefied, besotted. তর4 [ tara4 ] a (chiefly used as a sfx.) of a sort or kind (এমনতর, কেমনতর). তর5 [ tara5 ] n act of crossing (as a river, a desert etc.). genitive of ত: 1 [ ta1 ] n the sixteenth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
-তর1 [ -tara1 ] 1 দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষসূচক প্রত্যয় (ক্ষুদ্রতর, বৃহত্তর, মহত্তর); 2 সাধারণভাবে আধিক্য বা আতিশয্যসূচক প্রত্যয় (ঘোরতর, গুরুতর)। [সং. তরপ্-তু. তম]। তর2 [ tara2 ] বিণ. 1 বিভোর, চুর (নেশার তর হওয়া); 2 নেশায় চুর (মদ খেয়ে তর হওয়া)। [ফা. তর্]। তর3 [ tara3 ] বি. বিলম্ব, দেরি (তর সইছে না)। [< সং. ত্বরা-অর্থবিপর্যয়]। তর4, তরো [ tara4, tarō ] বিণ. প্রকারের, ধরনের (এমনতর, কেমনতরো)। [আ. তরহ্]। ~তর, ~বেতর বিণ. নানারকমের, হরেকরকম ('কত তর-বেতর খেলনা': ক. ক.)। তর5 [ tara5 ] বি. উত্তরণ, পারগমন, অতিক্রমণ (দুস্তর)। [সং. √ তৃ + অ]। ~পণ্য বি. পারানি, পার হওয়ার মাশুল। ~স্থান বি. পারের ঘাট, খেয়াঘাট। তরতর1 [ taratara1 ] দ্র তর4 তরপণ্য [ tarapaṇya ] দ্র তর5 তরস্থান [ tarashāna ] দ্র তর5 genitive of ত: 1 [ ta1 ] বাংলা ভাষার ষো়ড়শ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের প্রথম বর্ণ; অঘোষ দন্ত ৎ ধ্বনির দ্যোতক। genitive of ত: 2, তো [ ta2, tō ] অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবৎ]। genitive of ত: 4, (বর্জি.) তঃ [ ta4, (barji.) tḥ ] (তস্) হতে, থেকে, তে প্রভৃতি 5মী ও 7মী বিভক্তির স্থানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয়বিশেষ (বিশেষত, প্রথমত, কার্যত, ধর্মত)। [সং. তল্]। genitive of ত: তঃ (তস্) [ tḥ (tas) ] দ্র 4 genitive of ত: তো2 [ tō2 ] দ্র 2

Processing time: 1.25 s